চায়নায় পাড়ি দিলেন ব্রাজিলিয়ান পাতো

এবার চায়নায় ফুটবলে পাড়ি দিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার আলেক্সান্দ্রো পাতো। ১৫.৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল থেকে চাইনিজ সুপার লিগের দল তিয়ানজিন কোয়ানজিয়ানে নাম লেখালেন ২৭ বছর বয়সী এ তারকা।

ক্যারিয়ারের শুরুটা দারুণ করলেও এক এসি মিলান ছাড়া আর কোথাও থিতু হতে পারেননি পাতো। সর্বশেষ ইংলিশ জায়ান্ট চেলসির হয়েও বাজে সময় কেটেছে তার। ধারে খেলতে গিয়ে মাত্র দুই ম্যাচ খেলে একটি গোল করেন তিনি। 

২০১৬ মৌসুমে ভিয়ারিয়ালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছেন পাতো। তবে সেখান থেকে মাত্র পাঁচটি গোল আদায় করতে পেরেছেন। তাই কোচ ফ্রান এসক্রিবা তাকে ছেড়ে দিতেই বেশি আগ্রহ দেখায়। 

শুভ জন্মদিন আফগানিস্তানের সেরা মারকুটে ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ

১৯৮৮ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন আফগানিস্তানের সেরা মারকুটে ব্যাটসম্যান ব্যাটসম্যান ও উইকেট রক্ষক মোহাম্মদ শাহজাদ। মোহাম্মদ নবি ও মোহাম্মদ শাহজাদের মতো বেশ কয়েকজন খেলোয়াড়ের কারণে বিশ্ব ক্রিকেট পাড়ায় নিজের শক্ত অবস্থানে দাঁড় করাতে সক্ষম হয়েছে আফগানিস্তান।

২০০৯ সালে নেদারল্যাল্ডের বিপক্ষে একদিনের ম্যাচে অভিষেক হয় এই ডান হাতি হার্ডহিটারে। তার পর থেকেই প্রতিটি ম্যাচে নিজের সক্ষমতার পরিচয় দিয়ে যাচ্ছেন।

সরফরাজকে অধিনায়ক হিসেবে দেখতে চান আফ্রিদি

উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে দেখতে চান দেশটির সাবেক দলপতি শহিদ আফ্রিদি।  তিনি বলেন, ‘ক্রিকেটের তিন ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক হবার যোগ্যতা রাখে সরফরাজ।’
সাম্প্রতিক সময়ে টেস্ট ও ওয়ানডেতে আশানুরূপ পারফরমেন্স করতে পারছে না পাকিস্তান। আর সেই দায়টা গিয়ে পড়েছে পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক ও ওয়ানডে অধিনায়ক আজহার আলীর উপর। তাই এই দু’ফরম্যাট থেকে মিসবাহ ও আজহারকে সরিয়ে দেয়ার চিন্তা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে কাকে অধিনায়কের দায়িত্ব দেয়া হবে, তা নিয়ে এখনো কিছু ভাবেননি পিসিবি।

২০১৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ মুস্তাফিজ

বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির বিবেচনায় ২০১৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচত হয়েছেন ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। এছাড়া ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা জিতে নেন ২০১৬ সালের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার।
 
সোমবার রাজধানীর সোনারগাঁ হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
 
উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা এআইপিএস এশিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ কাশিম ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ। সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন।

রোনালদো-মোরাতার নৈপুণ্যে রিয়ালের জয়

স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ মাঠে নামার প্রায় নয় ঘন্টা আগে খেলতে নেমেছিল বার্সেলোনা।শিরোপার লড়াইয়ে থাকা বার্সা ড্রয়ে পয়েন্ট হারানোয় নিজেদের ব্যবধান বাড়ানোর দারুণ এক সুযোগ পেয়ে যায় লস ব্লাঙ্কোসরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে সেই সুযোগটা ভালোই কাজে লাগিয়েছে রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো, আলভারো মোরাতা ও কোভাসিচের গোলে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে জিনেদিন জিদানের দলটি।


জিদানের অধীনে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়া রিয়াল সম্প্রতি হঠাৎই ছন্দ হারিয়ে ফেলে। দুই সপ্তাহ আগে লিগে সেভিয়ার কাছে ২-১ গোলের হার দিয়ে ছন্দপতনের শুরু হয় তাদের। তিন দিন পর কোপা ডেল রেতে সেল্টা ভিগোর কাছে হার এবং ফিরতি লেগে ড্র করে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে। ফলে আরো একটি ট্রেবল শিরোপা জয়ের সুযোগ হারায় ইউরোপের অন্যতম সফল ক্লাবটি।

৮৫ মিলিয়ন খরচে গ্রিজমানকে চায় ম্যানইউ

স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে চুক্তির মেয়াদটা ২০২১ পর্যন্ত বাড়িয়েছেন আঁতোয়ান গ্রিজমান। তবে ইংলিশ গণমাধ্যম মনে করছে, লা লিগা ছেড়ে গ্রীষ্মের দলবদলে ইংলিশ লিগে পাড়ি দিতে পারেন ফরাসি এ তারকা।দুর্দান্ত ফর্মে থাকা গ্রিজমানকে দলে পেতে ৮৫ মিলিয়ন পাউন্ড খরচ করতে প্রস্তুত ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ফরাসি এ তারকাকে পেতে আগ্রহী রয়েছে উত্তর লন্ডনের ক্লাব আর্সেনালও।


