ইব্রা ম্যাজিকে টানা চতুর্থ জয় ম্যান ইউর

ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষেও অনবদ্য খেললেন ম্যানচেস্টার ইউনাইইটেডের সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। নিজে গোল করলেন একটা, সতীর্থদের দিয়ে করালেন দুটো। এতে লিগে টানা চতুর্থ জয় পেল হোসে মরিনহোর দল।
 
সোমবার ওল্ড ট্রাফোর্ডে হোম টিমের জয়ে ১৮ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগে ষষ্ঠ স্থান দখলে নিলো রেড ডেভিলসরা। এদিন ইব্রা ছাড়া অপর দুটি গোল করলেন হেনরিখ মাখিতারিয়ান ও ডালে ব্লিন্ড।

পেড্রো নৈপুণ্যে জয়ের রেকর্ড চেলসির

ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে থাকা চেলসির জয়রথে বাঁধা হতে পারল না বোর্নমাউথ। দলটি ৩-০ গোলে হারলে লিগের ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়ল আন্তোনিও কোন্তের দল।
 
সোমবার স্ট্যামফোর্ড ব্রিজে জোড়া গোল করলেন পেড্রো। অপর গোলটি করলেন এডেন হ্যাজার্ড। এতে বোর্নমাউথকে সহজেই হারালো চেলসি।

জানুয়ারিতে রিয়াল ছাড়ছেন না রুদ্রিগেজ

জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন না কলম্বিয়ান তারকা জেমস রুদ্রিগেজ। তার এজেন্ট জর্জ মেনডেস এই তথ্য নিশ্চিত করেছে।
 
পারফরমেন্সে ঘাটতিতে বেশ কিছুদিন যাবত প্রায়ই মূল একাদশের বাইরে কাটাতে হচ্ছে রুদ্রিগেজকে। এ কারণেই গুজব উঠেছিল জানুয়ারিতে হয়তোবা হামেস সানতিয়াগো বার্নাব্যু ছেড়ে যাচ্ছেন। বেশ কয়েকটি ক্লাব থেকে তার প্রতি আগ্রহের কথাও শোনা গিয়েছিল। তবে এই প্লেমেকারের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।  

বিরল কীর্তিতে ওয়াসিম-কপিলদের পাশে মাশরাফি

বারবার ইনজুরির কবলে পড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার নিয়ে হয়তো আক্ষেপ থেকেই যাবে মাশরাফি বিন মুর্তজার। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে অবশ্য নিজেকে নতুনভাবেই ফিরে পেয়েছেন ডানহাতি এই ক্রিকেটার। তাঁর অধিনায়কত্বেই বাংলাদেশ পেয়েছে অবিস্মরণীয় সব সাফল্য। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শুরুতে নিজের ব্যক্তিগত অর্জনের ঝুলিটা আরো সমৃদ্ধ করেছেন ওয়ানডে দলের অধিনায়ক। বিরল এক অলরাউন্ড কীর্তিতে বসে গেছেন ওয়াসিম আকরাম, কপিল দেবদের মতো কিংবদন্তিদের পাশে।

৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন মুশফিক

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
 
মঙ্গলবার তার বাঁ পায়ে স্ক্যান করা হবে বলে জানিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, মুশফিককে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে। এরপরই স্ক্যান করার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।

বাজে ফিল্ডিংকে দায়ী করলেন মাশরাফি

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই হারের জন্য বাজে ফিল্ডিং ও ক্যাচ মিসকেই দায়ী করলেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।
 
সোমবার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
 
তিনি বলেন, ক্যাচ মিস ও ফিল্ডারদের বলের পেছনে না ছুটার কারণেই ম্যাচটি ফসকে গেছে। নিউজিল্যান্ড শুধু দৌড়েই ২৭ বার ডাবল রান নিয়েছে, তিনবার নিয়েছে তিন রান করে।
Recent Posts Widget