আইসিসি
চ্যাম্পিয়নস ট্রফির
অষ্টম
ম্যাচে
বৃহস্পতিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। এ
ম্যাচ
জিতলে
সেমিফাইনাল নিশ্চিত হবে
বিরাট
কোহলিদের। আর জয়
পেলে
টুর্নামেন্টে টিকে
থাকবে
শ্রীলঙ্কা। তবে এ
লড়াইয়ে
ভারতকে
ফেভারিট মানছেন
দু’দলের দু’কিংবদন্তি ক্রিকেটার সৌরভ
গাঙ্গুলি ও
কুমার
সাঙ্গাকারা।
তাসকিন হতে পারে সত্যিকারের গতিতারকা
গতি
তারকা কাকে বলে, তা এই সময়ের ক্রিকেট দর্শকদের ভুলে যাওয়ার কথা। লিলি-থমসন,
মার্শাল-গার্নারদের যুগ বাদ দিন। এই যে শোয়েব আখতার কিংবা ব্রেট লির মতো
গতি তারকাও তো এখন দুনিয়ায় নেই। নিজে ছিলেন গতি তারকা, জুটি বেঁধে বল করতেন
আরেক স্পিডস্টার কার্টলি অ্যামব্রোসের সাথে। এই সময়ে এসে সেই কোর্টনি
ওয়ালশ দেখছেন গতির শূন্যতা।
ডাকওয়ার্থ-লুইস নিয়মে জিতল পাকিস্তান
আইসিসি
চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের সপ্তম ম্যাচে বুধবার এজবাস্টনে
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১৯ রানে জিতল পাকিস্তান।দক্ষিণ আফ্রিকার ২১৯ রানের
জবাবে ব্যাট করতে নেমে ২৭ ওভারে ৩ উইকেটে পাকিস্তানের সংগ্রহ যখন ১১৯ তখন
বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে ডাকওয়ার্থ-লুইস নিয়ম অনুযায়ী, ১৯
রানে ম্যাচ জিতে যায় পাকিস্তান। ২৪ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হাসান
আলি।
Subscribe to:
Posts (Atom)