গতবার অসাধারণ একটি বছর কাটানোয় সময়ের সেরা দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সঙ্গে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়েছিল গ্রিজমানের। ক্লাবের সঙ্গে জাতীয় দলের জার্সিতেও চোখ ধাঁধানো পারফরম্যান্সের জন্য ইউরোপের সেরা ক্লাবগুলোর নজর পড়ে তার ওপর।

ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে ভারতের পক্ষে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত

ফের কাঠগড়ায় ভারতের পক্ষে সিদ্ধান্ত নেয়া আম্পায়ার। ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে হারের পর আম্পায়ারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পক্ষে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত! এ জন্য ব্যবস্থা নিতে যাচ্ছে ইংল্যান্ড। তিনি ইঙ্গিত দিয়েছেন, ম্যাচ রেফারিকে আম্পায়ারিং নিয়ে অভিযোগ জানাবেন।
গতকাল নাগপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ রানে হেরে গিয়েছে ইংল্যান্ড। শেষ ওভারের প্রথম বলে সেট হয়ে যাওয়া জো রুটকে এলবিডব্লু করে দেন যশপ্রীত বুমরাহ। কিন্তু এই আউটের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট দেখা গিয়েছে, রুটের ব্যাটের কানায় লেগে বল প্যাডে লাগে। কিন্তু আম্পায়ার শামসুদ্দিন আউট দিয়ে দেন। ম্যাচের ফল নির্ধারণের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বড় ভূমিকা নিয়েছে।

বেটিসের সঙ্গে বার্সার হোঁচট

লা লিগার শিরোপা দৌড়ে হোঁচট খেল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।  রবিবার রিয়াল বেটিসের মাঠে সুয়ারেজের শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে কাতালানরা। লিওনেল মেসির পাসে লুইস সুয়ারেজ গোলে।১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
 
এ ম্যাচ জিততে পারলে রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ ছিলো বার্সার। এদিন প্রথমার্ধ গোলশূন্য ছিলো।  ম্যাচের ৭৫ মিনিটে অতিথিদের জালে বল পাঠান বেটিসের স্প্যানিশ ফরোয়ার্ড অ্যালেক্স আলেগ্রিয়া।

বুমরার শেষ ওভার ‘কারিশমায়’ ভারতের জয়

জাসপ্রিত বুমরাহর শেষ ওভার বীরত্বে টি টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে ভারত। রবিবার নাগপুরে ভারতের ছুড়ে দেয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রান করে ইংল্যান্ড।

৫ রানের এই জয়ে সিরিজে সমতায় ফিরল ভারত।

 সিরিজে প্রথম টি-টোয়েন্টিটা ব্যাটসম্যানদের ব্যর্থতায় হেরেছিল ভারত। নাগপুরেও ফর্ম খুঁজে পাননি ভারতের বেশির ভাগ ব্যাটসম্যান।  বিরাট কোহলি ও লোকেশ রাহুলের উদ্বোধনী জুটিটা ভালো শুরু এনে দিয়েছেন। কিন্তু ১৫ বলে ২১ রান করে কোহলি আউট হওয়ার পরেই ভারতীয় ব্যাটিং লাইনআপে মড়ক লাগে । লোকেশ রাহুলের ৭১ রানে ভর করে ১৪৪ রান করতে পারে ভারত। রাহুল ছাড়া মাত্র দুই ব্যাটসম্যানের দুই অংক পেরুনো রান ছিল ভারতীয় ইনিংসে।

PSL T20 On Live

http://sportsonlive24.blogspot.com/p/ptvsports.html

10 Cricketers Who Have Highest Scores In ODI

All the cricket fans have been always looking inside the cricket world with the anxiousness to grab with some interesting record details. In each single match they do enter the stadium with the hope that they will get the chance to catch with some inspiring records made the cricket players. Especially when it comes to their favorite cricket players then they start praying without any delay. Keeping this fact in mind here we have the articles about the top 10 batsman with the highest scores in ODI!
 
Here we will be giving tribute to all those top best batsman who have made the highest score in the ODI in their whole career! In this list we will be explaining with the list of the batsman who have made the most runs in one game. For the information of the readers we would like to mention that till today almost three double hundreds have been scored up right in ODI cricket and all the records have been made by the Indian batsmen. But this list comprise the names of some other batsman from rest of the countries teams! Let’s have a quick look!
10 Cricketers Who Have Highest Scores In ODI

