ঘরের মাঠে প্যারাগুয়েকে ৩-০ গোলে হারাল ব্রাজিল

ব্রাজিলের সাও পাওলোতে প্যারাগুয়েকে ৩-০ গোলে হারাল ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বে এই জয়ের মাধ্যমে শীর্ষস্থান আরো নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচে প্যারাগুয়েকে কোন সুযোগ না দিয়ে দুর্দান্ত ছন্দে থেকে ম্যাচ শেষ করে নেইমাররা।
এই ম্যাচে জয়ের মাধ্যমে ৩৩ পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল। তাদের পরবর্তী অবস্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট ২৪। এই হিসেবে এরই মধ্যে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। অন্যদিকে পয়েন্ট তালিকার তলানিতে থাকা বলিভিয়ার কাছে হেরে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে আর্জেন্টিনার।

বলিভিয়ার কাছে হারল মেসি বিহীন আর্জেন্টিনা

মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়ার কাছে ২-০ গোলে হেরে গেল আর্জেন্টিনা। দেশটির উচ্চতা নিয়ে বরাবরই বাহিরের দেশের ফুটবলারদের ধুকতে হয়, সেই সঙ্গে এই ম্যাচে যোগ হয়েছিল ইনজুরি সমস্যা। ভাঙ্গাচোরা আর্জেন্টিনা দল নিয়ে বলিভিয়ায় খেলতে গিয়েছিলেন এদোয়ার্দো বাউসা।

ব্রাজিলের খেলায় মুগ্ধ মেসিও



বেশি নয়, মাত্র চার দিন আগের কথা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে একই দিনে মাঠে নেমেছিল ব্রাজিল আর আর্জেন্টিনা জয় পেয়েছে দুই দলই কিন্তু খেলার ধরনে দুই দল যেন ছিল দুই মেরুতে অসাধারণ আক্রমণাত্মক ফুটবল খেলে উরুগুয়ের মাঠ থেকে ব্রাজিল ফিরেছিল - গোলের জয় নিয়ে আর ঘরের মাঠে চিলিকে হারালেও মেসির পেনাল্টি গোলের সেই জয় মন ভরাতে পারেনি আর্জেন্টাইন সমর্থকদের
দুঙ্গার বিদায়ের পর তিতের অধীনে ব্রাজিল যেন উড়ছে টানা আটটি জয় পেয়েছে তারা এর মধ্যে সাতটিই বিশ্বকাপ বাছাইপর্বে, একটি প্রীতি ম্যাচে এই ব্রাজিল মানো মেনেজেস, দুঙ্গা আর স্কলারি যুগের তুলনায় সুন্দর ফুটবলও উপহার দিচ্ছে বিশ্বজোড়া ফুটবল রোমান্টিকদের প্রশংসাও পাচ্ছেন নেইমাররা আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিও মুগ্ধ ব্রাজিলের খেলায় মেসির এই মুগ্ধতার কথা জানিয়েছেন তাঁর বার্সা সতীর্থ নেইমার, ‘শুধু মেসিরই নয়, ব্রাজিলের এই দলটি অনেক মানুষেরই নজর কাড়ছে আমরা ভালো খেলছি

বিশ্বকাপ বাছাই পর্বে চার ম্যাচ নিষিদ্ধ মেসি!


বলিভিয়া ম্যাচের মাত্র আর কয়েক ঘণ্টা বাকি আছে এর মধ্যেই আর্জেন্টিনা শুনল সবচেয়ে বড় দুঃসংবাদ নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক লিওনেল মেসি! শুধু আজকের ম্যাচ নয়, বিশ্বকাপ বাছাইপর্বে মোট চারটি ম্যাচে নিষিদ্ধ থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক অভিযোগ, দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচে ব্রাজিলিয়ান সহকারী রেফারি ডিউসন সিলভার উদ্দেশে কুৎসিত গালি দিয়েছিলেন মেসি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন মেসিকে আজই এই শাস্তির কথা জানিয়েছে ফিফা আর্জেন্টিনা অনুমিতভাবেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে তবে আজ বলিভিয়া ম্যাচে মেসির খেলা হচ্ছে না, এটা রকম নিশ্চিত আর আপিল করেও ফল পক্ষে না এলে উরুগুয়ে, ভেনেজুয়েলা পেরুর বিপক্ষেও খেলতে পারবেন না মেসি ফিরতে পারবেন ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে
আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচে লাল কার্ড দেখা মেসি তাঁর পুরো ক্যারিয়ারে আর কখনো লাল কার্ডও দেখেননি এটাই তাঁর ক্যারিয়ারে শৃঙ্খলাজনিত কারণে সবচেয়ে বড় শাস্তি সেটিও আর্জেন্টিনার সবচেয়ে কঠিন সময়গুলোর একটিতে
তবে সহকারী রেফারিকে কুৎসিত কথা বলার কারণে শাস্তি পেলেও, চিলি ম্যাচের পর প্রধান রেফারি সান্দ্রো রিচ্চির প্রতিবেদনেই মেসির এই গালাগালির কথা লেখা ছিল না বরং একটি ভিডিওতে নাকি ধরা পড়ে, মেসি সহকারী রেফারিকে তাঁর মায়ের সম্পর্কে কুৎসিত গালি দিয়েছেন ব্যাপারে রিচ্চি অবশ্য বলেছেন, ‘লিওনেল মেসি বা অন্য কারও কাছ থেকে আমার ব্যাপারে কোনো আক্রমণাত্মক কিছু আমি শুনিনি যদি তেমন কিছু শুনতাম, তাহলে অবশ্যই খেলাটির নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতাম

মেসির থেকে রোনাল্ডোর আয় বেশি

২০১৬-১৭ মৌসুমে ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি আয় করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গত মৌসুমে রোনাল্ডো সর্বমোট আয় করেছেন ৮৭.৫ মিলিয়ন ইউরো (৯৫.৩ মিলিয়ন মার্কিন ডলার)। যা তাকে আর্জেন্টাইন প্রতিদ্বন্দ্বী লিয়নেল মেসির থেকে এগিয়ে রেখেছে। মেসির আয় ৭৬.৫ মিলিয়ন ইউরো বলে সূত্রমতে জানা গেছে। ফ্রান্স ফুটবল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

ডাম্বুলায় মুষুলধারে বৃষ্টি, দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত

ডাম্বুলায় বাংলােদশ ও শ্রীলংকার দ্বিতীয় ওয়ান্ডে ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছে। ইনিংস বিরতিতেই বৃষ্টি নামে। হালকা বৃষ্টি দিয়ে শুরু হলেও পরে প্রচণ্ড বৃষ্টিতে সব পণ্ড হয়ে যায়। 
 
এদিকে তাসকিন আহমেদের হ্যাটট্রিক সত্ত্বেও ডাম্বুলায় দ্বিতীয় ওডিআই ম্যাচে বড় স্কোর দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। ৪৯.৫ ওভারে ৩১১ রানে অলআউট হয় লঙ্কানরা। ৫০ তম ওভারে ওডিআই ক্রিকেটে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নেন বাংলাদেশি গতি তারকা। 
Recent Posts Widget