অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ জয়

অস্ট্রেলিয়ার মাটিতে আরেকবার অসি ব্যাটসম্যানদের মাটিতে নামিয়ে এনে টানা তিন টেস্ট সিরিজ জয় করার কৃতিত্ব দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে হোবার্টে একদিন বাকি রেখেই ইনিংস ও ৮০ রানে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে সিরিজ নিশ্চিত করেছে সফরকারীরা।
 
টেস্টের চতুর্থ দিনে প্রোটিয়া বোলাররা অস্ট্রেলিয়াকে মধ্যাহ্ন বিরতির আগে ১৬১ রানে গুটিয়ে দেয়। ১১৬ বলে মাত্র ৩২ রানে অস্ট্রেলিয়ার শেষ ৮ আট উইকেটের পতন হয়েছে। এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৮৫ রানে অল আউট হয়েছিল। স্টিভেন স্মিথের দলের বিপক্ষে পার্থে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১৭৭ রানের জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। 

‘ব্যাটসম্যান’ মাশরাফিও জেতাতে পারলেন না কুমিল্লাকে



ব্যাটিংটা তাঁর কাজ না বল হাতে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের নাজেহাল করতেই বেশি পছন্দ করেন মাশরাফি বিন মুর্তজা কিন্তু স্বীকৃত ব্যাটসম্যানদের দুরবস্থা দেখে মাশরাফিই আজ জ্বলে উঠলেন ব্যাট হাতে খেললেন ৩৫ বলে ৪৭ রানের দুর্দান্ত ঝড়ো ইনিংস কিন্তু এত কিছু করেও দলের হার এড়াতে পারেননি বাংলাদেশের সফলতম এই অধিনায়ক ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ানস হেরে গেছে ৩৩ রানের ব্যবধানে

কুমিল্লাকে হারিয়ে শীর্ষে ঢাকা



কুমিল্লাকে সহজেই ৩৩ রানে হারিয়ে শীর্ষে উঠেছে ঢাকা। রান রেটে বরিশাল বুলস খুলনা টাইটান্সকে পেছনে ফেলেছে তারা। চার ম্যাচে তিন দলেরই পয়েন্ট করে। শুরু থেকে নিয়মিত উইকেট হারানোয় কুমিল্লা কখনও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি। উইকেটে গতবারের চ্যাম্পিয়নরা তুলতে পারে ১৬১ রান।

নিয়ে চারটি ম্যাচের সবকটিতেই হারল মাশরাফি বিন মুর্তজার দল। বিশাল লক্ষ্য তাড়ায় ইমরুল কায়েসের ওপর অনেকখানি নির্ভর করেছিল কুমিল্লা। দলকে হতাশ করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। চমৎকার শুরু করেও নাসির হোসেনের বাজে বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে আলাউদ্দিন বাবুকে সহজ ক্যাচ দিয়ে ফিরেন তিনি।
Recent Posts Widget