ওয়েস্ট ইন্ডিজের কোচ হলেন স্টুয়ার্ট ল

ওয়েস্ট ইন্ডিজের কোচ হলেন সাবেক অসি ব্যাটসম্যান স্টুয়ার্ট ল। গত সেপ্টেম্বরে ফিল সিমন্স বহিষ্কৃত হওয়ার পর এই পদ এতদিন খালি ছিল। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবেন ল। চুক্তি হয়েছে দু’বছরের জন্য। ৪৮ বছর বয়সী ল এর আগে ২০১১তে শ্রীলংকা এবং ২০১১-১২তে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে কোচিংয়ের অন্যান্য ভূমিকায় ছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খুলনা টাইটানসের প্রধান কোচ ছিলেন তিনি। ল এমন সময় দায়িত্ব নিচ্ছেন, যখন টেস্ট র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে আট নম্বরে। চ্যাম্পিয়ন্স ট্রুফিতে খেলার সুযোগ না পাওয়া দলটি ওয়ানডেতে রয়েছে নয় নম্বরে। সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলা নিয়ে শংকায় প্রথম দুই আসরের চ্যাম্পিয়নরা। দলের ফলাফলে উন্নতি, খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টে নেতৃত্ব দিতে ৪৮ বছর বয়সী ল’কে বেছে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তার প্রধান চ্যালেঞ্জ হবে আগামী ৩০ সেপ্টেম্বরে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা আটের মধ্যে জেসন হোল্ডারের দলকে রাখা। ওয়েবসাইট।

বিগ ব্যাশের শিরোপা জিতলো পার্থ

তৃতীয়বারের মতো বিগ ব্যাশের শিরোপা ঘরে ‍তুললো পার্থ স্কোরচার্স। রবিবার ফাইনালের মঞ্চে সিডনি সিক্সার্সকে ২৫ বল হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়ার ঘরোয়া আসরের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের শিরোপা জিতে তারা।
 
রবিবার ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে সিডনি তোলে মাত্র ১৪১ রান।  জবাবে, ১৫.৫ ওভার ব্যাট করে একটি মাত্র উইকেট হারিয়ে জয় তুলে নেয়া পার্থ।

শ্রীলঙ্কাকে হারিয়ে প্রোটিয়াদের লিড

শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০তে লিড নিলো দক্ষিণ আফ্রিকা। রবিবার পোর্ট এলিজাবেথে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্বাগতিক দলপতি এবিডি ভিলিয়ার্স।

আমরা এখনো মানসিকভাবে শক্তিশালী নই : হাথুরুসিংহে

বাংলাদেশ ক্রিকেট দল এখনো মানসিকভাবে শক্তিশালী নয় বলে জানিয়েছেন কোচ হাথুরুসিংহে। নিউজিল্যান্ড সফর শেষে দলের পারফর্মেন্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করলেও হতাশ নন বলে জানান তিনি।
 
হাথুরুসিংহে বলেন, আমরা একটি ভাল দলের বিপক্ষে তাদের ঘরের মাঠে হেরেছি। আর তারা ভাল খেলেই আমাদের হারিয়েছে। দলের আরো ভাল খেলা উচিত ছিল।

বাংলাদেশের ফিল্ডিং কোচ জন্টি রোডস!

ফিল্ডিং মিস বাংলাদেশের আজকের দুশ্চিন্তা নয়। খুব ভালো পারফরম্যান্স চলতে থাকার মধ্যেও বাংলাদেশের ফিল্ডারদের হাত গলে নিয়মিত ক্যাচ পড়ে। এক তাসকিন আহমেদই এ জন্য শোক করতে পারেন।

এই নিউজিল্যান্ড সফরে ১৮টি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। ক্ষিপ্রতার অভাবে চেষ্টা করতে পারেননি প্রায় তার সমান সংখ্যক ক্যাচ। তবে এবারই প্রথম নয়, সেই আফগানিস্তান সিরিজ থেকে ফিল্ডিং ভোগাচ্ছে বাংলাদেশকে।

পয়েন্ট হারালো টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ায় পয়েন্ট হারালো বাংলাদেশ ক্রিকেট দল। তবে র‌্যাংকিংয়ে অবনতি হয়নি। তিন পয়েন্ট হারালো টাইগাররা। ৬৫ রেটিং পয়েন্ট থেকে ৬২তে নেমে গেল বাংলাদেশ।

'স্লেজিং করতেন শচীনও'

শচীন টেন্ডুলকারকে 'নিপাট ভদ্রলোক' বলে জানে ক্রিকেট দুনিয়া। আর এই নিপাট ভদ্রলোকের ব্যাপারে হাসির ছলে মারাত্মক এক অভিযোগ এনেছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা।
 
অজি কিংবদন্তির দাবি, কে বলেছে, শুধু অস্ট্রেলিয়া স্লেজিং করতে পারে! ভারত কি পিছিয়ে স্লেজিংয়ে? এমনকি, স্লেজিং করতে ছাড়তেন না ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান শচীনও, তা সে দেখতে তাকে যতো নিপাট ভালোমানুষ-ই মনে হোক না কেন!

