সেরাদের কাতারে বাংলাদেশ

বাংলাদেশ বাদে টেস্ট খেলুড়ে নয়টা দেশ আগেই নিজেদের শততম টেস্ট খেলে ফেলেছে। তবে, শততম টেস্টে জিতে যাওয়ার নজির আছে কেবল বাংলাদেশসহ চারটি দেশের। বাকিরা হল অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

সেই অর্থে ইতিহাসের মাত্র চতুর্থ অধিনায়ক হিসেবে দেশের শততম টেস্টে জয় পেলেন মুশফিকুর রহিম। তিনি চলে গেলেন অস্ট্রেলিয়ার সিড গ্রেগরি, ওয়েস্ট ইন্ডিজের গ্যারি সোবার্স ও পাকিস্তানের মুশতাক মোহাম্মদের কাতারে। মুশফিক অবশ্য পরিসংখ্যান মতে এমনিতেই টেস্টে বাংলাদেশের সেরা অধিনায়ক। ৩০টির মধ্যে ছয়টিই এসেছে তার নেতৃত্বে।

মেসির বিয়েতে যাবেন না ক্ষুব্ধ শাকিরা

বার্সেলোনা সতীর্থদের বান্ধবীদের ঠান্ডা যুদ্ধ ফের জনসমখ্যে চলে এলো। লা মাসিয়া থেকে একসঙ্গে খেলে আসা জেরার পিকে ও লিওনেল মেসি একে অপরের প্রিয় বন্ধু হিসেবে পরিচিত। কিন্তু তাঁদের বান্ধবীদের সম্পর্ক নিয়ে দেখা দিল বিতর্ক।
এক ব্রিটিশ দৈনিকের মতে, মেসি ও আন্তোনেলা রোকুজ্জোর বিয়ের নিমন্ত্রণ পেয়েও যাবেন না শাকিরা। জেরার পিকের বান্ধবীর এত রাগের কারণ হল পিকের প্রাক্তন বান্ধবী নুরিয়া টমাসের প্রিয় বন্ধু আন্তোনেলা। যা একদমই পছন্দ নয় শাকিরার। পিকে ও মেসি একে অপরের ভাল বন্ধু হলেও দুই তারকার বান্ধবী একে অপরের সঙ্গে কথা বলেন না। অনুষ্ঠানে দেখা হলেও এড়িয়ে যান। কিছু দিন আগে শাকিরার জন্মদিনেও শুভেচ্ছা জানাননি আন্তোনেলা।

বিগ থ্রি’ বদলে দিয়েছে বাংলাদেশের ক্রিকেট

কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট ম্যাচ জয় করায় বিশ্বজুরে টাইগার বন্দনা শুরু হয়েছে। নামী দামী সাবেক খেলোয়ার, ক্রিকেট বিশ্লেষক অনেকেরই নজর পড়েছে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির দিকে।
 
বাংলাদেশের ক্রিকেট বিশেষে করে টেস্ট ক্রিকেটে উত্থান নিয়ে ভারতীয় পত্রিকা উইজডেন ইন্ডিয়া রবিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। পত্রিকাটির জেষ্ঠ্য সম্পাদক সৌম্য দাশগুপ্তের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের টেস্ট ক্রিকেটর এই বদলের পেছনে আছে ‘বিগ থ্রি’র বিশেষ অবদান।

আরও বড় স্বপ্ন বিসিবি সভাপতির

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মত ম্যাচ জয়ের পাশাপাশি টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। নিজেদের শততম টেস্টে জয় পেয়েছে দলটি। তাই স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের ওপর প্রত্যাশা কয়েকগুণ বেড়ে গেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপনের স্বপ্নটা আরও বড়। তিনি আশা করছেন, একদিন বিশ্বচ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। আর এ লক্ষ্যেই বিসিবি কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। 
 
বাংলাদেশ ক্রিকেট দলের লংকা জয়ের ডামাডোলের মধ্যে দু’দিন আগে ঢাকায় পৌঁছেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। দু’দিন যমুনা ফিউচার পার্কে প্রদর্শনী শেষে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রদর্শন করা হয় ট্রফিটি। সেখান থেকে জাতীয় সংসদ ভবনের সামনে আনুষ্ঠানিক ফটোসেশন করেন বিসিবি কর্মকর্তারা। ফটোসেশন শেষে সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ দলের জয়ের পাশাপাশি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিসহ ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি।

জয়ের পর ছুটিতে সাকিব ও তামিম

সাকিব আল হাসান ও তামিম ইকবালের দুর্দান্ত পারফরমেন্সে নিজেদের ইতিহাসে শততম টেস্ট ম্যাচে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজ শেষে এবার টাইগারদের লক্ষ্য ওয়ানডে সিরিজ। ২৫ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের আগে ২২ মার্চ প্রস্ততি ম্যাচ খেলবে বাংলাদেশ। 
 
তবে ওয়ানডে লড়াইয়ে নামার আগে হাতে থাকা সময়টা পরিবারের সঙ্গে কাটাতে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে ছুটি নিয়েছেন সাকিব। সাকিবের স্ত্রী শিশির আগে থেকেই শ্রীলঙ্কাতে আছেন। স্ত্রীকে নিয়ে শ্রীলঙ্কার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেই ছুটি নিয়েছেন সাকিব।
Recent Posts Widget