২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে মাস্টার ব্লাষ্টার শচীন টেন্ডুলকার খুব বেশি বিতর্কে জড়াননি। এমনকি তাকে নিয়ে সমালোচনার জবাব তিনি মুখের পরিবর্তে ব্যাট দিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এরকম ঘটনাও রয়েছে যে, শচীনকে নিয়ে সিদ্ধান্ত নিতে আম্পায়াররা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন এমন সময় নিজেই সঠিক সিদ্ধান্ত নিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করেছেন তিনি।
ভারতের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার শচীন সবসময়ই চাইতেন বিতর্ক থেকে যতটা সম্ভব দূরে থাকতে। কিন্তু তিনি বিতর্ক থেকে দুরে থাকলেও বিতর্ক তার পিছু ছাড়েনি। সম্প্রতি মৌসুরিতে সম্পত্তি সংক্রান্ত বিতর্কে নাম জড়িয়েছে রাজ্যসভার সাংসদ শচীন টেন্ডুলকারের।
এবার দেখে নেওয়া যাক দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে কোন কোন বিতর্কে নাম জড়িয়েছিল টেস্ট-