দশম আইপিএলের নিলামে বিক্রি ও অবিক্রিত খেলোয়াড় যারা

দশম আইপিএল-এর নিলামের শুরুতেই চমক। ১৪.৫ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে দলে নিল রাইজিং পুণে সুপারজায়ান্টস। আইপিএল-এর ইতিহাসে স্টোকসই সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার।  এর আগে এই রেকর্ড ছিল শেন ওয়াটসনের দখলে।  তিনি ৯.৫ কোটি টাকা পেয়েছিলেন।
নিলামের প্রথম প্লেয়ার মার্টিন গাপ্টিল। ৫০ লাখ বেস প্রাইজ। বিক্রি হল না।
**২ কোটি টাকা বেস প্রাইজে ইয়ন মর্গ্যানকে কিনে নিল কিংস একাদশ পঞ্জাব।
**১.৫ কোটি বেস প্রাইজ নিয়ে দল পেলেন না অস্ট্রেলিয়ার নাথান লিওন।
**৩০ লখে মানপ্রীত গোনিকে কিনে নিল গুজরাট।
**২.৮ কোটিতে বরুণ অ্যারণকে কিনে নিল পাঞ্জাব।
**নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে বেস প্রাইজ ৫০ লাখে কিনে নিল পাঞ্জাব।
**প্রাক্তন ভারতীয় পেসার আরপি সিংহও দল পেলেন না।
**ব্র্যাড হাডিন ও নিরোশান ডিকওয়েলা এই রাউন্ডে দল পেল না।
**ঋষি ধবনকে ৫৫ লখে কিনে নিল কেকেআর।

নিলামের আগেই বড় ধাক্কা খেল কোহলির আরসিবি!

নিলামের আগে আচমকা আইপিএল থেকে সরে দাঁড়ালেন মিচেল স্টার্ক। বড় ধাক্কা খেল কোহলির রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কেকেআরের নজর স্টোকস, ইরফান, রুটদের দিকে। নিলামের আগেই বক্সঅফিস তুঙ্গে ব্রিটিশ তারকাদের। নিলামের মাত্র কয়েকঘণ্টা আগে বড় ধাক্কা খেল কোহলির আরসিবি।

দশম আইপিএল থেকে সরে দাঁড়ালেন অজি স্পিডস্টার মিচেল স্টার্ক। লম্বা ভারত সফরের পর তাকে আইপিএলে নামার অনুমতি দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে স্টার্ককে হারিয়ে সোমবারের নিলামে নতুন করে জোরে বোলার খুঁজতে ঝাঁপাতে হবে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্সকে। ভাঁড়ারে পুঁজি বাড়ছে আরও ৫ কোটি। নিলামের পূর্বাভাষ বলছে, এমন পরিস্থিতিতে আরও চড়তে পারে রাবাডা-ইশান্তদের বাজার দর। কেকেআর, মুম্বাই ইন্ডিয়ান্স, সঞ্জীব গোয়েঙ্কার পুণে আবার অলরাউন্ডারের সন্ধানে। সঙ্গে শাহরুখের নজর মারকুটে ওপেনারে। এখনও খালি ৪ বিদেশির জায়গা।

নবি ও রশিদকে কিনল মুস্তাফিজের হায়দরাবাদ

পাঁচজন ক্রিকেটার নিলামে অংশ নেওয়ায় শুরুর আগেই আলোচনায় ছিলেন আফগানিস্তানের ক্রিকেটাররা। অধিনায়ক আজগর স্টানিকজাই, মোহাম্মদ নবি, মোহাম্মদ শেহজাদ, রশিদ খান ও দৌলত জারদানদের ওপর দলগুলোর নজর ছিল। এর মধ্যে মোহাম্মদ শেহজাদ ও মোহাম্মদ রশিদের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান শেহজাদ দল না পেলেও চার কোটি রুপিতে বিক্রি হয়েছেন লেগস্পিনার রশিদ। তাঁকে কিনেছে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ। এই লেগস্পিনারকে কিনতে চেয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সও। তবে চার কোটি রুপিতে শেষ পর্যন্ত রশিদকে দলে ভেড়াল হায়দরাবাদ।

