Brazil Next Football Match Schedule As Per Bangladesh Time
Argentina Next Football Match Schedule As Per Bangladesh Time
নাটকীয়তার ম্যাচে ৪ রানে জিতলো বরিশাল
বৃথা গেল সাব্বির রহমানের সেঞ্চুরি। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করে দলকে নিয়ে গিয়েছিলেন জয়ের বন্দরে। কিন্তু শেষটা হলোনা। বরিশাল বুলসের কাছে ৪ রানে হারলো তার দল রাজশাহী কিংস।
রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অধিনায়ক মুশফিকুর রহিমের অপরাজিত ৮১ ও শাহরিয়ার নাফীসের ৬৩ রানের উপর ভর করে ১৯২ রান সংগ্রহ করে বরিশাল। এটাই এবারের আসরের সর্বোচ্চ রান।
চলতি আসরে প্রথম সেঞ্চুরি করলেন সাব্বির
বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথম সেঞ্চুরি তুলে নিলেন জাতীয় দলের ব্যাটসম্যান সাব্বির রহমান। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রাজশাহী কিংসের হয়ে ৫৩ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি।
মাহমুদের অসাধারণ দুইয়ে দুই | মাহমুদুল্লাহর অবিশ্বাস্য চমক, দুর্দান্তভাবে জিতলো খুলনা
মাঝখানে একটি দুর্ঘটনা আছে খুলনা টাইটানসের। রংপুর রাইডার্সের বিপক্ষে ৪৪ রানে অলআউট হওয়ার সেই লজ্জার আগে-পরে অবশ্য তাদের ভাগ্যলিপি অন্যভাবেই লেখা হয়েছে। তবে সেই একই চিত্রনাট্য যে বারবার রচিত হতে পারে, সেটি সম্ভবত ধারণার বাইরেই ছিল তামিম ইকবালের। এ জন্যই জেতা ম্যাচ হারতে হারতেও ঠিক বিশ্বাস হতে চায়নি চিটাগং ভাইকিংস অধিনায়কের, ‘এ রকম ঘটনা প্রতি দশবারে একবার ঘটার কথা।’
রাজশাহী কিংসের বিপক্ষে যখন একবার ঘটেই গেছে, তখন নিজের দলকে অন্তত নিরাপদ ভাবার অবকাশ ছিল তাঁর। কিন্তু মাহমুদ উল্লাহর নিয়তি এটাও ঠিক করে রেখেছিল যে বল হাতে শেষ ওভারের ঝলকে তিনি বারবার জেতাবেন খুলনাকে। তাঁর ক্ষেত্রে যে এই ঘটনা ঘটল দুইবারে দুইবারই। তাঁর বোলিং জাদুতে শেষ ওভারে নিশ্চিত হওয়া অবিশ্বাস্য দুই জয়ের মোড়কে রংপুর ম্যাচের ব্যাটিং লজ্জা এখন দিব্যি আড়াল হয়ে অন্যভাবে বিকশিত হওয়ার পথে আছেন খুলনার অধিনায়ক মাহমুদ উল্লাহও।
সতীর্থদের আরো বেশি উন্নতি করার আহ্বান জানিয়েছেন মেসি
নেইমারদের কাছে উড়ে যাওয়ার পর সতীর্থদের সংঘবদ্ধ থাকার আহবান জানিয়েছেন মেসি। ফিলিপে কৌতিনিয়ো, নেইমার ও পাওলিনিয়োর গোলে বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে
চিরপ্রতিদ্বন্দ্বীদের ৩-০ ব্যবধানে হারায় ব্রাজিল। এ নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে টানা চার ম্যাচ জয়হীন থাকল আর্জেন্টিনা।
ম্যাচ শেষে মেসি বলেন, “আমরা এই ফল আশা করিনি। প্রথম গোলের আগে পর্যন্ত ম্যাচটি সমানে সমান ছিল, আমরা ভালো খেলছিলাম।”
Subscribe to:
Posts (Atom)