প্রথমবারের মতো কোনো বাংলাদেশি হিসেবে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হলেন মুস্তাফিজ

প্রথমবারের মত কোনো বাংলাদেশি ক্রিকেটার জিতলেন আইসিসির বর্ষসেরা পুরস্কার।তিনি হলেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বিচারে ২০১৬ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।

আইসিসিরি উদীয়মান ক্রিকেটার হিসেবে পুরস্কার পেতে যাচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির এক সংবাদ মাধ্যমে এই অর্জনের কথা জানার পর রোমাঞ্চিত এ বাঁহাতি পেসার বলেছেন, ‘এখন পর্যন্ত এটা আমার ক্যারিবিয়ারে সেরা প্রাপ্তি।’  

Big Bash T20 On Live

পেজটি লোড হচ্ছে দয়া করে ১ মিনিট অপেক্ষা করুন
 This Page is Loading.......Please wait 1 minute 

If it is not Work Pls click Here
http://www.cast4u.tv/embedcr.php?v=bt2&vw=720&vh=450
যদি এই চ্যানেলটি না চলে তাহলে নিচের চ্যানেল গুলোতে ক্লিক করুন..
         Star Sports 2                 HD Stream

প্রস্তুতি ম্যাচে হেরে গেলো বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে একমত্র প্রস্তুতি ম্যাচে হেরে গেলো বাংলাদেশ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের হারটি ৩ উইকেটের। দীর্ঘদিন ইনজুরির পর মাঠে ফিরলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তিনি নেন দুই উইকেট। এছাড়া ইংর‌্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আলো ছড়ানো মেহেদি হাসান মিরাজও এদিন খেলেন। 

টেস্টের শীর্ষ দুই বোলার অশ্বিন-জাদেজা

টেস্ট বোলার র‌্যাংকিংয়ের ১ ও ২ নম্বর দখল নিয়েছেন দুই ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে প্রথমবারের মতো দুই নাম্বারে উঠে এসেছেন জাদেজা।
 
এর আগে ১৯৭৪ সালে বোলিং র‌্যাংকিংয়ের শীর্ষ দুই জায়গার দখল নিয়েছিলেন লেফট আর্ম স্পিনার বিষেণ সিং বেদি ও লেগস্পিনার ভগবত চন্দ্রশেখর। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ৪-০ জয়ে গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছেন অশ্বিন ও জাদেজা। অশ্বিন ৩০.২৫ গড়ে ২৮ উইকেট নিয়েছেন এবং জাদেজা ২৫.৮৪ গড়ে নিয়েছেন ২৬ উইকেট। দুই নাম্বারে উঠে আসার পথে জাদেজা পেছনে ফেলেছেন জশ হ্যাজেলউড, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন ও রঙ্গনা হেরাথকে।

টি টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ রান ও ছক্কার নতুন রেকর্ড

নিউজিল্যান্ডের সুপারস্ম্যাশ টুর্নামেন্টের ওটাগো বনাম সেন্ট্রাল ডিসট্রিক্টের ম্যাচে রেকর্ডসংখ্যক রান ও ছক্কার রেকর্ড হয়েছে। নিউ প্লাইমাউথে ওটাগোর ২৪৯ রানের জবাবে নেইল ওয়াগনারের শেষ ওভারের বীরত্বে সেন্ট্রালের ইনিংস থামে ২৪৮ রানে।
 
দুই ইনিংস মিলিয়ে ৪৯৭ রান কোনো টি টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ। এর আগে গত আগস্টে লডারহিলে ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের ৪৮৯ রান ছিল। সর্বোচ্চ। হ্যামিশ রাদারফোর্ডের ৫০ বলে ১০৬ রানে ভর করে ২৪৯ রানের পাহাড়ে ওঠে ওটাগো। রাদারফোর্ডের ইনিংসে ছিল ৯টি চার ও ৮টি ছক্কা।   

বল হাতে ৩ উইকেট নিলেন আশরাফুল

জাতীয় ক্রিকেট লিগে বল হাতে আলো ছড়িয়েছেন ঢাকা মেট্রোর মোহাম্মদ আশরাফুল। ঢাকা বিভাগের বিপক্ষে হাত ঘুরিয়ে ৪৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। 
 
প্রথম ইনিংসে ব্যাট হাতে বড় ইনিংস খেলতে না পারলেও ৩৯ রান করেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান। মাত্র ১৭ বছর ৬১ দিনের কলম্বোতে শ্রীলংকার বিপক্ষে নিজের অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন অ্যাশ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচে দ্বিতীয় দিন শেষে চাপে রয়েছে আশরাফুলের ঢাকা মেট্রো। ৬ উইকেট হাতে নিয়ে মাত্র ৬ রানের লিড তাদের। 
Recent Posts Widget