শেষ পর্যন্ত মুস্তাফিজকে ‘স্বীকৃতি’ দিল অস্ট্রেলিয়া!

নাক উঁচু’ বলে ক্রিকেট মহলে ইংল্যান্ডে এবং অস্ট্রেলিয়ার বড় দুর্নাম আছে। বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে স্বীকৃতি তো দূরে কথা, নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা দেখা গেছে তাদের মধ্যে।

অনেক সাবেক অজি গ্রেটরাও বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়ার কথা বলেছেন। তবে এবার ‘নাক নিচু’ করতে বাধ্য হলো অজিরা। সেটা আমাদের পেস সম্পদ মুস্তাফিজের দৌলতে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা দলের অধিনায়ক কোহলি

২০১৬ সালে ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিচারে বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে। 
 
গত সপ্তাহে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলেও কোহলিকে অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়। এ সম্পর্কে সিএ এক বিবৃবিতে জানিয়েছে, ২০১৬ সালে ভারতীয় অধিনায়ক মাত্র ১০টি ওয়ানডে ম্যাচ খেলেছে। কিন্তু তারপরেও ৫০ ওভারের ম্যাচে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে প্রমাণ করেছেন। ডান হাতি এই তারকা ব্যাটসম্যান গত ১০টি ইনিংসে আটবারই ৪৫ কিংবা তার উপরে রান সংগ্রহ করেছেন। জানুয়ারিতে পরপর দুই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি সেঞ্চুরি ছিল। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৪ রানে অপরাজিত ছিলেন। ভারতের হয় ৫৯টি ম্যাচে রান তাড়া করে তার ব্যাটিং গড় এখন ৯০.১০। এর মধ্যে ২০টি ম্যাচে দলকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়ে আউট হয়েছেন। 

‘ম্যাচ জেতা সম্ভব’

প্রথম ওয়ানডে শেষে রাতটা ক্রাইস্টচার্চেই ছিল বাংলাদেশ দল। গতকাল সকালে নেলসনে পৌঁছেছে মাশরাফি বিন মুর্তজার দল। অনুশীলন না করলেও নেলসনের মাঠ ঘুরে এসেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। স্যাক্সটন ওভালের এই মাঠেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ দুই ওয়ানডে খেলবে বাংলাদেশ।
 
ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরে গিয়েছিল মাশরাফি বাহিনী। আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে দুদল। সিরিজে ফিরতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। প্রায় সব বিভাগেই উন্নতি আনতে হবে টাইগারদের।

খেলতে পারবেন না মুশফিক

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়া মুশফিকুর রহিম বৃহস্পতিবার খেলতে পারছেন না। শুধু আগামীকালের খেলা নয় পুরো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও হয়তো ফিরতে পারবেন না তিনি। 
 
সোমবার ক্রাইস্টচার্চে রান নিতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন মুশফিকুর রহিম। পরে মাঠ ছাড়তে হয় তাকে। বুধবার স্ক্যান করার কথা থাকলেও অবস্থার উন্নতি না হওয়ায় সেটি সম্ভব হয়নি। 

নেলসন পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে খেলতে নেলসনে পৌঁছেছে বাংলাদেশ দল। ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচ হেরে যাওয়ায় ঘুরে দাঁড়ানোর বিকল্প ভাবছেন না মাশরাফি-সাকিব-তামিম-মোস্তাফিজরা।
 
মঙ্গলবার অফিসিয়াল টুইটার পেজে তাসকিন-মিরাজদের বিমান থেকে নামার একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে নেলসনে নিরাপদে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
Recent Posts Widget