বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবে মেসি

বিশ্বকাপ বাছাইপর্বে চলতি মাসের শেষ দিকে চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার অগ্রণী ভূমিকা পালন করবেন লিওনেল মেসি ও সার্জিও এগুয়েরো।
বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও এগুয়েরোকে অন্তর্ভুক্ত করেই শুক্রবার আসন্ন ম্যাচ দু'টির জন্য দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ এডগার্ডো বাউজা।

পাকিস্তানে নিরাপত্তা পিএসএলের ফাইনালের জন্য বড় ঝুঁকি

রবিবার লাহোরে অনুষ্ঠিতব্য পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। জঙ্গিদের ক্রমবর্ধমান হামলা গত কয়েক বছরের মধ্যে পাকিস্তানের মাটিতে সর্ববৃহৎ এই ম্যাচে অংশগ্রহণ করতে যাওয়া বিদেশি ক্রিকেট তারকাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 
 
এ জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিপুল সংখ্যক সেনা ও বুলেট গ্রুপ গাড়িও ব্যবহার করবে আয়োজকরা। ২০০৯ সালে পাকিস্তান সফরকারী শ্রীলংকান খেলোয়াড় বহনকারী বাসে সশস্ত্র হামলার কারণে বর্তমানে নির্বাসিত রয়েছে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন। ফলে অস্থিতিশীল নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার জন্য লাহোরের পুরো ভেন্যু জুড়ে মোতায়েন থাকবে হাজার হাজার সেনা ও পুলিশ সদস্য।

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল দলে দিয়েগো সুজা

ইনজুরির কবলে পড়া ম্যানচেস্টার সিটি তারকা গ্যাব্রিয়েল জেসুসের পরিবর্তিত হিসেবে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে ডাক পেয়েছেন দিয়েগো সুজা।
২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য শুক্রবার ঘোষিত ব্রাজিল দলে মোট তিনটি পরিবর্তন আনা হয়েছে। গত বছর শুরু করা আন্তর্জাতিক ক্যারিয়ারে অসাধারণ সূচনা করেছিলেন জেসুস। ছয় ম্যাচে অংশ নিয়ে ৫গোল আদায় করেছেন তিনি। ফলে নতুন কোচ তিতের অধীনে থাকা দলটি বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে।

বোলারদের নৈপুণ্যে ওয়ানডে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি ৬উইকেটে জিতেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।
 
এই জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতলো প্রোটিয়ারা। এই সিরিজ জয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও দখল করলো দক্ষিণ আফ্রিকা।
 
২-২ সমতা নিয়ে অকল্যান্ডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলতে নামে দুই দল। টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিং-এ আমন্ত্রণ জানান প্রোটিয়া দলের অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে পড়ে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ৮৭ রানে উপরের সারির ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় কিউইরা। পতন হওয়া ৬ উইকেটের মধ্যে চার ব্যাটসম্যান দু’অংকে পা দিতে না পারলেও, ওপেনার ডিন ব্রাউনলি ও জেমস নিশাম ২৪ রান করে করেন।
Recent Posts Widget