চলতি মৌসুমেই আর খেলতে পারবেন না জকোভিচ

কনুইয়ের ইনজুরির কারণে চলতি মৌসুমে আর কোর্টে নামতে পারছেন না ১২বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ। ৩০ বছর বয়সী এই সার্বিয়ান তারকা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
 
সদ্য সমাপ্ত উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে টমাস বার্ডিচের বিপক্ষে কোর্টে নেমে ইনজুরির কারণে পুরো ম্যাচ শেষ করতে পারেননি। এবার এই ইনজুরি তাকে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেন থেকেও ছিটকে দিল।

৫৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ধাওয়ান

শ্রীলংকার বিপক্ষে গল টেস্টের প্রথম দিনই ১৯০ রান করেছেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। এই ইনিংস খেলে অনন্য এক রেকর্ডের মালিক হয়েছেন তিনি।
 
ভারতের হয়ে দিনের দ্বিতীয় সেশনে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ধাওয়ান। গল টেস্টের প্রথম দিন দ্বিতীয় সেশনে ১২৬ রান করেছেন তিনি। ফলে দ্বিতীয় সেশনে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নয়া রেকর্ড গড়েন ধাওয়ান।

বাংলাদেশ সফর বাতিলের পক্ষে অস্ট্রেলিয়ার সিনিয়র খেলোয়াড়রা

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সিনিয়র খেলোয়াড়রা বাংলাদেশে আগামী মাসের সফর বয়কট করার পক্ষে ভোট দিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানাচ্ছে, এই খেলোয়াড়রা বলছেন - অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তৃপক্ষের সাথে ক্রিকেটারদের বেতন নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে, তা মীমাংসা হবার আগে তারা যাত্রা করবেন না।
 
অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভ স্মিথ এবং ভাইস ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার ক্রিকেটারদের সমিতি এসিএ-র প্রধান নির্বাহী এলিস্টেয়ার নিকলসনের সাথে এ নিয়ে এক বৈঠক করেছেন। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে গত সপ্তাহে তাদের এক আলোচনা ভেঙে যায়। এর কারণ, কর্তৃপক্ষ ক্রিকেটারদেরকে তাদের বেতন ছাড়া তাদের রাজস্ব আয়ের অংশ দিতে রাজি নয় - যে ব্যবস্থা এর আগের ২০ বছর ধরে চালু ছিল।

রিয়ালকে ২-১ গোলে হারাল ম্যানচেষ্টার ইউনাইটেড

টাইব্রেকারে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে পরাজিত করে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে জয়ের ধারা ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। এমনিতে তেমন কোনো গুরুত্ব না থাকলেও জয়টি নিশ্চিতভাবে উদ্দীপ্ত করবে ইউনাইটেডের খেলোয়াড়দের।

হাঙরের কাছে সাঁতারে হারলেন ফেলপস

অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণপদক পাওয়া আমেরিকান সাঁতারু মাইকেল ফেলপস একটি হাঙরের সাথে সাঁতারের 'প্রতিযোগিতা' করে পরাজিত হয়েছেন। দক্ষিণ আফ্রিকায় খোলা সাগরের একটি অংশে এই ১০০ মিটার সাঁতারের 'প্রতিযোগিতা' হয়, এবং তা সম্প্রচার করে ডিসকভারি চ্যানেল।

আইকন হতে চাননি মাশরাফি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে তিনবারের শিরোপাজয়ী অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দু’বার ট্রফি জিতেছেন। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে জিতেছেন একবার।

নেইমার থাকছেন: পিকে

একটা ছবি। ছোট্ট একটা ক্যাপশন। যেন তপ্ত মরুতে কোনো উদ্যান খুঁজে পেলেন বার্সেলোনা সমর্থকরা। নিজের ইনস্টাগ্রামে নেইমারের সঙ্গে অন্তরঙ্গ একটি ছবি পোস্ট করেছেন জেরার্ড পিকে। সঙ্গে জুড়ে দিয়েছেন ক্যাপশন, ‘নেইমার থাকছেন’।

