নিঃসন্দেহে রোনালদোর চেয়ে মেসি-ই সেরা' : পেপ গার্দিওলা

সেরার প্রশ্নে পর্তুগিজ প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে-ই এগিয়ে রাখলেন ম্যানচেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা। তার মতে, 'অন্তত এ ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকা উচিত-ই নয়'।
 
সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগে হাল সিটির বিরুদ্ধে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবিবার উপরের ওই মতামত দেন গার্দিওলা।

এখনই বিদায়ের ভাবনা নেই আফ্রিদির

জোর গুঞ্জন উঠেছিলো, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন শাহিদ আফ্রিদি। সেজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) থেকে একটা বিদায়ী ম্যাচে সুযোগ পাওয়ার আশায় রয়েছেন তিনি।
 
রবিবার এই ঘোলাটে বিষয়টি পরিষ্কার করলেন 'বুম বুম' তারকা। জানালেন, 'এখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছি না। আর পিসিবি থেকে যে বিদায়ী ম্যাচ চাওয়ার কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা।'

দ্রুত ৪ হাজার রানের ক্লাবে এসে রেকর্ডে উইলিয়ামসন

ওয়ানডেতে দ্রুততম সময়ে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করে নিউজিল্যান্ডের হয়ে নতুন রেকর্ড গড়লেন দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। আর এই তালিকায় বিশ্বের মধ্যে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন উইলিয়ামসন। নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৯৬তম ইনিংসে আজ বাংলাদেশের বিপক্ষে ৩১ রানের ইনিংস খেলার পথে ৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

এমন ‘বাজে’ বোলিং আগে কখনো করেননি মোস্তাফিজ

কাঁধে অস্ত্রোপচারের কারণে প্রায় ৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেললেন তিনি। এর আগে ২০১৫ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন বাংলাদেশের এ কাটার মাস্টার। ২০১৫ সালের জুনে ওয়ানডে অভিষেকের আর পর আজ তিনি খেললেন ক্যারিয়ারের দশম ওয়ানডে। ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে ভারতের বিপক্ষে ১১ উইকেট নিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন তিনি। তবে ১০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে আজ তিনি করলেন সবচেয়ে ‘বাজে’ বোলিং। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ ১০ ওভারে ৬২ রান দিয়ে তিনি নেন ২ উইকটে। ওভারপ্রতি দেন ৬.২০ করে রান। মোস্তাফিজ এই প্রথমবারের মতো ওয়ানডেতে ওভারপ্রতি ৬-এর বেশি রান দিলেন। এর আগে তিনি ওভারপ্রতি পাঁচের বেশি রান দিয়েছেন মাত্র দুইবার। অভিষেক সিরিজে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তিনি ওভারপ্রতি দেন সর্বোচ্চ ৫.৭০ করে রান। তবে এই প্রথম দিলেন ৬ এর ওপরে রান। তিনি ওভারপ্রতি সর্বনিম্ন ২.৫০ করে রান দেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৫ সালের জুলাইয়ে ঢাকায় |

সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ!

আসন্ন ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে সরাসরি ২০১৯ বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে রেঙ্কিংয়ের ছয়ে থাকা শ্রীলঙ্কার চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে থাকবে টাইগাররা। তবে কিউইদের বিপক্ষে সিরিজ হারলেও সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ হবেনা মাশরাফিদের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন সব সমীকরণ জানিয়েছে আইসিসি। আগামী ৩০ সেপ্টেম্বর আইসিসির ঘোষিত রেঙ্কিংয়েই নির্ধারন হবে ২০১৯

প্রথম ওয়ানডেতে ৭৭ রানের হার বাংলাদেশের

এর আগে দুবার নিউজিল্যান্ড সফরে গিয়ে একটিতেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবারের সফরের শুরুটাও হার দিয়েই করতে হলো মাশরাফি বাহিনীকে। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গেল ৭৭ রানের ব্যবধানে। ৩৪২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫ ওভারের মধ্যেই ২৬৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস।

Bangladesh vs New Zealand Match On Live


বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের শক্তিশালী টি-টোয়েন্টি দল ঘোষণা

দুই দেশের ওয়ানডে লড়াই চলছে। এমন সময় বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল ঘোষণা। কিউদের এই দলে ডাক পেয়েছেন টম ব্রুস, বেন হুইলারের মত বিগ হিটাররা।

আবারো কোচ হচ্ছেন ম্যারাডোনা!

আরেকবার কোচিং ক্যারিয়ার শুরু করতে পারেন আর্জেন্টাইন ফুটবল ইশ্বর দিয়েগো ম্যারাডোনা।  গুঞ্জন উঠেছে, সাবেক ক্লাব নাপোলির কোচ হতে যাচ্ছেন এই ফুটবল কিংবদন্তি।
 
ইতালির এই জায়ান্টের হয়ে দীর্ঘ সাত বছর খেলেছেন ম্যারাডোনা। এই সময়ে তিনটি সিরি আ শিরোপা, উয়েফা কাপ, কোপা ইতালিয়া আর সুপারকোপা ইতালিয়ার শিরোপা জিতেছেন তিনি।

৩৪২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

http://channelbd24.blogspot.com/p/channel9.html
নিউজিল্যান্ডের দেয়া ৩৪২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ব্লাকক্যাপার্সরা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলে টম ল্যাথামের সেঞ্চুরি আর কলিন মানরোর ফিফটিতে এই বড় সংগ্রহ পায় কিউইরা।
 
বাংলাদেশের বিরুদ্ধে এটি নিউজিল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ। অন্যদিকে এত বড় রান তাড়া করে এখন পর্যন্ত জয় পায়নি টাইগাররা। সুতরাং জয় পেতে হলে তাদের গড়তে হবে নতুন এক রেকর্ড।
Recent Posts Widget