তাকে
বলা হয় ভারতে অন্যতম সফল অধিনায়। ভক্তরা ভালোবেসে ডাকে ‘ক্যাপ্টেন কুল’।
দুইমাস হল জাতীয় দলের ওডিআই ও টি২০ আধিনায়কত্ব ছেড়েছিলেন নিজেই। কিন্তু
এবার 'ক্যাপ্টেন কুল' কে ছেঁটে ফেলা হলো আইপিএলে তার দল পুনে সুপার
জায়ান্টের অধিনায়কত্বের দায়িত্ব থেকে। আইপিএল এর খেলোয়ার নিলামের ২৪ ঘণ্টা
আগে আজ রবিবার দুপুরে এই খবরে সরগরম হয়ে উঠেছে ভারতীয় মিডিয়া।
ধোনিকে
সরিয়ে পুনের অধিনায়কত্বের ব্যাটন তুলে দেয়া হয়েছে অসি অধিনায়ক স্টিভেন
স্মিতের হাতে। তবে পুনের পক্ষে আনুষ্ঠানিক কোন খবর এখনো আসেনি।