ষষ্ঠ বোলার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে পাঁচ উইকেট পেলেন তাসকিন আহমেদ। বিপিএল ও নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট পেলেন ২১ বছর বয়সী এই পেসার। শুক্রবার চিটাগং ভাইকিংসের এই ডানহাতি পেসার ৩১ রানে পাঁচ উইকেট নিয়েছেন। তার অসাধারণ বোলিংয়েই রাজশাহী কিংসকে ১৯ রানে হারিয়েছে তামিম ইকবালের দল।