আইপিএলে ধোনির অধিনায়কত্ব কেড়ে নিল পুনে

তাকে বলা হয় ভারতে অন্যতম সফল অধিনায়। ভক্তরা ভালোবেসে ডাকে ‘ক্যাপ্টেন কুল’। দুইমাস হল জাতীয় দলের ওডিআই ও টি২০ আধিনায়কত্ব ছেড়েছিলেন নিজেই। কিন্তু এবার 'ক্যাপ্টেন কুল' কে ছেঁটে ফেলা হলো আইপিএলে তার দল পুনে সুপার জায়ান্টের অধিনায়কত্বের দায়িত্ব থেকে। আইপিএল এর খেলোয়ার নিলামের ২৪ ঘণ্টা আগে আজ রবিবার দুপুরে এই খবরে সরগরম হয়ে উঠেছে ভারতীয় মিডিয়া।
 
ধোনিকে সরিয়ে পুনের অধিনায়কত্বের ব্যাটন তুলে দেয়া হয়েছে অসি অধিনায়ক স্টিভেন স্মিতের হাতে। তবে পুনের পক্ষে আনুষ্ঠানিক কোন খবর এখনো আসেনি।

দিবালার জোড়া গোলে জুভেন্টাসের জয়

আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার জোড়া গোলে পালেরমোকে ৪-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। এই জয়ে শীর্ষস্থান আরো মজবুত করলো ইতালিয়ান জায়ান্টরা।
 
নিচের দিকে থাকা পালেরমো এবারের আসরের শুরু থেকেই ধুকছে। তাদের সেই দুর্দশা আরও বাড়াতে যেন এদিন পণ করেই ঘরের মাঠে জুভেন্টাস স্টেডিয়ামে মাঠে নামে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল।

ফিরেই বেল জাদু, রিয়ালের জয়

তিন মাস পর মাঠে ফিরেই গোলের দেখা পেলেন রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেল। তাই ফেরাটা হলো বীরের বেশেই। তার গোলে শনিবার লা লিগায় এস্পানিওলের বিপক্ষে তার দল জিতেছে ২-০ গোলে।

রোলবল বিশ্বকাপে ভিন্ন ভুবনের বাসিন্দারা!

রোলবলের জন্মটা দক্ষিণ এশিয়ার ভারতে। তাই ইউরোপে তেমন বিকশিত হয়নি এ ডিসিপ্লিনটি। যদিও আইস হকিতে বেশ পারদর্শী তারা। তবে স্কেটিংয়ের সঙ্গে বেশ মিল বলেই এবার চতুর্থ রোলবল বিশ্বকাপে খেলতে এসেছে তারা। আইস হকিতে খেলা অনেক দেশের ক্রীড়াবিদই এসেছেন এবারের বিশ্বকাপে। এমনকি ফুটবল পরাশক্তি দেশগুলোর খেলোয়াড়রাও এসেছেন এই ক্রীড়াযজ্ঞে।
স্কেটিং, হ্যান্ডবল ও বাস্কেটবলের মিলিত নাম রোলবল। খুব বেশি দেশে বিকশিত না হলেও বিশ্বকাপ রোলবলে অংশগ্রহণ নেহায়েত কম নয়। ২০১৫ সালে ভারতের পুনেতে অনুষ্ঠিত তৃতীয় বিশ্বকাপ রোলবল আসরে ২২টি দেশ অংশ নিয়েছিল। যেখানে তৃতীয় হয়েছিল লাটভিয়া। রোলবলের প্রচলন এই দেশটিতে সেভাবে না হলেও এবারের আসরে পুরুষ ও মহিলা দু’বিভাগে অংশ নিচ্ছে আইস হকিতে বিখ্যাত দেশটি।

শ্রীলংকাকে বড় ব্যবধানে হারাতে হবে বাংলাদেশের

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে সুপার সিক্সের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও পরের ম্যাচে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ মহিলা দল। ফলে বিশ্বকাপে খেলার পথ কঠিন হয়ে গেছে বাংলাদেশের প্রমীলাদের। তারপরও এখন পথ খোলা রয়েছে তাদের সামনে। 
 
আগামীকাল শ্রীলংকার বিপক্ষে সুপার সিক্সের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতলেই, বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাবে রুমানার দল। জয়ের পাশাপাশি রান রেটও বাড়িয়ে নিতে হবে বাংলাদেশকে। 

নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু

শুরু হচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ানডে সিরিজ। দুই দলই প্রথম ওয়ানডেতে জয় দিয়ে শুরু করতে চায় পাঁচ ম্যাচের এ সিরিজ। হ্যামিল্টনে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে লড়াই। 
 
ইতোমধ্যে এক ম্যাচের টি-২০ সিরিজে নিজেদের পরীক্ষা দিয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সেই পরীক্ষায় শতভাগ নম্বর নিয়ে পাশ করেছেন সফরকারী দক্ষিণ আফ্রিকা। লেগ-স্পিনার ইমরান তাহিরের স্পিন বিষে পড়ে ছাড়খাড় হয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন-আপ। ফলে ৭৮ রানের জয় দিয়ে একমাত্র টি-২০ সিরিজটি নিজেদের করে নেয় সফরকারীরা। 

বুন্দেসলিগায় ৫০ হাজারতম গোল করলেন বেলারোবি

বুন্দেসলিগার ইতিহাসে ৫০ হাজারতম গোল করার রেকর্ড গড়েছেন বায়ার লিভারকুসেনের ফরোয়ার্ড করিম বেলারাবি।
 
শুক্রবার বুন্দেসুলগিায় অগাসবার্গের বিপক্ষে ২৩ মিনিটে দলকে এগিয়ে দেবার পাশাপাশি এই মাইলফলক স্পর্শ করেন ২৬ বছর বয়সী এই জার্মান ফরোয়ার্ড। 
Recent Posts Widget