বিমান দুর্ঘটনার পর প্রথম ম্যাচ খেলল শাপেকোয়েন্সে

কলম্বিয়ার বিমান দুর্ঘটনায় মূল দলের খেলোয়াড়দের একটি বড় অংশ মারা যাওয়ার আড়াই মাস পর আবারো মাঠে নেমেছে ব্রাজিলিয়ান দল শাপেকোয়েন্সে। ২৯ নভেম্বর কোপা সুদামেরিকা ফাইনালে অ্যাটলেটিকো ন্যাসিওনালের বিরুদ্ধে খেলতে কলম্বিয়া যাওয়ার পথে বিমান দুর্ঘটনার শিকার হয়। এ সময় দলটির ১৭ জন খেলোয়াড় ও স্টাফ মারা যায়। বিমানটির মোট ৭১ জন যাত্রী নিহত হয়েছিলেন এই দুর্ঘটনায়।

দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হাতছাড়া বাংলাদেশের মেয়েদের

আগের ম্যাচে ঘুরে দাড়িয়ে সিরিজ বাচিয়েছিলেন রুমানারা। কিন্তু এবার আর হলো না। বুধবার দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ৩-১ এ সিরিজ হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। তাই শেষ ম্যাচ শুধু আনুষ্ঠানিকতা রক্ষার হয়ে থাকলো।
এদিন প্রোটিয়াদের ছুঁড়ে দেওয়া ২৫২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে সবকটি উইকেট হারিয়ে ১৫৭-তে থামে টাইগ্রেসদের ইনিংস। শুক্রবার পঞ্চম ও শেষ ওডিআই অনুষ্ঠিত হবে।

PSL T20 2017 Schedule & Time Table As Per Bangladesh Time



Total 24 Matches Played in this PSL T20 cricket tournament 2017. Knockout round starts on 28th February while PSL Final 2017 played on 7th March 2017.

Check out below the complete list of Day By Day Matches of upcoming Season 2 for Pakistan super League 2017.

PSL T20 2017 Schedule
For Watching Live Match Just Click Here

ক্ষত নিয়ে ক্রাইস্টচার্চে বাংলাদেশ

নিউজিল্যান্ডের অপরূপ প্রকৃতিও আর টানছে না মুশফিকুরদের। দুর্ভাগ্যের সফরটা শেষ করে দেশে ফিরতে পারলেই যেন বাঁচে বাংলাদেশ দল। বাকি আর একটি ম্যাচ। ২০ জানুয়ারি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুঃস্বপ্নের সফরের শেষটা রাঙিয়ে রাখার ক্ষীণ আশা নিয়ে কাল ওয়েলিংটন থেকে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল। ভ্রমণ ক্লান্তি, টানা হারের হতাশা এবং শরীর ও হৃদয়ের টাটকা ক্ষতও সঙ্গী হয়েছে টাইগারদের। প্রায় চারদিন চালকের আসনে থেকেও ওয়েলিংটন টেস্টে অবিশ্বাস্য হার এখনও তাড়া করে ফিরছে সবাইকে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ক্রাইস্টচার্চে পৌঁছে সোজা টিম হোটেলে ঢুকে যান সবাই। কাল অনুশীলন না থাকলেও দলের কয়েকজনের ভাগ্যে বিশ্রাম জোটেনি। ফিজিও ডিন কানওয়ের সঙ্গে ছুটতে হয়েছে হাসপাতালে। বাংলাদেশ দলটাই যে এখন মিনি হাসপাতাল!

'কোহলির থেকে টেন্ডুলকার অনেক ভাল খেলোয়াড়'

বর্তমানে ভারতীয় অধিনায়ক হিসেবে দুর্দান্ত ফর্মে থাকলেও বিরাট কোহলির তুলনায় ভাল খেলোয়াড় হিসেবে কিংবদন্তী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকেই এগিয়ে রেখেছেন সাবেক পাকিস্তানী ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ।

মেসিকে পেতে বার্সাকে বিপুল অঙ্কের অর্থ প্রস্তাব ম্যান সিটির

লিওনেল মেসির জন্য বার্সেলোনাকে বিশাল অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার সিটি। আর্জেন্টিনার তারকাকে পেতে বার্সাকে ১০০ মিলিয়ন পাউন্ড এবং মেসিকে সপ্তাহে ৮০০ মিলিয়ন পাউন্ড দিতে তৈরি ম্যান সিটি কর্মকর্তারা।
 
রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে মেসিকে ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে গত মাসে দুই ক্লাবের শীর্ষকর্তাদের আলোচনা হয়। প্রাথমিক আলোচনা থেকে যে নির্যাস বেরিয়ে আসে তাতে আকাশছোঁয়া মূল্য দিয়েই মেসিকে ম্যান সিটিতে নিয়ে আসা সম্ভব।

২ কোটি পাউন্ডেও চীনে যেতে রাজি নয় তোরে

চীন থেকে পাওয়া ২.২ কোটি পাউন্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইয়োইয়ো তোরে। তিনি জানিয়েছেন, শুধু অর্থের জন্য কোথাও যেতে রাজি নই।
 
তোরেকে প্রতি সপ্তাহে ৫ লাখ ৩০ হাজার পাউন্ড করে দেয়া হবে বলে চাইনিজ সুপার লিগের একটি প্রস্তাবনা রাখে। কিন্তু তোরে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানায়, এই মাসে বা নিকটতম অতীতে আমি চীনে যেতে চাই না। চলতি মৌসুম ম্যানচেস্টার সিটির সঙ্গে থেকেই শেষ করতে চাই।

