পাকিস্তান সফর করতে পারে ক্যারিবিয়ানরা

চলতি বছরের মার্চে পাকিস্তানের মাটিতে দুটি টি-টোয়েন্ট খেলার কথা ভাবছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
 
এ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে বলা হয়, ‘আমরা পাকিস্তানের থেকে তাদের মাটিতে দুটি টি-২০ ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছি। তবে আমাদের নিরাপত্তা ছাড়পত্র ও ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে হবে। আমাদের বোর্ড পিসিবি থেকে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে নিজস্ব নিরাপত্তা প্রধানের কাছে পাঠিয়েছে।’

নতুন বছরে আরো বেশি গোল করতে চান ইব্রাহিমোভিচ

নিজে যেমন গোল করতে মুখিয়ে থাকেন তেমনি সতীর্থদের দিয়ে গোল করানোতেও সমান স্বাচ্ছন্দ্য বোধ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ।
 
ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেই থেকে প্রিমিয়ার লিগে যোগ দেবার পর থেকেই জøাটান গোল করার ক্ষেত্রে নিজেকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছেন। চলতি মৌসুমে করেছেন ১৭টি গোল। ৩৫ বছর বয়সী এই সুইড নিজের বয়সকে পিছনে ফেলে প্রিমিয়ার লিগে গোল করার ক্ষেত্রে দারুণ ছন্দে রয়েছেন। 

রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন দিবালা!

রিয়াল মাদ্রিদে যোগ দেবার ব্যপারে বেশ খানিকটা এগিয়ে গেছেন জুভেন্টাসের স্ট্রাইকার পাওলো দিবালা।  স্থানীয় গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে। 
 
যদিও তুরিনের ক্লাবটির সাথে আর্জেন্টাইন এই তারকা ২০২০ পর্যন্ত চুক্তি ছিল। গত গ্রীষ্মেই মূলত তাকে ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছিল। বিশেষ করে ক্লাব সভাপতি ফ্লোরেনতিনো পেরেজের ইচ্ছায় চুক্তিটি যত দ্রুত সম্ভব করার তাগাদা দেয়া হচ্ছিল। এবারের মৌসুমে ইতালিয়ান চ্যাম্পিয়নদের হয়ে সিরি-আ লীগে ১০টি ম্যাচে খেলেছেন দিবালা। এর মধ্যে গোল করেছেন তিনটি, এছাড়া চ্যাম্পিয়নস লিগেও তিনি একটি গোল করেছেন। 

প্রথম সেশনে সেঞ্চুরি করে অনন্য রেকর্ড ওয়ার্নারের

পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই ঝড়ো সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।
 
ফলে কোন টেস্টের প্রথম সেশনে মধ্যাহ্ন বিরতির আগে সেঞ্চুরি করা বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান ওয়ার্নার। তাই অনন্য রেকর্ডের তালিকায় নিজের নাম তুললেন অসি এই ওপেনার।
 
সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্বান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ফলে টেস্টের প্রথম দিনই ব্যাটিং করার সুযোগ পান অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ার্নার। ব্যাটিং-এ নেমেই মারমুখি মেজাজে শুরু করেন তিনি। ফলে ৪২ বল মোকাবেলা করেই হাফ-সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার।
Recent Posts Widget