সুস্থ হতে অপেক্ষা বাড়ছে মাশরাফির

নিউজিল্যান্ড সফরে শেষ টি-২০ ম্যাচে ফলো থ্রুতে বল থামাতে যেয়ে পেয়েছেন ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট। চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠতে মাশরাফির লেগে যাবে ৫ থেকে ৬ সপ্তাহ, তাৎক্ষণিকভাবে বিসিবি’র প্রধান চিকিৎসক এমন আভাস দিলেও ফিট হয়ে উঠতে অপেক্ষা বাড়ছে বাংলাদেশ দলের ওয়ানডে এবং টি-২০ অধিনায়কের। পুরোপুরি ফিট হয়ে না ওঠায় শ্রীলঙ্কা সফরের জন্য ব্যাটিং- বোলিং অনুশীলন শুরু করতে পারেননি মাশরাফি। পরিস্থিতির মুখে ইনজুরি থেকে পুরোপুরি ফিট হয়ে উঠতে মাশরাফিকে আরো অপেক্ষা করতে হবে বলে মনে করছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী ‘এরই মধ্যে প্রায় ৬ সপ্তাহ শেষ হয়ে গেছে। তার আঙুল উন্নতির দিকে। ফ্র্যাকশ্চার হওয়া জায়গাটা ধীরে ধীরে ভালোর দিকে। সাধারণত ৬-৭ সপ্তাহের মধ্যে ঠিক হয়। কিন্তু এক্ষেত্রে হয়তো আট সপ্তাহের মতো লেগে যাবে।’ 

বার্সা-রিয়ালকে টপকে শীর্ষে সেভিয়া

রিয়াল বেটিসের বিপক্ষে লা লীগার ম্যাচে পিছিয়ে পড়েও দারুণ এক জয় পেয়েছে সেভিয়া। আর এই জয়ে দুই শিরোপাপ্রত্যাশী বার্সোলোনা ও রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সামপাওলির দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ম্যাচটি ২-১ গোলে জিতেছে সেভিয়া। এবারের লীগে তাদের এটি ষষ্ঠদশ জয়। ৩৬তম মিনিটে ডেনমার্কের ডিফেন্ডার রিজা ডুরমিসির গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় সেভিয়া। ৫৬তম মিনিটে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন ডিফেন্ডার গাব্রিয়েল মের্কাদো। আর ৭৬তম মিনিটে জয়সূচক গোলটি করেন স্পেনের ফরোয়ার্ড ভিসেন্তে ইবোরা।

এই জয়ের পর সেভিয়ার পয়েন্ট হলো ২৪ ম্যাচে ৫২। দুই ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্টও সমান; তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে জিনেদিন জিদানের দল। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। ওয়েবসাইট।

লজ্জার হার নিয়ে যা বললেন কোহলি

শেষ পর্যন্ত বিরাট কোহলির এ উল্লাস স্থায়ী হয়নি
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ৩৩৩ রানের বড় ব্যবধানে হেরেছে ভারত। ৪৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৭ রানেই অলআউট হয়েছে স্বাগতিকরা।
এতে ঘরের মাঠে তিন দিনেই টেস্ট হারের লজ্জা পেল ভারত। প্রথম ইনিংসেও ১০৫ রানে অলআউট হয়েছিল স্বাগতিকরা। অজিদের স্পিন সামলাতেই ব্যর্থ হয়েছেন ভারতের ব্যাটসম্যানরা।ভারত দুই ইনিংস মিলে মাত্র ৭৪ ওভার ব্যাট করতে পেরেছে।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কোহলি বলেন, জয়টা অস্ট্রেলিয়ারই প্রাপ্য ছিল। কেননা ওরা আগেই আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। তারা আমাদের শুরু থেকেই চেপে ধরেছিল।

নেইমার ও কুটিনহোর সঙ্গে খেলতে চান তোরে

জাতীয়তা পরিবর্তন করে ব্রাজিলের নাগরিকত্ব নিয়ে নেইমার ও ফিলিপ কুটিনহোর সঙ্গে ম্যাচ খেলতে চান ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ইয়াইয়া তোরে। কৌতুক করেই এ মন্তব্যটি করেছেন আইভরি কোস্টের সাবেক এই অধিনায়ক। 
 
দেশের হয়ে ১০২ টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়া এই ফুটবল তারকা ২০১৫ সালে দেশকে এনে দিয়েছেন আফ্রিকা নেশন্স কাপের শিরোপা। এই মুহুর্তে নেইমার যেমন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় নৈপুন্য প্রদর্শন করছেন তেমনি আরেক ব্রাজিলীয় কুটিনহো লিভারপুলকে একের পর এক সফলতা এনে দিতে দারুন ভুমিকা রাখছেন। 

ভারতের মাটিতে বোথামের পর ও’কিফই সেরা বিদেশী বোলার

পুনে টেস্টে ভারতের বিপক্ষে দু’ইনিংস মিলিয়ে ২৮ দশমিক ১ ওভারে ৭০ রানে ১২ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার স্টিভ ও’কিফ। ভারতের মাটিতে সফরকারী বোলারদের মধ্যে সেরা ম্যাচ বোলিং ফিগারের দ্বিতীয়স্থানে নাম লেখালেন তিনি। 
 
ও’কিফের উপরে আছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ইয়ান বোথাম। ১৯৮০ সালে মুম্বাই টেস্টে ১০৬ রানে ১৩ উইকেট নিয়েছিলেন বোথাম। তিনি ৪৮.৫ ওভার বোলিং করেছিলেন । 

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নেই অ্যাঞ্জেলো ম্যাথুস

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে টাইগারদের বিরুদ্ধে টেস্টে খেলা হচ্ছে না লঙ্কান অধিনায়কের।
 
আগামী মঙ্গলবারই বাংলাদেশ সিরিজের জন্য টেস্ট দল ঘোষণা করার কথা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের। তার আগেই ম্যাথুসকে না পাওয়ার দুঃসংবাদ পেতে হলো লঙ্কান নির্বাচকদের। তাই নতুন করে টেস্ট দলের অধিনায়কও নির্বাচন করতে হবে তাদের।
Recent Posts Widget