উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ঝরে পড়ল বার্সেলোনা

এবার আর ইতিহাস গড়া হলো না বার্সেলোনার। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে য়্যুভেন্তাসের সঙ্গে গোলশূন্য ড্র করে আসর থেকে ছিটকে গেলো স্প্যানিশ জায়ান্টরা। দুই লেগ মিলিয়ে ৩-০ গোলে জিতে সেমি ফাইনাল নিশ্চিত করেছে য়্যুভেন্তাস। এদিকে, বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিতে উঠেছে মোনাকো। দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে জিতেছে তারা।

Read More ---->

আয়ারল্যান্ড সফরের দল ঘোষণা, ফিরলেন নাসির

ধারনাটাই ঠিক হলো। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোন চমক ছাড়াই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে সুযোগ না হলেও, আয়ারল্যান্ডে ত্রিদেশী টুর্নামেন্টের ১৮ সদস্যের বাংলাদেশ দলে ফিরেছেন নাসির হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ পড়লেও, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছেন দুই পেসার রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

Read More ---->

চ্যাম্পিয়ন্স ট্রফি : প্রোটিয়া দলে নতুন মুখ মহারাজ, সুযোগ পাননি স্টেইন

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন নতুন মুখ কেশব মহারাজ। প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেলেন এ লেগ-স্পিনার। তবে ইনজুরির কারণে সুযোগ পাননি দলের সেরা পেস তারকা ডেল স্টেইন।
 
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে ঘোষিত দক্ষিণ আফ্রিকার এই দলটি।

আর্জেন্টিনায় স্টেডিয়ামে সমর্থককে ছুড়ে ফেলে হত্যা‍!

মানুষের জীবন কতই না তুচ্ছ হয়ে যাচ্ছে। কত তুচ্ছ কারণেই না মানুষ মানুষকে হত্যা করতে পারে যা শুনলে গা শিউরে ওঠে। ঘটনার শুরু হয়েছিল স্রেফ খেলা নিয়ে ঝগড়ার মাধ্যমে; কিন্তু সেটার পরিণতি হয় ভয়ানক।
 
শনিবার আর্জেন্টিনার ঘরোয়া প্রিমিয়ার ডিভিশন লিগের ডার্বি ম্যাচটি দেখতে স্টেডিয়ামে প্রচুর দর্শক ভিড় করেছিল। তার মধ্যে ছিলেন ২২ বছর বয়সী ইমানুয়েল বালাবো। 

রোনালদোর খেলা দেখে হতভম্ব পিকে, রামোসের পাল্টা জবাব

রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ ম্যাচে রেফারির কয়েকটি ভুল সিদ্ধান্ত পিকে-রামোস সার্কাসের আরেকটি অধ্যায় দেখার সুযোগ করে দিয়েছে ফুটবল ভক্তদের। গতকাল রাতের ম্যাচে তিনটি ভুল সিদ্ধান্ত দিয়েছেন রেফারি। এর মধ্যে দুটি ছিল বায়ার্নের বিপক্ষে দেওয়া দুটি গোলের সিদ্ধান্ত। টিভি রিপ্লেতে দেখা গেছে দুটি গোলের সময়ই অফসাইড পজিশনে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। যেটা দেখে বাকরুদ্ধ হয়ে গেছেন রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ডিফেন্ডার ও মেসির ভক্ত জেরার্ড পিকে। অবশ্য এরপরই রিয়াল অধিনায়ক সার্জিও রামোস এর পাল্টা জবাব দিয়েছেন।

প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লীগে শততম গোলের রেকর্ড রোনাল্ডোর

বায়ার্ন মিউনিখের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হ্যাট্রিক করে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লীগে শততম গোলের রেকর্ড গড়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-২০ ক্রিকেটে গেইলের ১০ হাজার রান


টি-২০ ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয় তাকে বিশ্বের বিভিন্ন প্রান্তের টি-২০ টুর্নামেন্টে তার সরব উপস্থিতি জানান দেয় তার জনপ্রিয়তা তাকে ছাড়া যেন টি-২০ ক্রিকেটের কথা কল্পনাও করা যায় না কথা বলছিলাম ক্যারিবিয়ানের দানবীয় ব্যাটসম্যান ক্রিস গেইলের কথা মঙ্গলবার গেইল টি-২০ ক্রিকেটে একটি বিশাল মাইলফলক স্পর্শ করেছেন
Recent Posts Widget