বিপিএলের পঞ্চম আসর শুরু ২ নভেম্বর

আগামী ২ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসর। তবে উদ্বোধনী অনুষ্ঠান ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে এ তথ্য জানানো হয়।

শিরোপা জয়ের স্বাদ নিল ইংলিশ নারীরা

খুব করে ইতিহাস গড়ার অপেক্ষায় ছিল ভারতের মিতালি রাজ, হারমনপ্রীত কাউররা; কিন্তু ফাইনালে ইংল্যান্ডের দেয়া ২২৯ রানের লক্ষ্য পার হতে পারেনি ভারত। থেমে গেলো ২১৯ রানে। ফলে ৯ রানের ব্যবধানে ভারতকে হারিয়ে নারী বিশ্বকাপের শিরোপা জিতে নিল ইংল্যান্ড।
 
অনেকে ২০১১ বিশ্বকাপের চেয়ে এবারের নারী বিশ্বকাপটাকেই বেশি গুরুত্ববহ হিসেবে আখ্যা দিতে শুরু করেছিলেন। সেমিফাইনালে হারমনপ্রীত কাউরের অবিশ্বাস্য ১৭১ রানের ইনিংসই সবচেয়ে বেশি স্বপ্ন দেখায় ভারতকে।

নেইমারের জোড়া গোলে জুভেন্টাসকে হারালো বার্সেলোনা

ব্রাজিলিয়ান তারকা নেইমারের দুই গোলে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসকে ২-১ গোলে পরাজিত করেছে বার্সেলোনা। বেশ কিছুদিন ধরেই দলবদলের বাজারে নেইমারকে নিয়ে জোড় গুজব চলছে। 
 
গণমাধ্যমের দাবি ২২২ মিলিয়ন ইউরোর বিশ্ব রেকর্ড মূল্যে নেইমার বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট-জার্মেইতে যোগ দিতে যাচ্ছেন। যত আলোচনাই-সমালোচনাই হোক না কেন নিজের ভবিষ্যৎ নিয়ে নেইমার এখনও মুখ খুলেননি। বরং ২২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান আরেকবার নিজের পেশাদারিত্বের দারুণ এক পরিচয় দিয়ে জুভেন্টাসের বিপক্ষে দলকে স্বস্তিদায়ক জয় উপহার দিয়েছেন। 

আরো ২/৩ বছর রিয়ালে থাকবেন রোনালদো: জিদান

আরো দুই থেকে তিন বছর রিয়াল মাদ্রিদেই থাকছেন ক্রিস্টিয়ানো রোনালদো, এমন নিশ্চয়তা দিয়েছেন খোদ ক্লাবটির কোচ জিনেদিন জিদান। এর ফলে বার্নাব্যু সুপারস্টারের ক্লাব ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাবার গুজব কিছুটা হলেও বন্ধ হবে বলেই সংশ্লিষ্টদের মত। 
 
সান্তা ক্লারায় ইউনাইটেডের বিপক্ষে রিয়ালের প্রাক-মৌসুম প্রীতি ম্যাচকে সামনে রেখে লস এঞ্জেলসে জিদান ৩২ বছর বয়সী এই পর্তুগিজ সম্পর্কে আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন। যদিও রোনালদো বর্তমানে ছুটিতে আছেন। জিদান বলেন, ‘ক্রিস্টিয়ানোকে নিয়ে চারিদিকে অনেক কথা হচ্ছে। তাদের সবাই বলছে রোনালদো যেতে চায়। কিন্তু শুধুমাত্র আমি একটি বিষয় বিশ্বাস করি, যখনই আমি তার সাথে কথা বলেছি তখনই আমি তাকে বেশ স্বস্তিতে দেখেছি। ছুটি শেষে আগামী ৫ আগস্ট সে দলে যোগ দিবে। আমিও সব কথাই শুনেছি, কিন্তু সে সমস্ত বিষয় আমি মোটেই আমলে নিচ্ছিনা, আমার শুধুমাত্র একটাই চিন্তা রিয়াল মাদ্রিদের হয়ে সে কি করে বা করবে। আমি বিশ্বাস করি আগামী ২ থেকে ৩ বছর রোনালদো আমাদের সাথেই থাকবে। 

