নানা
তিক্ত অভিজ্ঞতার মধ্যদিয়ে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনে
(পিএসজি) নাম লিখিয়েছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার। দুপক্ষের তিক্ততা
গড়িয়েছে আদালত পর্যন্তও। তাতে কিন্তু পুরনো দিন ভুলতে পারেননি নেইমার।
ব্রাজিল তারকা বলছেন, সাবেক ক্লাব সম্পর্কে তার শ্রদ্ধা থাকবে আজীবন।
বার্সা তার অন্তরে থাকবে জনম জনম ধরে।