নারীদের
বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট
দল ৭ উইকেটে পরাজিত করেছে আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলকে।
বুধবার
কলোম্ব ক্রিকেট ক্লাব গ্রাউন্ড মাঠে টসে হেরে ম্যাচের শুরুতে ব্যাট করে
১৪৫ রান সংগ্রহ করে আইরিশ মেয়েরা। ক্লেয়ার শিলিংটন ও অধিনায়ক লরা ডিলানি
দু’জনই সর্বোচ্চ ৩৭ রানের উপর ভর করে ফলে ১৪৪ রান সংগ্রহ করে তারা।
ব্যাটিংয়ে নেমে ৬২ রানে চার উইকেট হারিয়ে চাপের মুখেই পড়ে আইরিশরা। ওপেনার
মেগ কেন্ডালের ব্যাট থেকে আসে ১৬। ইসোবেল জয়েস ২৪ রান ও ম্যারি ওয়াল্ড্রন
১১ রান করে আউট হন। আর কেউই দুই অঙ্কের দেখা পাননি।