ক্রিকইনফোর সাময়িকীর প্রচ্ছদে বাংলাদেশ

প্রতিমাসেই ‘ক্রিকেট মান্থলি’ নামে একটি ক্রিকেট বিষয়ক ম্যাগাজিন বের করে ক্রিকেটের জনপ্রিয় ‍ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। সেপ্টেম্বরে তাদের প্রচ্ছদে ঠাঁই পেয়েছে বাংলাদেশ ক্রিকেটের গল্প। ‘রেড সান রাইজিং’ নামের এই প্রচ্ছদটি লিখেছেন সিদ্ধার্ত মোঙ্গা ও মোহাম্মদ ইসাম।
 
লেখাটিতে উঠে আসে বাংলাদেশ ক্রিকেটের উত্থানের গল্প। বলা হয়, অসংখ্যা হারের বঞ্চনা ও আশার মরিচীকার পর এবার সত্যিই বদলে যাচ্ছে বাংলাদেশ, দেখছে নতুন শুরু।

খেলোয়াড়দের মানসিকতা নিয়ে কাজ করবেন ওয়ালশ

বাংলাদেশের নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেছেন, বোলারদের মানসিকতা দৃঢ়করণে কাজ করবেন তিনি। রবিবার প্রথমবারের মতো কোচ হিসেবে মিরপুর স্টেডিয়ামে এসে তিনি এ কথা বলেন।
 
শনিবার রাতে ঢাকায় এসেছেন ক্যারিবীয় বোলিং কিংবদন্তি। একরাত বিশ্রাম নিয়েই রবিবার দুপুরে মিরপুর স্টেডিয়ামে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বাংলাদেশের বোলিং সম্পর্কে তিনি বলেন, বোলিং লাইন আপ খুব শক্ত ভিত্তির উপর দাড়িয়ে আাছে। আমি খেলোয়াড়দের মানসিকতা নিয়ে কাজ করবো এবং খেয়াল রাখবো যাতে তারা ইনজুরি মুক্তভাবে ধারাবাহিক পারফর্ম করতে পারবে। 
 

২৫ তারিখ থেকে মাঠের ক্রিকেটে আশরাফুল

চলতি মাসের ২৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ। আর এই টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরছেন মোহাম্মদ আশরাফুল।
 
বিপিএলের দ্বিতীয় আসরে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১৪ সালের জুন মাসে ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল।
Recent Posts Widget