আফগানদের আরেক চমকের নাম মোহাম্মদ নবি। ৩০ লাখ রুপিতে তাঁকেও দিয়ে দলে নিয়েছে হায়দরাবাদ। এ দুজন ছাড়াও প্রবীন তাম্বে, তন্ময় আগারওয়াল ও একলব্য দিভেদিকেও কিনেছে হায়দরাবাদ।

পুনেতে বেন স্টোকস, দিল্লিতে কোরে অ্যান্ডারসন ও ম্যাথুস

অনেক আগে থেকেই আলোচনায় ছিলেন বেন স্টোকস। ধারণা করা হচ্ছিল, এবারের আইপিএলে সবচেয়ে বেশি দামে বিক্রি হবেন এই ইংলিশ অলরাউন্ডার। হলোও তাই। ১৪ দশমিক ৫ কোটি রুপিতে এই তারকা ক্রিকেটারকে কিনল ধোনির পুনে সুপারজায়ান্টস। বেন স্টোকসকে দলে ভোড়াতে দারুণ তোড়জোড় শুরু করে দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাব ও পুনে। শেষমেশ রেকর্ড দামে তাঁকে কিনে নেয় পুনে।

এ ছাড়া নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডারকে কিনে নিয়েছে দিল্লি। এক কোটি রুপিতে তাঁকে ভেড়াল ডেয়ারডেভিলরা। লঙ্কান তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকেও দলে ভেড়াতে সক্ষম হয়েছে দিল্লি। দুই কোটি রুপিতে দিল্লি যাচ্ছেন লঙ্কান অধিনায়ক। দুই কোটি রুপিতে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগানকে দলে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

আইপিএলে দল পেলেন না মুশফিক-তামিম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রায় দেড় কোটি রুপিতে বাংলাদেশের তরুণ বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে সাইনরাইজার্স হায়দরাবাদ। কিন্তু বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, ওপেনার তামিম ইকবালসহ চার ক্রিকেটার দল পাননি।

অবশ্য আইপিএলের প্লেয়ার ড্রাফটে ৩৫১ জন ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজ, মুশফিক, তামিম, সৌম্য সরকার ও তাসকিনের নাম ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুস্তাফিজ ছাড়া বাকি কেউই দল পাননি।

অবশ্য কলকাতা নাইট রাইডার্স বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আগেই দলে রেখে দিয়েছে। তিনি কয়েক মৌসুম ধরেই এই দলটির হয়ে খেলছেন।  

এফএ কাপের কঠিন লড়াইয়ে জয় পেল চেলসি

পেড্রো ও দিয়েগো কস্তার করা গোলে ভর করে এফ এ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে দ্বিতীয় বিভাগের দল উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে পরাজিত করেছে প্রিমিয়ার লীগে পয়েন্ট তাখিার শীর্ষে থাকা চেলসি।
 
শনিবার অনুষ্ঠিত ম্যাচে এই জয়ের ফলে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে চেলসি। ম্যাচের ৬৫তম মিনিটে চেজে ফ্যাব্রেগাস ও উইলিয়ানের সহায়তায় দর্শনীয় হেডে প্রথম গোলটি করেন পেড্রো। ম্যাচের ৮৯তম মিনিটে ডিফেন্ডার ম্যাট দোহার্টির কাছ থেকে বল নিয়ন্ত্রনে নিয়ে চেলসির জয়ের ব্যবধান দ্বিগুন করেন কস্তা।

অসিদের বিপক্ষে টি২০ সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়া বিপক্ষে চলমান ৩-ম্যাচের টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাজ জিতে অসিদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করল শ্রীলঙ্কা। ডান-হাতি ব্যাটসম্যান আসেলা গুনারত্নের ব্যাটিং নৈপুণ্যে ম্যাচে অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারায় সফরকারী দল। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল লংকানরা।  গুনারত্ন ৪৬ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস খেলে।
 