নিউজিল্যান্ড সিরিজ থেকে নাম প্রত্যাহার করলেন ডিভিলিয়ার্স

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। কনুইয়ের ইনজুরি কাটিয়ে উঠলেও নাম প্রত্যাহার করে নেয়ায় গুঞ্জন উঠেছে টেস্ট থেকেই অবসর নিয়ে নিচ্ছেন নাকি।
 
তবে ডি ভিলিয়ার্স জানান, এখনই অবসর নিচ্ছেন না। তবে কিছুদিনের জন্য বিশ্রাম নিচ্ছেন তিনি। ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে সীমিত ওভারের ম্যাচে মনোযোগী হতে চান তিনি।

টেস্টে র‌্যাঙ্কিংয়ে এগোলেন সাকিব-মুশফিক

ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাট করার পর আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। 
 
সদ্য প্রকাশিত আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে আট ধাপ এগোলেন সাকিব। বর্তমানের তার অবস্থান ২৩তম। অর্জিত রেটিং ৬৫৯। মুশফিক এগিয়েছেন ১০ ধাপ। বর্তমানে তার অবস্থান ৩৫তম। সংগ্রহ ৫৭২ রেটিং। মুমিনুল হক সৌরভ এক ধাপ এগিয়ে রয়েছেন ২৮তম স্থানে। মুমিনুলের ঝুলিতে রেটিং জমা পড়েছে ৬৩৬।

ক্রিকেটের রোনালদো বিরাট কোহলি'

রোনালদো দীর্ঘদিন ধরে নিজেকে সেরার জায়গায় রেখেছেন। এটা অর্জন করা এতটাও সহজ নয়! কেবল পরিশ্রমের কারণে এটা সম্ভব হয়েছে। শুনেছি, রোনালদো বিশ্বের সবচেয়ে পরিশ্রমী ফুটবলার। এত কিছুর পরও পরিশ্রমী ফুটবলারের খেতাব পাওয়া সত্যিই বিশেষ কিছু। নিজের পরিশ্রম দিয়েই ও বিশ্বের অন্যান্য ফুটবলের সঙ্গে পাল্লা দিয়ে চলছে।’
 
ক'দিন আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর ভূয়সী প্রশংসা করে কথাগুলো বলেন বিরাট কোহলি।

হেলমেট নিয়ে নতুন নিয়ম আইসিসির

হেলসেট নিয়ে নতুন নিয়ম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মাঠে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন অনেকদিন ধরেই উঠছে।
 
মাথায় বল লেগে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউজের মৃত্যুর পর এই ব্যাপারটা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায়। আর এবার গোটা বিষয়টিকে মাথা রেখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মহিলা ও পুরুষ ক্রিকেটারদের জন্য হেলমেট পরার ব্যাপারে নতুন নিয়ম চালু করেছে।

বোলারদের দুষছেন মুশফিক

জয়ের খুব কাছাকাছি গিয়েও হার মানতে হলো টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে এমন হারের জন্য বোলারদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন অধিনায়ক মুশফিকুর রহিম।
 
সোমবার ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেন, ‘ব্যাটসম্যানরা যেভাবে দায়িত্ব পালন করেছেন বোলাররা সেভাবে তা পারেননি। প্রথম ইনিংসে এত বড় রেকর্ড রান সংগ্রহের পরও এভাবে হেরে যাওয়াতে আমি বেশ হতাশ।’

বেসিন রিজার্ভ যেন এক টুকরো বাংলাদেশ

শুক্রবারের বেসিন রিজার্ভ যেন একটুকরো বাংলাদেশ হয়ে উঠেছিল। আহা, নিউজিল্যান্ডে বাংলাদেশ। দিনটাই ছিল সুন্দর। সেটা আরও মনোহর হয়ে ওঠে সাকিব আল হাসানের ডাবল সেঞ্চুরি (২১৭) এবং মুশফিকুর রহিমের (১৫৯) শতকে। ৩৫৯ রানের পার্টনারশিপে। খেলা দেখতে আসা প্রবাসী বাংলাদেশীদের হৃদয় লাল-সবুজে রাঙিয়ে দেন সাকিব-মুশফিক। ওয়েলিংটনের বেয়াড়া হাওয়ার দুষ্টুমিও দমাতে পারেনি বাংলাদেশের এমন দুর্দমনীয় ব্যাটিং।
বাইশ গজে তখন মুশফিক-সাকিবের দাপুটে ব্যাটিং চলছে। আর মাঠের বাইরে ছোট ছোট টিলায় ছড়িয়ে-ছিটিয়ে শুয়ে-বসে থাকা আমুদে দর্শকরা কোনো কার্পণ্য করেননি হাততালি দিতে। সেটা মুশফিকের ছক্কা হোক কিংবা ওয়াগনারের উইকেট। আর যারা দূরদেশে বসে সাকিব-মুশফিকের হৃদয়গ্রাহী ব্যাটিংয়ে মোহিত-মুগ্ধ, তারা কিছুক্ষণের জন্যে হলেও ভুলে যান লাল-সবুজের স্পর্শ থেকে দূরে থাকার কষ্ট।

