নেইমারকে সামলাতে প্রস্তুত হন্ডুরাস

সেমি-ফাইনালে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমারকে হন্ডুরাস সামলাতে পারবে বলে বিশ্বাস করেন দেশটির কোচ হোর্হে লুইস পিন্তো

অলিম্পিক ফুটবলে প্রথমবারের মতো সোনা জয়ের লক্ষ্যে রিওর মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী বুধবার রাত ১০টায় শেষ চারের ম্যাচটি খেলতে নামবে নেইমাররা

রিওতে নিজেদের প্রথম দুই ম্যাচে অনেকটাই নিষ্প্রভ হয়ে ছিলেন নেইমার গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ডেনমার্কের বিপক্ষে কিছুটা হলেও নিজেকে ফিরে পান ব্রাজিল অধিনায়ক আর কোয়ার্টার-ফাইনালে ভালো ফুটবল উপহার দেওয়ার সঙ্গে গোলও পান বার্সেলোনার তারকা ফরোয়ার্ড

‘নেইমার এগোলেও মেসিই সেরা’

গত দুই বছরে নেইমার বার্সেলোনায় অনেক উন্নতি করেছে বলে মনে করেন রিভালদো। তবে ব্রাজিলের সাবেক এই ফরোয়ার্ডের কাছে কাতালান ক্লাবটির সেরা খেলোয়াড় এখনও লিওনেল মেসিই।

২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় নাম লেখানোর পর নেইমার দুটি লা লিগা, একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি কোপা দেল রে জেতেন

প্রতি সেকেন্ডে বোল্টের আয় ৫৬ কোটি টাকা

একের পর এক ইতিহাস গড়ে চলেছেন উসাইন বোল্ট। ইতিহাসে প্র​থম স্প্রিন্টার হিসেবে ১০০ মিটার দৌড়ে হ্যাটট্রিক সোনা জেতার কীর্তি গড়েছেন বোল্ট। সব মিলিয়ে এটি অলিম্পিকে তাঁর সপ্তম সোনা।

কিন্তু বিশ্ব ক্রীড়াঙ্গনে এখন যে পুরস্কারের সাথে আছে বিশাল অর্থযোগও। এবারের অলিম্পিকে ১০০ মিটার জয়ের ফলে প্রতি সেকেন্ড হিসেবে বোল্ট আয় করেছেন ৫৫ লাখ ব্রিটিশ পাউন্ড। বাংলাদেশী টাকায় যা ৫৫ কোটি ৯৩ লাখেরও কিছু বেশি।

অনুশীলনে নামার অপেক্ষায় আশরাফুল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার দায়ে ২০১৩ সালের আগস্টে সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল তাই দীর্ঘ তিন বছর ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে তাঁকে একসময়কার এই তারকা ক্রিকেটারের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত শনিবার

আশরাফুল এখন অনেকটাই মুক্ত আর বাধা নেই ঘরোয়া ক্রিকেটে খেলার অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে আরো দুই বছর অপেক্ষা করতে হবে তাঁকে আবার নতুন করে ক্রিকেটজীবন শুরু করার আগে মঙ্গলবার গিয়েছিলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে উদ্দেশ্য বিসিবির অধীনে অনুশীলনের অনুমতি পাওয়া 

সেমিফাইনালে ব্রাজিলের ও হন্ডুরাসের সম্ভাব্য একাদশ

For Watching Live Rio Olympic ........Click Here
অলিম্পিকের অধরা সোনা জয়ের পথে আর মাত্র দুই ম্যাচ দূরে নেইমারের ব্রাজিল এত কাছে এসে আর হতাশ হতে চায় না স্বাগতিক শিবির সেমিফাইনালে আজ অপেক্ষাকৃত দুর্বল হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে নেইমার-গ্যাব্রিয়েলরা আর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায়

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে দর্শকদের হতাশ করলেও তৃতীয় ম্যাচ থেকেই জ্বলে ওঠে স্বাগতিক শিবির ডেনমার্ককে - গোলের ব্যবধানে গুড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা শেষ আটে কলম্বিয়াকে - গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায় নেইমাররা

এবার এক নজরে দেখে নেওয়া যাক দুই দলে সম্ভাব্য একাদশ

ব্রাজিলের সম্ভাব্য একাদশ :
উয়িভার্টন, জেকা, মার্কুইনহোস, কায়ো, সান্তোস, অ্যান্ডারসন, মাইয়া, আগুস্তো, গ্যাব্রিয়েল, জেসাস নেইমার

হন্ডুরাসের সম্ভাব্য একাদশ :

লোপেজ, রামিরেজ, পেরেইরা, ভার্গাস, পাজ, গার্সিয়া, এলিস, বানেগাস, আকোস্তা, কুইয়োটো লোজানো
Recent Posts Widget