আসন্ন এশিয়া কাপে দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে। তার পরিবর্তে দলটির নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তার সহকারি হিসেবে থাকছেন শিখর ধাওয়ান।
গত মাসে বিসিবি পরিচালক আফজালুর রহমান সিনহার মৃত্যুর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিষয়ক আলোচনা কিছুটা স্থবির হয়ে পড়েছিল। বিপিএল গভর্নিং কাউন্সিলের সাবেক এই চেয়ারম্যানের প্রতি শ্রদ্ধা জানাতেই বিরতি দিয়েছিল বিসিবি।
আসন্ন এশিয়া কাপ দিয়ে শ্রীলঙ্কা জাতীয় দলে ফিরেছেন মালিঙ্গা। ৩৫ বছর বয়সী মালিঙ্গা সর্বশেষ জাতীয় দলের হয়ে ২০১৭ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।