ইরানি যুবক রিজা দেখতে হুবহু লিওনেল মেসি

লিওনেল মেসির ভক্ত সংখ্যা আসলে কত সেটা খুজে বের করাটা প্রায় অসম্ভব একটি কাজ। মেসিকে পছন্দ করেন না এমন ফুটবল ভক্ত খুঁজে পাওয়া সত্যিই কঠিন। তবে, নিজেকেই মেসি বানিয়ে ফেলেছেন এমন প্রশ্নের উত্তরটাও যথেষ্টই কঠিন। 

ইরানি যুবক রিজা পিরেস্তেস ভুগছেন মধুর সমস্যায়। তার চেহারা যে হুবহু আর্জেন্টাইন অধিনায়কের মতো। মেসির সাথে এতটাই মিল যে জার্সি গায়ে মাঠে নামিয়ে দিলে চিনতে পারবেন না তার সতীর্থরাও।
Recent Posts Widget