যে কারণে প্রস্তুতি ম্যাচ খেলছে না অস্ট্রেলিয়া

দু’টি টেস্ট ও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে শেষ পর্যন্ত প্রস্তুতি ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।

শনিবার সন্ধ্যায় বিসিবিকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে। আসছে ২২ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দু’দিনের প্রস্তুতি ম্যাচটি শুরু হবার কথা ছিল। কিন্তু ওই দু’দিন মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে স্টিভেন স্মিথের দল। ফতুল্লা স্টেডিয়ামের পানি শুকিয়ে গেলেও বাইরের জমে থাকা পানির কারণে এলাকাজুড়ে রয়েছে দুর্গন্ধ। সম্ভাব্য আরেকটি ভেন্যু ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের মাঠেও না খেলার সিদ্ধান্ত হয়েছে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায়। 

রেড ডেভিলসদের কাছে বিধ্বস্ত সোয়ানসি সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) ফুটবলে টানা দ্বিতীয় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোয়ানসি সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি।

ইমরান নাজির আবার মাঠে নামছেন

ইমরান নাজিরের কথা মনে পড়ে? লম্বা চুলের পাকিস্তানের সেই ওপেনার। আহামরি কোনো রেকর্ড ঝুলিতে নেই। কিন্তু তার ব্যাটিং ছিল দর্শকদের বিনোদনের খোরাক। ধুমধাম পিটিয়ে রান করতেন। আবার হুটহাট আকাশে বল তুলে আউট হয়ে যেতেন। ফিল্ডিংয়ে ছিলেন ক্ষিপ্র। গেল তিন বছরে ব্যাটে বল লাগাননি।

মেসিদের ঘুরে দাঁড়ানোর লড়াই

হুট করে প্যারিস সেন্ট জার্মেইনে চলে গেলেন নেইমার, কটিনহোকে কিংবা ওসমান ডেমবেলে-কে কোনোভাবে ছাড়ছে না তাদের ক্লাব, পলিনহোকে এনে ভক্তদের তোপের মুখে সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ, ইনজুরির কারণে এক মাসের জন্য মাঠের বাইরে লুইজ সুয়ারেজ, সুপার কাপে ৫-১ গোলে হারের লজ্জা- শেষ কবে এমন টালমাটাল দল নিয়ে লা লিগা শুরু করেছিল বার্সেলোনা? সবকিছু যেন চক্রান্ত করছে লিওনেল মেসিদের বিরুদ্ধে! আজ রিয়াল বেটিসের বিপক্ষে তাই শুভ ইঙ্গিতের অপেক্ষায় থাকবে কোচ আর্নেস্তো ভালভার্দের দল।

বাংলাদেশের নিরাপত্তায় মুগ্ধ স্মিথ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসা পুরো অস্ট্রেলিয়া দলেরই এখানকার কন্ডিশনে টেস্ট খেলার কোন অভিজ্ঞতা নেই। বাংলাদেশের কন্ডিশনে অনভিজ্ঞ দল নিয়ে মাঠে নামতে হবে অস্ট্রেলিয়াকে। তাই দুই ম্যাচের সিরিজে ফেভারিট বাছাইয়ে বেশ সর্তক অসি দলপতি স্টিভেন স্মিথ। সিরিজটি কঠিনই হবে বলে মনে করেন তিনি।
Recent Posts Widget