সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত বার্সেলোনা ঘুরে দাঁড়াবে : গার্দিওলা

বৃহস্পতিবার আকস্মিক এক সন্ত্রাসী হামলায় কেঁপে উঠেছে পুরো বার্সেলোনা শহর। অকস্মাৎ এই হামলায় ১৪ জন নিহত হয়েছেন, এছাড়া শতাধিক মানুষ হয়েছেন আহত। কিন্তু এই ধরনের হামলা এ শহরকে থামিয়ে রাখতে পারবেনা বলেই আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন বার্সেলোনা ফুটবল ক্লাবের সাবেক কোচ পেপ গার্দিওলা।

মাহমুদউল্লাহ-মুমিনুলকে বাদ দিয়ে টেস্ট দল ঘোষণা

গুঞ্জনটা আগেই ছিল। শেষমেষ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুমিনুল হককে বাদ দিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে দলে ফিরেছেন নাসির হোসেন ও শফিউল ইসলাম। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়।

ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল

স্টিভেন স্মিথের হাতে ছোট্ট একটা ফুলের তোড়া তুলে দিল একটি শিশু। চাইলে অস্ট্রেলিয়ার এই পুরো বাংলাদেশ সফরের প্রতীক বলেই ধরে নিতে পারেন এই দৃশ্যটাকে। কারণ, অস্ট্রেলিয়া দলকে এমনই ভালোবাসা আর ফুলের আদরে বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ। কঠোর নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া দলের ধারেকাছে কেউ পৌঁছাতে না পারলেও এমন ফুলেল অভিবাদনেই বাংলাদেশে পা রাখলো অস্ট্রেলিয়া দল। দীর্ঘ অপেক্ষার পর, প্রায় ১১ বছরের অপেক্ষার পর আবার টেস্ট সিরিজ খেলতে ঢাকা নগরীতে পৌঁছাল স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
Recent Posts Widget