জেনেনিন, ক্রিকেট খেলায় আসলে ফলো-অন কি ? কখন ফলো-অন হয় ?


টেস্ট খেলা ৫দিনের প্রথম-শ্রেণীর খেলারূপে পরিগণিত  কেবলমাত্র আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশভূক্ত দলগুলো এতে অংশ নেয়  আইসিসিতে তাদের বর্তমান অবস্থান আইসিসির শর্তাবলী প্রয়োগের মাধ্যমে টেস্ট খেলা অনুষ্ঠিত হয়

দুই ইনিংসে সম্পন্ন খেলায় ফলো-অনের নিয়মে ব্যতিক্রম রয়েছে  যদি কোন দল প্রতিপক্ষের প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে কম রান সংগ্রহ করে তাহলে দলটিকে পুণরায় ব্যাট করতে খেলার তৃতীয় ইনিংসে নামতে হয় অর্থাং, প্রথম ইনিংসের

হায়দ্রাবাদ টেস্টে ২০৮ রানে হারলো বাংলাদেশ

হায়দ্রাবাদ টেস্টে ভারতের কাছে ২০৮ রানে হারলো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ৪৫৮ রানের লক্ষ্যে নেমে ২৫০ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে টাইগারর। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ।
 
দলীয় ২২৫ রানের মাথায় তিনি আউট হওয়ার পরই কার্যত শেষ হয়ে যায় বাংলাদেশের আশা।  ১৪৯ বলে ৬৪ রানের ইনিংস উপহার দেন তিনি। ছিলো ৭টি বাউন্ডারি।  একপাশ আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। শর্মার বলে কুমারের হাতে তালুবন্দি হন এই অলরাউন্ডার
দিনের শুরুতে বিদায় নেন সাকিব আল হাসান। দিনের প্রথম সেশনেই রবীন্দ্র জাদেজার বলে পুজারার হাতে ধরা পড়েন এই টাইগার অলরাউন্ডার। আউট হওয়ার আগে ৫০ বলে ২২ রান করেন তিনি। ইনিংসে ছিলো ৪টি বাউন্ডারি।

৫ মাসের জন্য মাঠের বাইরে ভিদাল

ডান গোঁড়ালির ইনজুরির কারণে চলতি মৌসুমের বাকি সময়টা আর মাঠে নামতে পারছেন না বার্সেলোনার রাইট-ব্যাক এ্যালেইক্স ভিদাল। গুরুতর এই ইনজুরির কারণে প্রায় পাঁচ মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ভিডাল। 
 
শনিবার আলাভেসের বিপক্ষে ৬-০ গোলের জয়ের ম্যাচে ৮৭ মিনিটে ভিডাল ইনজুরিতে পড়েন। এ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ধারে আলাভেসে খেলতে যাওয়া ডিফেন্ডার লুকাস হার্নান্দেজের কঠিন একটি চ্যালেঞ্জে ভিডাল ইনজুরি আক্রান্ত হন। বার্সার এক বিবৃতিতে বলা হয়েছে ভিডালকে পরবর্তীতে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার গোঁড়ালির হাড়ে ইনজুরি ধরা পড়েছে। এই ধরনের ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে অস্ত্রোপচারের বিকল্প নেই। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অন্তত পাঁচ মাস সময় লাগবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। 
Recent Posts Widget