বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজে কেউই ফেভারিট নয়: মাশরাফি

টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার দৃষ্টিতে শুক্রবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কেউই ফেভারিট নয়। প্রথম ওয়ানডের আগে বুধবার এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এই সিরিজে কেউই ফেভারিট নয়। সিরিজে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে এবং এ জন্য আমরা প্রস্তুত।’

মিরপুর স্টেডিয়ামে নিরাপত্তা অনুশীলন

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন সম্পন্ন করেছে। নিরাপত্তা অনুশীলনে ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন, আর্মি অ্যাভিয়েশন উইং, বাংলাদেশ এয়ার ফোর্স ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়।

ফিফা সভাপতি : আমি শতভাগ ভাল নই, কিন্তু আমি চোর না

ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা নিয়ে আলোচনা চলছে দীর্ঘদিন যাবৎ। বিশেষত এই সংগঠনের সাবেক প্রধান সেফ ব্লাটার ও তার সঙ্গে থাকা সংগঠনটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিয়ে ক্ষোভ ছিল সারাবিশ্বে। সাংবাদিকদের প্রশ্নের মধ্যে এখনও আছে সেই ক্ষোভের ছাপ। আর সে কারণেই বর্তমান ফিফা সভাপতি হিসেবে বিষয়টি নিয়ে মুখ খুললেন জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা অতীতের সকল দুর্নীতিকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে পারবে, নাকি নতুন সভাপতিও দুর্নীতিতে জড়িয়ে যাবেন?
Recent Posts Widget