অস্ট্রেলিয়ার নতুন ভেন্যু ভিক্টারিয়ার জিলং-এ টস হেরে প্রথমে ব্যাটিং-এ নামে অস্ট্রেলিয়া। উপরের সারির চার ব্যাটসম্যান মাইকেল ক্লিঞ্জার ৪৩, অধিনায়ক অ্যারন ফিঞ্চ ১২, বেন ডাঙ্ক ৩২ ও মইসেস হেনরিকস ৩৭ বলে অপরাজিত ৫৬ রান করেন। এরপর স্বাগতিক আর কোন ব্যাটসম্যানই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি। ফলে ইনিংসের শেষ বলে অলআউট হবার আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৭৩ রান। শ্রীলংকার নুয়ান কুলাসেকেরা ৩১ রানে ৪ উইকেট নেন।

বিশ্বকাপ খেলা হলো না বাংলাদেশ নারী দলের

আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেয়া হলো না বাংলাদেশের। আইসিসি ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে আজ রবিবার নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলংকার কাছে বৃষ্টি আইনে ৪২ রানে হেরেছে রুমানার দল। ফলে সুপার সিক্সের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে থাকতে হলো তাদের। পয়েন্ট টেবিলে শীর্ষ চারের মধ্যে থাকতে পারলেই বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেতো বাংলাদেশ।

জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করলো দক্ষিণ আফ্রিকা

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করলো সফরকারী দক্ষিণ আফ্রিকা। বৃষ্টিবিঘ্নিত সিরিজের প্রথম ম্যাচে ব্ল্যাক-ক্যাপসদের ৪ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। ফলে পাঁচ ম্যাচের সিরিজের ১-০ ব্যবধানে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। এই জয়ে টানা ১২ ওয়ানডে জিতে পুনরায় নিজেদের রেকর্ড স্পর্শ করে পাকিস্তানের পাশে বসলো প্রোটিয়ারা।
 
ওয়ানডেতে টানা ১২ ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে পাকিস্তানের। তবে টানা ২১ ম্যাচ জিতে এই তালিকায় সবার উপরে অস্ট্রেলিয়া। 

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় আফ্রিদির

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। রবিবার পাকিস্তান সুপার লিগে পেশওয়ার জালমির হয়ে ২৮ বলে ৫৪ রানের ইনিংস খেলার পর এ ঘোষণা দেন হার্ডহিটার ব্যাটসম্যান।
 
২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার সমাপ্তি ঘোষণার সময় তিনি বলেন, আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছে। আমি শুধু আমার ভক্তদের জন্য খেলে যাচ্ছি। আগামী দুইবছর হয়তো পিএসএল এ খেলবো। তবে আন্তর্জাতিক ক্রিকেট এখানেই শেষ। এই মুহূর্তে আমার ফাউন্ডেশনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

ভিডিও রিপ্লে দেখে ডেভিড ভিয়াকে লাল কার্ড দেখানো হল

ভিডিও রিপ্লে দেখে বার্সেলোনার সাবেক ফুটবল তারকা ডেভিড ভিয়াকে লাল কার্ড দেখানো হলো।শনিবার নিউইয়র্কে মৌসুম পুর্ব এক ম্যাচে এই প্রযুক্তি ব্যবহার করে স্পেনের সাবেক তারকা নিউইয়র্ক সিটির এ ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থাটি নেয়া হয়েছে।
প্রতিপক্ষ হিউস্টন ডায়নামোর ডিফেন্ডার এ জে দেলাগারজার সঙ্গে শারিরিক সংঘর্ষের কারণে প্রথমে হলুদ কার্ড দেখানো হয়েছির ভিয়াকে। কিন্তু ভিডিও ফুটেজ দেখার পর রেফারি মাঠে ফিরে গিয়ে ভিয়াকে ডেকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। 

ডিজার্ট ডায়মন্ড কাপের ওই ম্যাচের প্রথমার্ধেই অবশ্য গোল করেছেন ভিয়া। তারপরও তার দল ১-৩ গোলে হেরে গেছে। 
ইত্তেফাক
Recent Posts Widget