কার্যকারিতা ফেরানোর চেষ্টায় মুস্তাফিজ

কাঁধের অস্ত্রোপচারের পর গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন মুস্তাফিজুর রহমান। তারপর ১৩ ওয়ানডেতে ১৮ উইকেট, দুই টেস্টে আট উইকেট, চার টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন এ বাঁহাতি পেসার। যদিও ম্যাচগুলো বিদেশের মাটিতে খেলেছেন তিনি। সর্বশেষ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচে সাত উইকেট এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার ম্যাচে এক উইকেট নিয়েছেন এ তরুণ। 

এ্যাশেজে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া : মিচেল জনসন

অস্ট্রেলিয়ার সাবেক পেসার মিচেল জনসন বলেছেন, নিজ মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন এ্যাশেজ সিরিজে স্পস্টভাবেই এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বাজে পারফরমেন্সে তাদের ছন্দহীনতাকে আসন্ন এ্যাশেজে অস্ট্রেলিয়ার ভালভাবে কাজে লাগানো উচিত। 
 
নটিংহামের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে ৩৪০ রানের বড় ব্যবধানে হারিয়ে চার ম্যাচ সিরিজে সমতা ফিরিয়ে আনে সফরকারী দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে নিজেদের ১০ টেস্টের মধ্যে সাতটিতে পরাজিত হয় জো রুটের দলটি।

মেয়েদের বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি ভারত-ইংল্যান্ড

ভারত এর আগে কখনোই মেয়েদের বিশ্বকাপ জেতেনি। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ফাইনালে উঠেও শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৮ রানের পরাজয় বরণ করতে হয় দলটিকে। অন্যদিকে, ইংল্যান্ডের মেয়েরা তিনবার জিতেছে বিশ্বকাপ। খেলেছে ছয়টি ফাইনাল।
 
বিশ্বকাপের ফাইনালে আজ লর্ডসে মুখোমুখি হবে এই দুই দল— স্বাগতিক ইংল্যান্ড ও উপমহাদেশের দল ভারত। কাগজে-কলমে এগিয়ে ইংলিশরাই। নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ে ফেভারিট হিসেবেই মাঠে নামবে ইংলিশরা। তবে সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করায় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ভারতের  বিপক্ষে তাদের কঠিন পরীক্ষা দিতে হবে।

লা লিগা মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো ২০ ডিসেম্বর

২০১৭-১৮ লা লিগা মৌসুমে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার প্রথম এল ক্ল্যাসিকো ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর বুধবার। দুই দলের মধ্যে হাই ভোল্টেজ ফিরতি ম্যাচটি অনুষ্ঠিত হবে মে মাসে।
 
স্প্যানিশ লিগের শীতকালীন বিরতির ঠিক আগে ফাইনাল রাউন্ডে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রথম এল ক্ল্যাসিকোতে বার্সেলোনাকে আতিথ্য দিবে। ক্যাম্প ন্যুতে ফিরতি ম্যাচটি মৌসুম শেষের তিনদিন আগে অনুষ্ঠিত হবে। ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপ শেষের চারদিন পরেই স্পেনের দুই সেরা ক্লাব একে অপরের মুখোমুখি হবে। ক্লাব বিশ্বকাপে মাদ্রিদ তাদের শিরোপা ধরে রাখতে মাঠে নামবে।

