২০১৬
সালে ব্যাট হাতে অসাধারণ পারফর্ম করা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে ক্রিকেট
অস্ট্রেলিয়া তাদের বিচারে বর্ষসেরা ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বেছে
নিয়েছে।
গত
সপ্তাহে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলেও কোহলিকে অধিনায়ক হিসেবে মনোনীত করা
হয়। এ সম্পর্কে সিএ এক বিবৃবিতে জানিয়েছে, ২০১৬ সালে ভারতীয় অধিনায়ক মাত্র
১০টি ওয়ানডে ম্যাচ খেলেছে। কিন্তু তারপরেও ৫০ ওভারের ম্যাচে নিজেকে বিশ্বের
অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে প্রমাণ করেছেন। ডান হাতি এই তারকা
ব্যাটসম্যান গত ১০টি ইনিংসে আটবারই ৪৫ কিংবা তার উপরে রান সংগ্রহ করেছেন।
জানুয়ারিতে পরপর দুই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি সেঞ্চুরি ছিল। এরপর
নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৪ রানে অপরাজিত ছিলেন। ভারতের হয় ৫৯টি ম্যাচে রান
তাড়া করে তার ব্যাটিং গড় এখন ৯০.১০। এর মধ্যে ২০টি ম্যাচে দলকে জয়ের
কাছাকাছি নিয়ে গিয়ে আউট হয়েছেন।