আতঙ্কিত হওয়ার মতো কিছু দেখছেন না আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউসা

ব্রাজিলের কাছে হেরে যাওয়ার পরও আতঙ্কিত হওয়ার মতো কিছু দেখছেন না আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউসা (Argentine coach Edgardo Bauza) চোটের কারণে তিন ম্যাচ বাইরে থাকার পর ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে মাঠে ফেরেন লিওনেল মেসি

তারকা এই ফরোয়ার্ড খেলার পরও বেলো হরিজন্তেতে শুক্রবার সকালে হওয়া ম্যাচে নেইমারদের কাছে উড়ে যায় তার দল ফিলিপে কৌতিনিয়ো, নেইমার পাওলিনিয়োর গোলে ম্যাচটি - ব্যবধানে জেতে স্বাগতিকরা

আর্জেন্টিনা বিশ্বকাপে যেতে পারবে তো! | মেসিরা এখন কী করবেন?

শেষ বাঁশি বাজার পর ক্লান্ত, বিধ্বস্ত শরীর যেন আর চলতেই চাইছিল না তা সত্ত্বেও কোনোরকমে ড্রেসিং-রুমে ফিরতে হলো লিও মেসিকে আর্জেন্টিনার সাজঘর তখন নীরবতায় আচ্ছন্ন এক কোণে বসে রয়েছেন কোচ এডগার্ডো বাউজা শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে এইভাবে হার কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি ফুটবলারদের অবস্থাও প্রায় একইরকম ১১ ম্যাচের পর মাত্র ১৬ পয়েন্ট পেয়ে লাতিন আমেরিকান জোনে ষষ্ঠ স্থানে রয়েছে আর্জেন্টিনা প্রশ্ন উঠছে, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে কি মেসিকে খেলতে দেখা যাবে?
আর্জেন্টিনার মহাতারকা এদিন বললেন, ‘এই ফল কখনোই প্রত্যাশিত নয় ব্রাজিল কঠিন প্রতিপক্ষ কিন্তু আমাদের আরও ভালো খেলা উচিত ছিল প্রথম গোলের পরেও সবকিছু ঠিক ছিল কিন্তু নেইমারের গোলই সব শেষ করে দিল এরপর ব্রাজিল ম্যাচে সংশয়াতীত প্রাধান্য বিস্তার করে আর আমরা ক্রমশ হারিয়ে যাই জানি, এই হারের ফলে রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া আরো কঠিন হয়ে পড়ল যেকোনো মূল্যেই ফিরে আসতে হবে 

আগামী ৩ বছর বিপিএল দেখাবে মাছরাঙা ও গাজী টিভি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী তিনটি আসরের খেলা দেখাবে দুটি বেসরকারী টেলিভিশন চ্যানেল মাছরাঙা গাজী টিভি

২০১৭ থেকে তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে মিডিয়া স্বত্ব পাওয়া ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে

তিন বছরের জন্য রেডিও পার্টনার হয়েছে রেডিও ভূমি রেডিও স্বাধীন

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক জানান, বাণিজ্যিক দিক বিবেচনা করে দুই চ্যানেলে খেলা দেখানোর অনুমোদন দিয়েছেন তারা
Recent Posts Widget