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের কালো মেঘে কাটেনি

ক্রিকেট বোর্ডের সঙ্গে বেতন-ভাতা নিয়ে খেলোয়াড়দের সমস্যা এখনো সমাধান না হওয়ায় অস্ট্রেলিয়া দলের নির্ধারিত বাংলাদেশ সফরের কালো মেঘ এখনো কাটেনি। কেবল বাংলাদেশ সফর নয় চির প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজ নিয়েও সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নতুন চুক্তি না করলে খেলোয়াড়রা এ বছরের অ্যাশেজ সিরিজ না খেলার হুমকি দিয়েছে বলে শনিবার দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে।

নেইমারের দলবদলের বিষয়টি উড়িয়ে দিলেন বার্সা কোচ

বেশ কিছুদিন ধরেই ব্রাজিলিয়ান তারকা নেইমারের বার্সেলোনা ছেড়ে রেকর্ড মূল্যে প্যারিস সেইন্ট-জার্মেইতে যাবার খবরে বিশ্ব ফুটবলে তোলপাড় চলছে। কিন্তু সব আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে বলেছেন, নেইমার কোথাও যাচ্ছেন না, পুরো দলই তাকে দলের সঙ্গে দেখতে চায়।

‘অস্ট্রেলিয়া সিরিজ কঠিন হবে’

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়কে এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের সেরা সাফল্য বলা হয়। গত বছর অক্টোবরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে তিন দিনেই ইংল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। ওই সিরিজের পর ঘরের মাঠে পরের সিরিজটিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে মুশফিকুর রহিমের দল। সবকিছু ঠিক থাকলে আগস্টের মাঝামাঝি দুই ম্যাচের টেস্টে সিরিজ খেলতে স্টিভেন স্মিথের দল আসছে বাংলাদেশ সফরে।

বিশ্বের সেরা ব্যাটসম্যান কোহলি: মোহাম্মদ আমির

বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান নির্বাচন করাটা ক্রিকেট বিশ্বের জন্য কঠিন হলেও পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির স্পষ্ট করে বলেছেন, আর কেউ নন বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সম্প্রতি নিজের টুইনটারে আয়োজিত এক চ্যাট অধিবেশনের আয়োজন করেন আমির। এ সময় বর্তমান সময়ে তার প্রিয় সেরা ব্যাটসম্যানের নাম জানতে চাইলে বাঁ-হাতি এ পেসার লিখেছেন ‘বিরাট কোহলি’।

সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকালো সাকিবের

নিজ বাসার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকে গেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আজ শনিবার পায়ে ব্যান্ডেজ নিয়েই এসেছিলেন কন্ডিশনিং ক্যাম্পে। কিন্তু চোটের কারণে ক্যাম্পে যোগ দেননি।
 
এ খবর নিশ্চিত করে বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, চোটটা পায়ের গোড়ালিতে লেগেছে। ৪৮ ঘণ্টা পরে ব্যান্ডেজ খুলে দেয়া হবে।

ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

যৌতুক নিরোধ আইনে স্ত্রী হিসেবে দাবি করা এক তরুণীর যৌতুকের মামলায় ক্রিকেটার আরাফাত রহমান সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
 
আরাফাত সানির আইনজীবীর সময়ের আবেদন নাকচ করে রবিবার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ মামলায় অভিযোগ গঠনের পাশাপাশি সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন। গত ২০ জানুয়ারি এ মামলা করেন ওই তরুণী।

অশ্বিন স্মার্ট ক্রিকেটার: মুরালিধরন

ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ভুয়সী প্রশংসা করে স্পিন গ্রেট শ্রীলঙ্কার মুত্তিয়া মুরলিধরন বলেছেন, তামিলনাড়ুর এ তারকা খেলোয়াড়ের যথেষ্ট উন্নতি হয়েছে এবং তিনি একজন স্মার্ট ক্রিকেটার।
 
