টেস্ট অভিষেক নিয়ে রোমাঞ্চিত তাসকিন

বেসিন রিজার্ভের সবুজ উইকেট দেখেই যেন চোখ চকচক করে উঠল তাসকিন আহমেদের। পেস বোলিংয়ের জন্য আদর্শ উইকেট। সব ঠিক থাকলে
ওয়েলিংটনের এ মাঠেই স্বপ্নপূরণ হতে যাচ্ছে তাসকিনের। অভিষেক টেস্ট নিয়ে রোমাঞ্চ সবারই থাকে। তাসকিনেরও আছে। আগামীকাল শুরু হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টেই ২১ বছর বয়সী এ পেসারের অভিষেক প্রায় নিশ্চিত।

মেসির ওপর চটেছেন ম্যারাডোনা

ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি উপস্থিত না থাকায় চটেছেন আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তিনি বলেন, ‘আমি মেসির ওপর সত্যিই ক্ষিপ্ত। ঘরে বসে টিভি দেখে অন্যের সাথে যুদ্ধ করা যায় না। আসল লড়াইটা এখানে এসে করা যেতো।’
 
সুইজারল্যান্ডের জুরিখে সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ড নাইট। ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় শীর্ষ তিনে মনোনিত ছিলেন মেসি। কিন্তু সেরার খেতাবটা জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিশ্বকাপ ফুটবল হবে ৪৮ দলের

ফুটবলের বিশ্ব সংস্থা ফিফা ২০২৬ সাল থেকে ৪৮ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করবে। গতকাল মঙ্গলবার জুরিখে ফিফার সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত হয়।
 
ওই বছরের বিশ্বকাপটি কোথায় হবে তা এখনো নির্ধারিত না হওয়ায় অতিরিক্ত আসনগুলো কিভাবে বরাদ্দ হবে তাও চূড়ান্ত হয়নি।
 
যদিও বিশ্লেষকরা জানাচ্ছেন প্রস্তাব পাশ হওয়ায় অধিক লাভবান হবে এশিয়া-আফ্রিকার মতো কনফেডারেশনগুলো। খেলার সুযোগ মিলতে পারে নিউজিল্যান্ড, মিশর, জর্ডান ও তিউনিসিয়ার মতো দলগুলোর।

জিদানকে পিছনে ফেলে ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার রানেইরির

লিস্টার সিটিকে প্রিমিয়ার লীগের রূপকথার শিরোপা জয়ে সহযোগিতা করা কোচ ক্লডিও রানেইরি ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতে নিয়েছেন। অথচ ধারণা করা হয়েছিল নিজের প্রথম মেয়াদেই রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লীগের শিরোপা উপহার দেয়া ফ্রেঞ্চ তারকা জিনেদিন জিদানই সেরা কোচের পুরস্কার পেতে যাচ্ছেন। এই তালিকায় আরো ছিলেন পর্তুগালকে প্রথমবারের মত ইউরো চ্যাম্পিয়নশীপে শিরোপা জয়ে সহযোগিতা করা কোচ ফার্নান্দো সান্তোস। 
 
জুরিখে অনুষ্ঠিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ৬৫ বছর বয়সী ইতালিয়ান রানেইরির হাতে বর্ষসেরা কোচের পুরস্কার তুলে দেন আর্জেন্টাইন লিজেন্ড দিয়েগো ম্যারাডোনা। 
Recent Posts Widget