অবশেষে নিষেধাজ্ঞা
থেকে তাসকিন-সানীর মুক্তি
গত ক’দিন ধরেই খবরটির অপেক্ষায় ছিল
বাংলাদেশের ক্রিকেট। ছিল উদ্বেগ, উৎকণ্ঠা আর আশা।
আফগানিস্তান সিরিজের বাংলাদেশ স্কোয়াডে একটি জায়গা পর্যন্ত ফাঁকা রাখা হয়েছিল!
অবশেষে এল প্রত্যাশার সেই বার্তা। বোলিং অ্যাকশনের শুদ্ধতার সনদ পেয়েছেন তাসকিন
আহমেদ ও আরাফাত সানি |