বিশ্বের বড় বড় তারকারা খেলতে আসেন আইপিএলে। ক্রিস গেইলও আসছেন আইপিএল খেলতে। আর এবারের আইপিএলে গেইলকে হারিয়ে মুস্তাফিজের আকাশছোঁয়া মূল্য?
আইপিএলে বড় নাম মুস্তাফিজ। বিপিএলের ন্যায় টি-টোয়েন্টি ফরমেটের বড় আসর আইপিএল। ২০১৭ আইপিএল খেলতে ডাক পেয়েছেন ৫ টাইগার ক্রিকেটার। আইপিএলের গত আসরে মুস্তাফিজ ও সাকিব আল হাসান খেলেছেন।