কী দারুণ ব্যাটিংই না করলেন মুশফিক-সাকিব। ভেঙে খানখান হয়ে গেল নিউজিল্যান্ডের বোলিং। ক্যানভাসে আঁকা অনিন্দ্যসুন্দর ছবির মতো তাদের কষ্ট পুল, হুক এবং স্লিপের ফাঁক গলিয়ে বের করে দেয়া বল- যা, দড়িতে গিয়ে চুমু খা। হ্যাঁ, ক্যাচ পড়েছে। সুযোগ হাতছাড়া হয়েছে রানআউটের। এ নিয়ে আক্ষেপে পুড়েছেন কিউই বোলার, ফিল্ডাররা। এসবই খেলার অংশ। মেনে নিতে হয়। অভিবাদন জানাতে হয় সুন্দর ব্যাটিংয়ের। সবুজে মাখামাখি আউটফিল্ড পেরিয়ে কোনো ডেলিভারি যখন দড়ির ওপারে গিয়ে আছড়ে পড়েছে, মনে হয়েছে যেন শপাং করে চাবুক আঘাত হেনেছে ব্ল্যাকক্যাপদের অহংকারে। তাদের ক্রিকেট-আভিজাত্যে।

আর প্রবাসী বাংলাদেশীদের হাসি ক্রমশ চওড়া হয়েছে। যতবার তাদের চোখ গেছে স্কোর বোর্ডে হাসি রূপ নিয়েছে অট্টহাসিতে। টাইগার ভক্তদের বলতে শোনা গেছে, ‘একটু স্কোর বোর্ডের দিকে তাকাও।

অধিনায়কত্ব ছাড়ার কারণ নিয়ে মুখ খুললেন ধোনি

বিরাটের নেতৃত্বে ভারত সম্প্রতি যতোই ভাল ফল করুক না কেন, ভারতকে দু-দু’টো বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হঠাৎ করে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হজম হয়নি অনেকেরই। ওয়ান ডে এবং টি২০-তে অধিনায়ক তিনি এবং টেস্টে বিরাট। এই কম্বিনেশন তো ভালই চলছিল। হঠাৎ করে তাহলে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত কেন ধোনির।

৫৯৫ রানে ম্যাচ ডিক্লেয়ার বাংলাদেশের, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

৫৯৫ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ ডিক্লেয়ার করেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের রেকর্ড ৩৫৯ রানের জুটির কল্যাণে প্রথম ইনিংসে একচ্ছত্র আধিপত্য ছিল বাংলাদেশের। এদিকে বাংলাদেশের এই লক্ষ্য তাড়া করতে গিয়ে দারুণ জবাব দিচ্ছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২০০ রানের গণ্ডি পেরিয়ে গেছে ব্লাকক্যাপার্সরা।

পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ সূচী ঘোষণা

আগামী এপ্রিল-মে মাসে দুটি টোয়েন্টি২০, দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে আসবে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) আজ এই তথ্য নিশ্চিত করেছে। ২০১৩ সালের পরে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ সফর করেনি। ঐ সিরিজে ওয়ানডেতে পাকিস্তান ৩-১ ব্যবধানে ও টি২০তে ২-০ ব্যবধানে জয়ী হয়েছিল।

ব্যাটিংয়ে মুমিনুল-মাহমুদুল্লাহ, বৃষ্টিতে বন্ধ খেলা

বৃষ্টি বিঘ্নিত প্রথম টেস্টে শুরুতেই ইমরুল কায়েসকে হারানোর পর ভাল জুটি গড়ার চেষ্টা করছিল তামিম ইকবাল ও মুমিনুল হক। ৫০ বলে ব্যক্তিগত ৫৬ রানে তামিমের বিরুদ্ধে এলডব্লিউয়ের আবেদন করেন বোল্ট। কিন্তু তা নাকচ করে দেয় আম্পায়ার। এ সময় নিউজিল্যান্ড রিভিউ আবেদন করলে দেখা যায়, তামিমের প্যাডে আঘাত করা বলটি আলতো করে মিডেল স্টাম্প ছুঁয়ে যাবে। ফলে মাঠে দেয়া সিদ্ধান্ত বাতিল করে তামিমকে আউট ঘোষণা করেন থার্ড আম্পায়ার।

ফিফাকে এবার আদালতে নিয়ে যাচ্ছে লা লীগা

প্রশংসা ও বিতর্কের মধ্যেই বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্ত নিল ফিফা। ২০২৬ থেকে আর ৩২ নয়, ৪৮ দেশ নিয়ে হবে ফিফা বিশ্বকাপ। কিছুদিন আগেই ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বিশ্বকাপের নতুন ফরম্যাট নিয়ে উৎসাহ প্রকাশ করেন। তিনি জানান, বিশ্বকাপকে এই নতুন অবতারে মোড়া হচ্ছে যাতে আরও বেশি দেশ সুযোগ পায় ফুটবলের সেরা টুর্নামেন্টে খেলতে। কারণ ফিফার সদস্য দেশের মধ্যে এরকম প্রচুর দেশ আছে, যাদের বিশ্বকাপ খেলার সুযোগ হয় না। তাদের কথা ভেবেই ইনফান্তিনো চেয়েছিলেন বিশ্বকাপে দল বাড়ানো হোক।