তামিলনাড়ু প্রিমিয়ার লিগের এক অনুষ্ঠানের পাশে মুরলিধরন সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে অশ্বিনের অনেক উন্নতি হয়েছে। সাম্প্রতিক ম্যাচগুলোতে সে সত্যিকারার্থেই ভাল ক্রিকেট খেলেছে। আগামী দিনগুলোতে নিজের দক্ষতা প্রমাণের জন্য তার অভিজ্ঞতা ও মেধা আছে। আমার দৃষ্টিতে প্রকৃতপক্ষে সে একজন স্মার্ট ক্রিকেটার। তার পারফরমেন্স দেখার অপেক্ষায় আছি।’

অভিযোগ দিলে পাশে থাকবে বিসিবি

চুক্তি ছিল আট ম্যাচের। কিন্তু কাউন্টি দল এসেক্সের হয়ে এক ম্যাচ খেলেই গত ১২ জুলাই হঠাৎ দেশে ফিরেছিলেন তামিম ইকবাল। বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট বলছে, কিছু শ্বেতাঙ্গ তরুণের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা। তাই আতঙ্কেই পরিবার নিয়ে ফিরে এসেছেন এ বাঁহাতি ওপেনার। যদিও তামিম তা অস্বীকার করেছেন এবং ফেরার কারণ ‘ব্যক্তিগত’ বলে উল্লেখ করেছেন। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তামিম যদি এটা নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করে, তবে হুলুস্থুল ঘটিয়ে ছাড়বে এবং তার পাশে থাকবে বিসিবি।

২০১৯ বিশ্বকাপে ক্যারিবিয়রা সরাসরি খেলতে চায় : গেইল

সম্প্রতি নিজ মাঠে জিম্বাবুয়ের কাছে শ্রীলংকার ওয়ানডে সিরিজ পরাজয়ের পর ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশ নেয়ার আশার আলো দেখছে ওয়েস্ট ইন্ডিজ এবং ক্যারিবিয়ান আক্রমণাত্মক ওপেনার ক্রিস গেইল বলেছেন, ইংল্যান্ডে অনুষ্ঠিত এ মেগা ইভেন্টে সরাসরি খেলার সুযোগ পেতে তারা কঠোর পরিশ্রম করবে।
 
বর্তমানে ওয়ানডে দলে না থাকা এ তারকা খেলোয়াড় সাংবাদিকদের বলেন, ‘আমরা ২০১৯ বিশ্বকাপ জিততে চাই। ওয়েস্ট ইন্ডিজকে সরাসরি খেলার অংশীজন হতে অবশ্যই আমরা কঠোর পরিশ্রম করব।’
 
আগ্রাসী এ ব্যাটসম্যানের আশা তার মত খেলোয়াড়দের ২০১৯ বিশ্বকাপ দলে রাখতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়ম-কানুন সহজ করবে।

এখনও ক্রিকেট উপভোগ করছি

লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। ফেরার আগেই আরও একবার অপ্রত্যাশিতভাবে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে, বিসিবি তার বিকল্প খোঁজ করছে ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে। এই বিষয়ে মন্তব্য করতে চাইলেন না অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তারপরও নিজের অধিনায়কত্ব, ঈদের ছুটি ও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিস্তারিত কথা বললেন এই ফাস্ট বোলার। অধিনায়কের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন দেবব্রত মুখোপাধ্যায়

জয়াবর্ধনের হৃদয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ চুকিয়েছেন বছর দুই আগে। শ্রীলঙ্কান ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনের ক্যারিয়ারের সবচেয়ে মধুর সময়ের, গৌরবের উৎস হয়ে আছে বাংলাদেশ। ২০১৪ সালে ঢাকায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ছিলেন শ্রীলঙ্কার হয়ে। প্রায় দুই যুগের বর্ণিল ক্যারিয়ারে এটাই মাহেলার একমাত্র বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের ঘটনা।

টি২০ দলে ফিরলেন গেইল

ভারতের বিপক্ষে একমাত্র টোয়েন্টি২০ ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান ক্রিস গেইল। আগামী ৯ জুলাই কিংস্টোনের সাবিনা পার্কে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
 
