দেশে ফিরেছে টাইগাররা

হায়দ্রাবাদ টেস্ট শেষে দেশে ফিরেছে  বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার দুপুর সোয়া ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এদিন সকাল ৬টায় হায়দ্রাবাদ থেকে কলকাতার উদ্দেশে রওয়ানা দেয় টাইগাররা। এরপর ঢাকার বিমানে উঠেন।
 
নিউজিল্যান্ড ও ভারতের পর শ্রীলঙ্কা সফর সামনে রেখে অনুশীলন শুরু হবে আগামী ২৪ ফেব্রুয়ারি। দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-২০ খেলতে ২৭ বা ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা যাওয়ার কথা মাশরাফি-মুশফিকদের।

আইপিএল নিলাম তালিকায় ৫ আফগান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন আফগানিস্তানের ৫ ক্রিকেটার। রয়েছেন সংযুক্ত আরব আমিরাতেরও একজন!
 
আফগান প্লেয়াররা হচ্ছেন অধিনায়ক আসগর স্তানিকজাই, মোহাম্মদ নবী, মোহাম্মদ শেহজাদ, রশিদ খান এবং দাওলাত জাদরান। আরব আমিরাত থেকে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান চিরাগ সুরি।
 
আগামী ২০ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে নিলাম। প্রাথমিক তালিকায় মোট ৭৯৯ জন ক্রিকেটার ছিলেন। সেখান থেকে মূল তালিকায় রয়েছেন ৩৫১ জন। এর মধ্যে ১২২ জন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্লেয়ার।

মেসিকে ছাড়িয়ে যাবেন গ্যাব্রিয়েল জিসাস : রোনালদিনহো

ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জিসাস ভবিষ্যতে মেসির মতোই বিশ্বসেরা ফুটবলার হবে বলে মনে করেন ব্রাজিলিয়ান কিংবনদন্তী রোনালদিনহো। ১৯ বছর বয়সী জিসাস প্রথম তিন ম্যাচেই ৩ গোল করেছেন। রোনালদিনহোর বিশ্বাস আরো ভালো করবেন তিনি।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ম্যান সিটির এখন দারুণ একজন খেলোয়ার রয়েছে। ভবিষ্যতে সে বিশ্বের সেরা খেলোয়াড় হবে। এখন মেসির সময়, কিছুদিন পরে হয়তো নেইমারের যুগ আসবে। তবে একটা সময় অবশ্যই জিসাস সেরা হবে। তার সেই সক্ষমতা আছে।’

রোনালদোর চোট ভাবাচ্ছে রিয়ালকে

শনিবার রাতে ওসাসুনার বিরুদ্ধে লা লিগার ম্যাচে ডান পায়ে চোট পেয়েছেন রোনালদো। এক বিবৃতিতে রিয়াল জানায়, ‘‘ডান পায়ে চোট পেয়েছেন রোনালদো। সেই কারণে ও আলাদা করে ট্রেনিং করেছে।’
 
এজন্য বুধবার নাপোলির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা দেখো গেছে। তবে সবার আশা, ইতালিয়ান জায়ান্টদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ের আগে ফিট হয়ে উঠবেন তিনি।
Recent Posts Widget