Rio Olympics 2016 Football Match Schedule and Fixtures As Per Bangladesh Time.

Group List Mens Rio Olympics 2016 Football Match
Rio Olympics 2016 Football Match Schedule and Fixtures In Bangladesh Time.

বিশ্বকাপের প্রতিশোধ কি নিতে পারবেন নেইমার?

১৯৫০ সালের মারাকানাজ্জো ব্রাজিলের ইতিহাসে এখন একটি মিথ। যুগের পর যুগ পেরিয়ে গেলেও সেই মারাকানাজ্জোর বিষাক্ত অভিজ্ঞতা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে বেড়াবে পৃথিবীর সবচেয়ে বৃহৎ এই ফুটবল জাতিটি। কিন্তু সেই ঘটনার ৬৪ বছর মিনেইরোতে যে ঘটনা ঘটেছিল, তাকে কোনভাবেই মারাকানাজ্জোর চেয়ে খাটো করে দেখার উপায় নেই।


মিনেইরে ট্র্যাজেডি কিংবা মিনেইরেজ্জো- নামেও কেউ কেউ একে অভিহিত করেছেন। ট্র্যাজেডির আধুনিক ঘটনাটি ঘটেছিল গত বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে। আগের ম্যাচেই কলম্বিয়ার জুনিগার হাঁটুর গুঁতোয় কোমরের হাঁড় ভেঙে হসপিটালের বিছানায় ঠাঁই নিয়েছেন ব্রাজিলের পোস্টারবয় নেইমার।

নেইমার যে রাতে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছিলেন, সে রাতে সেই হাসপাতালের বাইরে বসে অসংখ্য ব্রাজিল ভক্ত চোখের পানিতে বুক ভাসিয়েছিলেন। সেই শোক ব্রাজিল টেনে নিয়ে গিয়েছিল মিনেইরোতে, জার্মার বিপক্ষে।

ব্রাজিলকেই হুমকি জার্মানির

অলিম্পিক ফাইনালে প্রতিপক্ষ ব্রাজিল৷ তারা আবার নিজের মাঠে খেলবে৷ বিপক্ষ দলের রয়েছেন বার্সেলোনার অন্যতম তারকা নেইমার৷ তবুও চিন্তিত নন জার্মানির কোচ হোস্ট৷ উল্টা ব্রাজিলকে হুমকি দিয়েছেন জার্মানির কোচ৷

কী হুমকি? ব্রাজিল নেইমার প্রসঙ্গে জার্মান কোচ বলেন, ‘আমরা ব্রাজিলের বিপক্ষে খেলব, নেইমারের বিপক্ষে নয়। আমাদের ফরোয়ার্ডরা ২১টি গোল করেছে; তাই প্রশ্নটা হচ্ছে, ব্রাজিল আমাদের কিভাবে থামাবে।'

উল্টা তাদের কীভাবে ব্রাজিল থামাবে তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন জার্মান শিবির৷ ব্রাজিলের বিপক্ষে ফাইনালে খেলার ধরনেও কোনো পরিবর্তন আনবেন না বলে জানিয়ে দেন হোস্ট। তিনি বলেন,‘‘আমরা খেলার স্টাইল বদলাবো না৷ যেভাবে গোটা প্রতিযোগিতায় খেলেছি৷ যেভাবে সেমিফাইনালে খেলেছি তেমনই খেলব ফাইনালে৷’’


জার্মানি-ব্রাজিল ম্যাচটিকে অনেকেই গত স্বাগতিকদের জন্য প্রতিশোধের সুযোগ হিসেবে অভিহিত করছে। বিশ্বকাপে ব্রাজিলকে শোচনীয়ভাবে বিধ্বস্ত করেছিল জার্মানি।
Recent Posts Widget