ইরানকে বড় ব্যবধানে হারিয়ে উড়ন্ত শুরু বাংলাদেশের

ইরানকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে এফসি অনূর্ধ্ব-১৬ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। মার্জিয়া, জাহান মৌসুমি ও তাহুরার গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
 
ম্যাচে শুরু থেকে নিজেদের কাছে খেলার নিয়ন্ত্রণ রাখলেও গোল পেতে বেশ সময় নেয় বাংলাদেশের মেয়েরা। প্রথম গোলটি আসে মার্জিয়ার কাছ থেকে। ম্যাচে দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে গোল করে বাংলাদেশের এই খেলোয়াড়। এরপর অবশ্য আর ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। শুরু থেকে নিজেদের রক্ষণভাগ আগলে ধরে আক্রমণের চেষ্টা করা ইরানের মেয়েদের রক্ষণভাগতে দুমড়ে-মুচড়ে ৩ মিনিট পরেই দ্বিতীয় গোলটি করেন মৌসুমি। পরপর দুই গোল হজম করার পর আবারো রক্ষণভাগকে শক্ত করে ঘুরে দাঁড়াবার চেষ্টা করে ইরান। কিন্তু ম্যাচে ৮৬ মিনিটে শেষ পেরেকটি ঠুকে দেয় তাহুরা। তার গোলে ৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচ শেষ করে বাংলাদেশের মেয়েরা।

ছক্কায় ক্যারিবিয়ানদের বিশ্ব রেকর্ড

ম্যাচের প্রথম বলে ওয়াইড, দ্বিতীয় বলে ডট, আর তারপর ছয়। এভাবেই শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ-ভারতের মধ্যকার চলতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। ক্রিজে থেকে সামির বলে প্রথম ছক্কাটি হাঁকিয়েছিলেন জনসন চার্লস। এরপর বাকিটা লেখা থাকল রেকর্ড বইয়ে। টি-২০ এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মেরে রেকর্ড গড়ে নিল ক্যারিবিয়ানরা।
 
এর আগে টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ ১৯টি ছক্কার রেকর্ড ছিল নেদারল্যান্ডসের। ২০১৪ সালের বিশ্বকাপে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল তারা। আর টি-২০ ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়নরা সেই রেকর্ডটি নিজেদের করে নিতে হাঁকিয়েছেন ২১টি ছক্কা!

কন্তের অধীনে ইপিএলে চেলসির টানা তৃতীয় জয়

অ্যান্তোনিও কান্তের অধীনে থেকে দুর্দান্তভাবে মৌসুম শুরু করেছে চেলসি। প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় ধরে রেখেছে তারা। প্রিমিয়ার লিগে নবাগত বার্নলির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। চেলসির পক্ষে গোল করেছেন হ্যাজার্ড, উইলিয়ান ও মোজেজ।

অবশেষে ইপিএলে জয় পেল লেস্টার সিটি

এবারের প্রিমিয়ার লিগে খুব একটা ভাল শুরু হয়নি গত মৌসুমের চ্যাম্পিয়ন লেস্টার সিটির। প্রথম ম্যাচে হালসিটির কাছে ২-১ ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচে আর্সেনালের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। অবশেষে তৃতীয় ম্যাচে সোয়ানসে সিটির বিপক্ষে জয় পেল তারা।
 
জুলাই মাসে সেল্টিকের বিপক্ষে জয় পাওয়ার পর শেষ ৫ ম্যাচ পরে জয় পেল ফরমার ইপিএল চ্যাম্পিয়নরা। তবে আশার বিষয় হল, দলটি আবারো নিচের ছন্দ ফিরে পেতে শুরু করেছে। সোয়ানসে সিটির বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে এগিয়ে ছিল তারা। শনিবার ম্যাচের ৩২তম মিনিটে দারুণ এক প্রতি-আক্রমণে গোল করে লেস্টার। দলকে এগিয়ে দেন জেমি ভার্ডি। নিজেদের সীমানা থেকে ড্যানি ড্রিংকওয়াটারের লম্বা করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন জেমি ভার্ডি। গত মৌসুমে লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ভার্ডি এই ম্যাচে নিজের গোলের খাতা খুললেন।

মারকুসের শেষ সময়ের গোলে ম্যানইউয়ের জয়

হালসিটির মাঠে অল্পের জন্য পয়েন্ট হারানো থেকে রক্ষা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের তৃতীয় ম্যাচে ৯০ মিনিট গোলশূন্য থাকার পর ইনজুরি টাইমে পাওয়া গোলে ৩ পয়েন্ট নিশ্চিত করে মরিনহোর শিষ্যরা।
 
ম্যাচের অধিকাংশ সময় বলের কর্তৃত্ব ধরে রেখেছিল ম্যানইউ। আক্রমণেও প্রতিপক্ষকে বারবার ঘায়েল করছিল রুনি-ইব্রাহিমোভিচ-পগবারা। কিন্তু কিছুতেই যেন কাজ হচ্ছিল না। গোলশূন্য অবস্থায় ৭১ মিনিটে ম্যানইউ এর আক্রমণভাগকে আরো শক্তি জোগাতে মাটার বদলে মারকুস রাসফোর্ডকে মাঠে নামান মরিনহো। আর তাতেই মেলে গোলের দেখা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ইংল্যান্ডের এই খেলোয়াড় তার জাতীয় দলের সতীর্থ ওয়েন রুনির সহায়তায় গোল করে দলকে জয় এনে দেন। বাঁ দিক থেকে আক্রমণে যাওয়া ওয়েন রুনি প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কাটিয়ে বল বাড়ানোর পর প্লেসিং শটে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড রাসফোর্ড।

ক্রুসের গোলে ঘরের মাঠে জয় পেল রিয়াল

দলের নিয়মিত খেলোয়াড়দের মধ্যে উপস্থিত নেই গুরুত্বপূর্ণ তিনজন। আক্রমণভাগে ক্রিশ্চিয়ানো রোনালদের পাশাপাশি অনুপস্থিত করিম বেনজিমা। এদিকে নিয়মিত গোলরক্ষক কেইলর নাভাসও ছিলেন না। গুরুত্বপূর্ণ এই তিন খেলোয়াড়দের ছাড়া ঘরের মাঠে কোন মতে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রাখল রিয়াল মাদ্রিদ। সেল্তা দে ভিগোকে ২-১ গোলে হারিয়েছে জিদানের শিষ্যরা।
Recent Posts Widget