ভারতের লক্ষ্য সিরিজ জয়, সমতার আশায় নিউজিল্যান্ড

তিন ম্যাচ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিক ভারত। তাই চতুর্থ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় টিম ইন্ডিয়া। আর চতুর্থ ম্যাচ জিতে সিরিজে আবারো সমতা আনার লক্ষ্য নিউজিল্যান্ডের।
 
এমন লক্ষ্য নিয়েই বুধবার পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। রাঁিচতে বুধবার বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে সিরিজের চতুর্থ ওয়ানডেটি।

ইংল্যান্ডকে নিয়ে উদ্বিগ্ন ভন

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও পারফর্ম করতে ব্যর্থ হলে ভারতের কাছে টেস্ট সিরিজে ইংল্যান্ড ৫-০ ব্যবধনে হারবে বলে জানালেন ইংলিশদের সাবেক অধিনায়ক মাইকেল ভন। সম্প্রতি বিবিসি রেডিও ৫ লাইভে এমন মন্তব্য করেন ভন।
 
তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে যেভাবে পারফর্ম করছে, এমন হলে ভারতের মাটিতে আসন্ন টেস্ট সিরিজ ৫-০ ব্যবধানে হারবে ইংল্যান্ড।’ 
চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ২২ রানে জিতে ইংল্যান্ড। তবে ম্যাচের প্রথম চারদিন ইংল্যান্ডের সাথে পাল্লা দিয়ে লড়াই করেছে বাংলাদেশ।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চাননা ক্যাসিয়াস

পোর্তো গোলরক্ষক ইকার ক্যাসিয়াস দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন যে, স্পেনের হয়ে আন্তর্জাতিক দায়িত্ব পালন থেকে অবসর নিতে চাননা তিনি। জাতীয় ফুটবল দলের কোচ জুলেন লোপেতেগুই যখনই চাইবেন তখনই সাড়া দিতে তিনি প্রস্তুত আছেন।
 
ভিসেন্তে দেল বস্কের পরিবর্তিত হিসেবে লেপেতেগুই দায়িত্ব গ্রহণের পর থেকে স্পেন জাতীয় দলে ডাক পাননি ৩৫ বছর বয়সি ক্যাসিয়াস। ফেসবুকের লাইভ সেশনে ক্যাসিয়াস বলেন,‘ আমি জাতীয় দলের দায়িত্ব থেকে অবসর নিইনি। এমনকি আমি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরেরও কোন ঘোষণা দিইনি।

ব্যালন ডি'অর সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো-সুয়ারেজ

ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ পুরস্কার ব্যালন ডি'অর জয়ীর সংক্ষিপ্ত ৩০ সদস্যের তালিকায় স্থান করে নিয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, নেইমার ও লুইস সুয়ারেজ। এবারের তালিকায় বেশ অনুমেয় ছিল এই নামগুলো। তবে ব্যালন ডি'অর সংক্ষিপ্ত তালিকায় এবার সর্বোচ্চ ছয়জন স্থান পেয়েছেন রোনালদোর দল রিয়াল মাদ্রিদ থেকে। অন্যদিকে বার্সেলোনা থেকে স্থান করে নিয়েছেন চারজন।
Recent Posts Widget