জ্যামাইকান এই তারকা ওপেনার সর্বশেষ ২০১৬ সালে এপ্রিলে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। ম্যাচটিতে ইংল্যান্ডকে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বারের মত টি২০ বিশ্বকাপের শিরোপা জিতে। টি২০ ফর্মেটে ক্যারিবীয়দের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক গেইল। চলতি বছরের এপ্রিলে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি টি২০ ক্রিকেটে দশ হাজার রানের কোটা পূর্ণ করেছেন।

ব্যাটিং অর্ডারে ইমরুলের অস্বস্তি

ওপেনার হিসেবেই আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন ইমরুল কায়েস। তিন ফরম্যাটেই তামিম ইকবালের সঙ্গী হয়ে খেলেছেন লম্বা সময়। তবে গত কয়েক বছরে পরিবর্তিত ব্যাটিং অর্ডারেও খেলতে হয়েছে তাকে। এক ধাপ নীচে তথা তিন নম্বরে খেলেছেন সর্বশেষ দুটি ওয়ানডে, একটি টেস্ট। ওয়ানডে, টেস্টে এ দুটি পজিশনের বাইরে খেলেননি তিনি। তবে টি-টোয়েন্টিতে চারে ব্যাট করার অভিজ্ঞতাও আছে ৩০ বছর বয়সী এ ক্রিকেটারের।

প্রধান নির্বাচক হিসেবে আরও ছয় মাস থাকছেন জয়সুরিয়া

শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে মেয়াদ বাড়লো সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়ার। গত ৩০ জুন নির্বাচক কমিটির মেয়াদ শেষ হয়েছিলো। এখন তা বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। আজ এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

ভারতীয় ফুটবলার যখন হালচাষী

ভারতের অন্যতম সেরা উইঙ্গার। গত মৌসুমেও ক্লাবের হয়ে খেলেও প্রচুর গোল করেছিলেন তিনি । সেই ভারতীয় ফুটবলার সি কে বিনীত এখন ফুটবল ছেড়ে কৃষকের ভূমিকায়। কান্নুরে ট্র্যাক্টর চালাচ্ছেন পৈত্রিক জমিতে।

শতাব্দীর সেরা বিয়ে!

আর্জেন্টাইন বিখ্যাত পত্রিকা ক্লারিন শিরোনামটা যথার্থই দিয়েছে- শতাব্দীর সেরা বিয়ে। হ্যাঁ, শোবিজ থেকে ক্রীড়া জগত্- সাম্প্রতিক সময়ে অন্য কোনো বিয়ে নিয়ে এত মাতোয়ারা হয়নি বিশ্ব। যেমনটি হয়েছে লিওনেল মেসি এবং আনতেনেল্লো রোকুজ্জোর বিয়ে নিয়ে। পাঁচ বছর বয়সে পরিচয়। মাধ্যম ছিলেন বাল্যবন্ধু লুকাস স্কাগলিয়া।  বন্ধুর চাচাতো বোন সঙ্গে  ‘খেলার সাথী’র সম্পর্কটাই এক সময়ে প্রণয়ে মোড় নেয়। এরপর তাদের কোল আলোকিত করে এসেছে ফুটফুটে থিয়াগো এবং মাতেও। জন্ম শহর রোজারিওতে। গত শুক্রবার স্থানী সময় ৭টায় মহাধুমধামে আনুষ্ঠানিকভাবে বিয়েটাও সেরে নিলেন মেসি এবং রোকুজ্জো।

জাতীয় দলের ক্রিকেটার সোহানের নতুন ইনিংস শুরু

জমকালো আয়োজনের মধ্যদিয়ে শুক্রবার ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করলেন জাতীয় ক্রিকেট দলের সদস্য কাজী নুরুল হাসান সোহান। জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটাররা উপস্থিত ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান এই ক্রিকেটারের বিবাহোত্তর সংবর্ধ্বনায়।
Recent Posts Widget