এক ম্যাচের জন্য নিষিদ্ধ মাশরাফি!

সীমিত ওভার ক্রিকেট ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মোরতাজাকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কলোম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচে ৭০ রানের পরাজয় শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাশরাফি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

শেষ ওডিআই হারল বাংলাদেশ, সিরিজ ড্র

প্রথম ওডিআইতে এমন সুন্দর জয়ের পর কে ভেবেছিল তৃতীয় ওডিআই ম্যাচেই এমন বদলে যাবে বাংলাদেশ। সিরিজ নির্ধারনী তৃতীয় ম্যাচে ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় ২১০ রানে অলআউট বাংলাদেশ। ফলে ৭০ রানে ম্যাচ জয় করে সমতা (১-১) নিয়ে সিরিজ ড্র করল স্বাগতিক শ্রীলঙ্কা।

দলনেতা হিসেবে লিওনেল মেসি খুব একটা ভালো নন : কালোর্স ডিবোস

অধিনায়ক লিওনেল মেসির সমালোচনা করেছে আর্জেন্টিনা দলের সাবেক ফিটনেস কোচ ডিবোস। দলটির সাবেক এ খেলোয়াড় বলেন, ‘দলনেতা হিসেবে মেসি খুব একটা ভালো নন। একজন খেলোয়াড় হিসেবে নেইমার তার চেয়েও ভালো।’
২০১৮ বিশ্বকাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে বেগ পেতে হচ্ছে আর্জেন্টিনাকে। লা পাজে অনুষ্ঠিত বাছাই পর্বের সর্বশেষ ম্যাচে বলিভিয়ার কাছে ২-০ গোলের হার দলটির জন্য আরও কঠিন করে তুলেছে। ওই হারের কারণে দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে নেমে গেছে আর্জেন্টাইন দলটি। তালিকার শীর্ষ চারটি দল সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাবে। 

ব্রাজিলের কোচ হওয়াটা রোমাঞ্চকর : মরিনহো

ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করাটা রোমাঞ্চকর বলে মনে করেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহো। তিনি নিজে অবশ্য আগামীতে সহজতম দায়িত্বই বেছে নিতে চান। ক্লাব ফুটবলের কোচ হিসেবে মরিনহোকে বিশ্ব সেরাদের একজন মনে করা হয়। ইউনাইটেডে যোগ দেয়ার আগে রিয়াল মাদ্রিদ ও চেলসিতে তার দারুণ কিছু সাফল্য রয়েছে।
আগামীতে আন্তর্জাতিক দায়িত্ব পালন করার ইচ্ছা রয়েছে এই পর্তুগীজ কোচের। তবে সেটি অবশ্যই সহজতম একটি দলের হওয়া চাই। বলেন, ওল্ড ট্রাফোর্ড ছেড়ে যাবার পর অপেক্ষাকৃত সহজ কাজটিই খুঁজে নিতে চান।

যেকোনো স্থানে জয়ের ক্ষমতা ভারতীয় দলের আছে: গাঙ্গুলি

সম্প্রতি দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে বোর্ডার গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করা বর্তমান ভারতীয় দলটির বিশ্বের যে কোন স্থানে দেশে জয়ী হওয়ার যোগ্যতা আছে বলে মনে করনে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
গাঙ্গুলি বলেন পুরো সিরিজে তিনি লোকেশ রাহুল উমশে যাদব এবং রবীন্দ্র জাদেজার মত খেলোয়াড়দের পারফরমেন্স উপভোগ করেছেন। যারা বিরাট কোহলি এবং রবীচন্দ্রন জারেজার মত খেলোয়াড়দের সঙ্গে অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস অর্জন করেছে।
Recent Posts Widget