টেস্ট অভিষেক নিয়ে রোমাঞ্চিত তাসকিন

বেসিন রিজার্ভের সবুজ উইকেট দেখেই যেন চোখ চকচক করে উঠল তাসকিন আহমেদের। পেস বোলিংয়ের জন্য আদর্শ উইকেট। সব ঠিক থাকলে
ওয়েলিংটনের এ মাঠেই স্বপ্নপূরণ হতে যাচ্ছে তাসকিনের। অভিষেক টেস্ট নিয়ে রোমাঞ্চ সবারই থাকে। তাসকিনেরও আছে। আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টেই ২১ বছর বয়সী এ পেসারের অভিষেক প্রায় নিশ্চিত।

মেসির ওপর চটেছেন ম্যারাডোনা

ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি উপস্থিত না থাকায় চটেছেন আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তিনি বলেন, ‘আমি মেসির ওপর সত্যিই ক্ষিপ্ত। ঘরে বসে টিভি দেখে অন্যের সাথে যুদ্ধ করা যায় না। আসল লড়াইটা এখানে এসে করা যেতো।’
 
সুইজারল্যান্ডের জুরিখে সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ড নাইট। ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় শীর্ষ তিনে মনোনিত ছিলেন মেসি। কিন্তু সেরার খেতাবটা জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিশ্বকাপ ফুটবল হবে ৪৮ দলের

ফুটবলের বিশ্ব সংস্থা ফিফা ২০২৬ সাল থেকে ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে। গতকাল মঙ্গলবার জুরিখে ফিফার সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয়।
 
ওই বছরের বিশ্বকাপটি কোথায় হবে তা এখনো নির্ধারিত না হওয়ায় অতিরিক্ত আসনগুলো কিভাবে বরাদ্দ হবে তাও চূড়ান্ত হয়নি।
 
যদিও বিশ্লেষকরা জানাচ্ছেন প্রস্তাব পাশ হওয়ায় অধিক লাভবান হবে এশিয়া-আফ্রিকার মতো কনফেডারেশনগুলো। খেলার সুযোগ মিলতে পারে নিউজিল্যান্ড, মিশর, জর্ডান ও তিউনিসিয়ার মতো দলগুলোর।

জিদানকে পিছনে ফেলে ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার রানেইরির

লিস্টার সিটিকে প্রিমিয়ার লীগের রূপকথার শিরোপা জয়ে সহযোগিতা করা কোচ ক্লডিও রানেইরি ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতে নিয়েছেন। অথচ ধারণা করা হয়েছিল নিজের প্রথম মেয়াদেই রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লীগের শিরোপা উপহার দেয়া ফ্রেঞ্চ তারকা জিনেদিন জিদানই সেরা কোচের পুরস্কার পেতে যাচ্ছেন। এই তালিকায় আরো ছিলেন পর্তুগালকে প্রথমবারের মত ইউরো চ্যাম্পিয়নশীপে শিরোপা জয়ে সহযোগিতা করা কোচ ফার্নান্দো সান্তোস। 
 
জুরিখে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ৬৫ বছর বয়সী ইতালিয়ান রানেইরির হাতে বর্ষসেরা কোচের পুরস্কার তুলে দেন আর্জেন্টাইন লিজেন্ড দিয়েগো ম্যারাডোনা। 

মাশরাফির অবসরের তথ্য ঠিক নয় :বিসিবি সভাপতি

বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অবসরের তথ্য সঠিক নয়। টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরে যেতে চান এমন কিছুই নাকি মাশরাফি বলেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। গতকাল ধানমন্ডিতে নিজের অফিসে বিসিবি সভাপতি সংবাদমাধ্যমকে বলেছেন, নিউজিল্যান্ডে অবস্থান করা বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন একটু কানাঘুষা শুনে তাকে এ বিষয়ে জানিয়েছিলেন।

অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হয়েছেন ধোনি!

ভারতীয় ক্রিকেটের সীমিত ওভারের অধিনায়কত্ব নিজের ইচ্ছায় ছাড়েননি মহেন্দ্র সিং ধোনি। বরং  বোর্ডের চাপে ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি।
 
এই অভিযোগ করেছেন বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আদিত্য বর্মা। তার দাবি, 'বিসিসিআই-এর যুগ্ম সভাপতি অমিতাভ চৌধুরীর চাপেই একদিন ধোনি টি-টুয়েন্টি ম্যাচ থেকে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। তার ওই সিদ্ধান্ত স্বতঃস্ফূর্ত ছিল না।'

রোনালদো ‘দ্য বেস্ট’

চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের আন্তনিও গ্রিজম্যানকে হারিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোই হলেন ফিফার বর্ষসেরা ফুটবলার। সেরা বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্র ও হিউস্টন ড্যাশের খেলোয়াড় চার্লি লয়েড।
 
সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের জুরিখে তাদের ও অন্য বিভাগের জয়ীদের হাতে এই পুরষ্কার তুলে দেয়া হয়। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবার সেরা খুঁজে নেওয়ার এই পুরস্কারটির নাম দিয়েছে - ‘দ্য বেস্ট’। দুর্দান্ত একটি বছর কাটানো এই পর্তুগীজ খেলোয়াড় জয়ের পর শুধু বলেন,‘আমি কখনোই ২০১৬ সালকে ভুলবো না। তিনি এ সাফল্যের জন্য নিজের দলসঙ্গী, পরিবার ও তার নিজস্ব কর্মীবাহিনীকে ধন্যবাদ জানান।

লাহোরেই হচ্ছে পিএসএল’র ফাইনাল

এবারের মৌসুমের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর ফাইনাল ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 
 
আগামী ৯ মার্চের ফাইনালে নিরাপত্তা ইস্যুতে বিদেশি খেলোয়াড়দের মধ্যে কেউ যদি পাকিস্তান সফর করতে না চায় তবে আয়োজকদের কাছে বিকল্প চিন্তাও আছে বলে সূত্রমতে জানা গেছে। 
 
আগামী ফেব্রুয়ারিতে পিএসএল কে সামনে রেখে আরেকটি ড্রাফট অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি দুবাইয়ে পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের আসর শুরু হবে। ফাইনাল ম্যাচে বিদেশি খেলোয়াড়রা যদি আদৌ খেলতে রাজী না হয় তবে স্থানীয় ক্রিকেটারদের দিয়ে সেই স্থান পূরণ করা হবে। 

চিড় ধরা পড়েছে মাশরাফির হাতে

নিউজিল্যান্ড থেকে বয়ে এল দুঃসংবাদ। ক্যারিয়ারে আরও একবার ইনজুরির শিকার হলেন মাশরাফি বিন মুর্তজা। ডান হাতের বুড়ো আঙুলের নিচের দিকে হাড়ে চিড় ধরা পড়েছে তাঁর। ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশ অধিনায়ককে। মাশরাফি অবশ্য টেস্ট দলে নেই। আর রঙিন পোশাকে এটাই ছিল সফরের শেষ ম্যাচ।

বার্সেলোনার অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করলো মাদ্রিদ

গ্রানাডাকে হারিয়ে বার্সেলোনার অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করলো মাদ্রিদ। শনিবার লা লিগায় টেবিলের তলানির দিকে থাকা গ্রানাডাকে ৫-০ গোলে হারায় রিয়াল। এই জয়ের রেকর্ড ৩৯ ম্যাচে উন্নীত করেছেন।
 
এতে করে সব ধরনের প্রতিযোগিতায় বার্সেলোনার সাথে জয়ের দিক থেকে সমসংখ্যক ম্যাচের মালিক এখন রিয়াল। গত এপ্রিলে সর্বশেষ পরাজয়ের স্বাদ পেয়েছিল রিয়াল। চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে উল্ফসবার্গের বিপক্ষে ২-০ গোলে পরাজিত হয়েছিল রিয়াল। সেই পরাজয়ের ক্ষতি শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লীগের শিরোপা জিতে পুষিয়ে নিয়েছির রিয়াল।

ভাল শুরুর পরও হার বাংলাদেশের

ভাল শুরুর পরও মিডেল অর্ডারদের ব্যর্থতায় টি-২০ সিরিজের শেষ ম্যাচে হেরে গেল বাংলাদেশ। ১৯৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে হাতে আরো ৫ উইকেট রেখে ১৬৭ রানে থমকে যায় বাংলাদেশের ইনিংস।

ভারতের সীমিত ওভারের অধিনায়ক কোহলি

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশটির সীমিত ওভারের অধিনায়ক করা হয়েছে টেস্ট দলের দলপতি বিরাট কোহলিকে। দীর্ঘদিন পর দুই ফরম্যাটের দলেই ফিরেছেন যুবরাজ সিং।

ঝড়ো ইনিংসে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড বইয়ে ওয়ার্নার

টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। সিডনি টেস্টে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৩ বলে হাফ-সেঞ্চুরি করে রেকর্ড গড়েন তিনি।
 
টেস্ট ইতিহাসে দ্রুত হাফ-সেঞ্চুরির রেকর্ড দখলে আছে পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। ২০১৪ সালে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বলে দ্রুত হাফ-সেঞ্চুরির করে বিশ্বরেকর্ড গড়েন মিসবাহ।

প্রথম টেস্টে বিশ্রামে মুস্তাফিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়া উইকেটরক্ষক মুশফিকুর রহিম ছাড়া টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা তাসকিনও আছেন দলে। তবে বিশ্রাম দেয়া হয়েছে মুস্তাফিজুর রহমান।
 
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মুশফিকুর। ফলে সিরিজের পরের দুই ম্যাচ ও তিন ম্যাচের টি-টুয়েন্টি খেলা হয়নি তার। টেস্ট সিরিজে মুশফিকুরের সার্ভিস পেতেই ওয়ানডে ও টি-২০ সিরিজে কোন রকম ঝুঁকি নেয়নি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। 
Recent Posts Widget