সুযোগ কাজে লাগাতে চান হাথুরুসিংহে

শ্রীলংকার বিপক্ষেই সবচেয়ে বেশি টেস্ট খেলেছে বাংলাদেশ। কিন্তু দু’দলের লড়াইয়ের ইতিহাস খুবই একতরফা। ১৬ টেস্টের ১৪টিতে জিতেছে বাংলাদেশ। বাকি দুটি ড্র হয়েছে। তবে সময়ের সঙ্গে দৃশ্যপটে এসেছে পরিবর্তন।

বাংলাদেশ দল এবার শ্রীলংকায় গেছে টেস্ট জয়ের আশা নিয়ে। লক্ষ্যটা মোটেও অবাস্তব নয়। কারণ সাম্প্রতিক সময়ে টেস্টে শ্রীলংকার সবচেয়ে অনভিজ্ঞ দলটিকে এবার পাচ্ছে বাংলাদেশ। কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের অবসরের পর তারুণ্যনির্ভর দলটি এখনও ক্রান্তিকালীন সময় পার করছে। তার ওপর নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসও নেই চোটের কারণে। দুই টেস্টের সিরিজে শ্রীলংকাকে নেতৃত্ব দেবেন বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। অন্যদিকে বাংলাদেশ দল এখন আগের চেয়ে অনেক পরিণত। ওয়ানডের গতিতে না হলেও ক্রমশ উন্নতি হচ্ছে টেস্টেও। আগের দিন হেরাথ নিজেই বলেছেন, ‘শ্রীলংকা সফরে আসা বাংলাদেশের সেরা দল এটিই।’ সব মিলিয়ে শ্রীলংকার মাটিতে টেস্ট জয়ের সেরা সুযোগ এটিই।
Recent Posts Widget