বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি আয় ম্যানইউ ফুটবলারদের

বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়রা। যদিও এনবিএ চ্যাম্পিয়ন ক্লেভেল্যান্ড কাভালিয়ার্সের খেলোয়াড়দের থেকে এর পরিমান অনেক কম বলেই সাম্প্রতিক এক জরিপে প্রকাশ করা হয়েছে।
 
২০১৬ সালে গ্লোবাল স্পোর্টস স্যালারিস সার্ভে (জিএসএসএস) পরিচালিত এক জরিপে দেখা গেছে সর্বোচ্চ আয় প্রাপ্ত খেলোয়াড়দের তালিকায় ইউনাইটেড চতুর্থ স্থানে রয়েছে।

ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্বন্দ্ব নেই মাশরাফির

গুঞ্জন উঠেছিলো বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্বন্দ্ব চলছে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার| টিম ম্যানেজমেন্ট এর সঙ্গে ঝামেলায় গত ম্যাচ শেষে নাকি সরাসরি বাসায় চলে গিয়েছিলেন।

রোনাল্ডোর নৈপুণ্যে পর্তুগালের সহজ জয়



ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে লাটভিয়াকে - ব্যবধানে হারিয়েছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা নিয়ে আন্তর্জাতিক ফুটবলে টানা তৃতীয় ম্যাচে গোল করেছেন সিআরসেভেন আর পর্তুগালও পেয়েছে বিশ্বকাপ বাছাইপর্বে টানা তৃতীয় জয়
স্পটকিক ব্যর্থতা আর দুর্ভাগ্য বাধ না সাধলে হতে পারতো রোনাল্ডোর হ্যাটট্রিকও পর্তুগালের অন্য দুই গোলদাতা ব্রুনো আলভেস উইলিয়াম
Recent Posts Widget