১৯ বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে ফুটবল তারকা তেভেজ

ভালোবাসাকে জয় করলেন আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ। ১৩ বছর বয়সে দেখা হয় ভ্যানেসা মানসিয়ার সঙ্গে। সেই মানসিয়াতে চোখ আটকে যায় কিশোর তেভেজের। ধীরে ধীরে তার মনে স্থান করে নেয় মানসিয়া। বয়স যতো বেড়েছে ততোই দু’জনের ভালোবাসা গভীর থেকে গভীর হতে থেকেছে।

কোচ হিসেবে মিডলসেক্সে যোগ দিচ্ছেন ভেট্টরি

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি কোচিং স্টাফ হিসেবে আগামী বছর মিডলসেক্সে যোগ দেবেন। ইংলিশ কাউন্টি দলটির পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
 
গতবছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার আগে নিউজিল্যান্ডের হয়ে সব মিলিয়ে মোট ৪৪২ ম্যাচ খেলা ভেট্টরি দলের প্রধান কোচ হিসেবে তিন বছরের চুক্তিতে মিডলসেক্সে যোগ দিচ্ছেন।

অস্ট্রেলিয়ার বর্ষ সেরা টেস্ট একাদশের অধিনায়ক কোহলি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) পর এবার বর্ষসেরা টেস্ট একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। শুক্রবার সিএ’র নিজস্ব ওয়েবসাইটে ঘোষিত বর্ষ সেরা টেস্ট একাদশের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতের বিরাট কোহলি।

ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন পুরস্কারজয়ী মোস্তাফিজ

সতীর্থ খেলোয়াড়, পরিবারের সদস্য ও ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন আইসিসি বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারজয়ী মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওয়েবসাইটে এক বার্তায় জানানো হয় তা। ইনজুরির কারণে গত চার মাস মাঠের বাইরে কাটছিল বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। 
Recent Posts Widget