গ্রানাডাকে হারিয়ে বার্সেলোনার
অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করলো মাদ্রিদ। শনিবার লা লিগায় টেবিলের তলানির
দিকে থাকা গ্রানাডাকে ৫-০ গোলে হারায় রিয়াল। এই জয়ের রেকর্ড ৩৯ ম্যাচে
উন্নীত করেছেন।
এতে
করে সব ধরনের প্রতিযোগিতায় বার্সেলোনার সাথে জয়ের দিক থেকে সমসংখ্যক
ম্যাচের মালিক এখন রিয়াল। গত এপ্রিলে সর্বশেষ পরাজয়ের স্বাদ পেয়েছিল রিয়াল।
চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে উল্ফসবার্গের বিপক্ষে ২-০ গোলে
পরাজিত হয়েছিল রিয়াল। সেই পরাজয়ের ক্ষতি শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লীগের
শিরোপা জিতে পুষিয়ে নিয়েছির রিয়াল।