বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি ৬উইকেটে জিতেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।
এই
জয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতলো প্রোটিয়ারা। এই সিরিজ জয়ে
ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানও দখল করলো দক্ষিণ আফ্রিকা।
২-২
সমতা নিয়ে অকল্যান্ডে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলতে নামে দুই দল। টস
জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিং-এ আমন্ত্রণ জানান প্রোটিয়া দলের
অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে পড়ে শুরু থেকে
নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ৮৭ রানে উপরের সারির ৬
উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় কিউইরা। পতন হওয়া ৬ উইকেটের মধ্যে চার
ব্যাটসম্যান দু’অংকে পা দিতে না পারলেও, ওপেনার ডিন ব্রাউনলি ও জেমস নিশাম
২৪ রান করে করেন।