এশিয়া কাপ ক্রিকেটে নারী দল ঘোষণা

আসন্ন এশিয়া কাপ মহিলা ক্রিকেটের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য টুর্ণামেন্টের জন্য ঘোষিত দলের বাইরে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে আরো ৫ নারী ক্রিকেটারকে।
দল: জাহানারা আলম, রুমানা আহমেদ, নিগার সুলতানা, ফারজানা হক, খাদিজাতুল কোবরা, হালিমা খাতুন, রিতু মনি, আয়শা রহমান, নাহিদা আকতার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন, জান্নাতুল ফেরদৌস, শারমিন সুলতানা, সোভানা মুস্তারি ও সালমা খাতুন।

Chelsea vs Man United LIVE Match STREAM

চতুর্থ দিন শেষে ৩৩ রানে পিছিয়ে টাইগাররা

ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য ৩৩ রান দূরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। উইকেটে রয়েছেন তাইজুল ইসলাম (১১) ও সাব্বির রহমান (৫৯)। হাতে এখনো ২ উইকেট আছে টাইগারদের।
 
খেলা শেষের কিছু আগেই অধিনায়ক মুশফিকুর রহিম ও সাব্বিরের ব্যাটে জয়ের সম্ভাবনা দেখছিলো বাংলাদেশ। কিন্তু পরপর দুই উইকেট হারিয়ে সেই স্বপ্ন কিছুটা ফিকে হয়ে গেছে। মূলত ব্যক্তিগত ৩৯ রানের মাথায় মুশফিক ফিরে গেলেই ধাক্কা খায় বাংলাদেশ। তবে অন্যদিকে হাল ধরে রয়েছেন সাব্বির রহমান।

মেসির পেনাল্টিতে লা লিগায় নাটকীয় জয় বার্সার

লিওনেল মেসির পেনাল্টি গোলে ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে পরাজিত করে লা লিগায় নাটকীয় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ৯৪ মিনিট পর্যন্ত সমতায় থেকে এই গোলেই জয় নিশ্চিত করে কাতালানরা।
 
যদিও এই ম্যাচে তারকা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার ইনজুরি বার্সেলোনাকে হতাশায় ডুবিয়েছে। ডান হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়ে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ইনিয়েস্তা।
Recent Posts Widget