নাজমুল হাসানের জন্যই ওয়ানডে দলে মিরাজ



তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্তাব্যক্তি তিনিই সর্বেসর্বা! কখনও কখনও প্রধান নির্বাচকও! কলম্বো টেস্ট থেকে মাহমুদউল্লাহকে বাদ দেয়ার ১০ দিন পর নাজমুল হাসান জানালেন, শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজকে নেয়ার পেছনে ছিলেন তিনি টেস্ট সিরিজ শেষ হওয়ার পর মিরাজ ঢাকায় ফিরেছিলেন গত ২০ মার্চ তিনদিন পর তড়িঘড়ি করে তাকে নেয়া হয় ওয়ানডে দলে, এই প্রথম
বিসিবি সভাপতি জানান, তিনিই প্রথম মেহেদীকে ওয়ানডে দলে নেয়ার জন্য প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনকে বলেছিলেন নাজমুল হাসান বলেন, ‘প্রথম ওডিআইতে মেহেদীকে প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত নেয়া হয় বাংলাদেশ দল মাঠে আসার পর বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামকে খেলানো যায় কিনা, নিয়েও আলোচনা হয়েছেবিসিবি সভাপতি বলেন, ‘আমি মিনহাজুলকে বলি মিরাজকে শ্রীলংকায় পাঠানোর জন্য তখন জানতে পারি মিরাজ খুলনায় তাকে বলি দ্রুত ঢাকায় ফেরার জন্য শ্রীলংকায় যেতে হবেনাজমুল হাসান যোগ করেন, ‘শ্রীলংকা দলে বেশ কয়েকজন বাঁ-হাতি ব্যাটসম্যান থাকায় আমরা মিরাজকে দলে রাখার সিদ্ধান্ত নিই মিরাজ টেস্টে ভালো বোলিং করেছে আর সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে প্রথম ওয়ানডের দিন সকালে আমি যখন দলের সবার সঙ্গে আলোচনায় বসি, তখন মিরাজ নাকি সানজামুল, কাকে খেলানো হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি সিদ্ধান্ত নেয়া হয় মাঠে আসার পরগত পরশু ডাম্বুলায় প্রথম ওডিআইতে মেহেদী বোলিং উদ্বোধন করেন তিনি পুরো ১০ ওভার বোলিং করে দুটি উইকেট নেন ৪৩ রান দিয়ে

'মেসি-রোনালদোর চাইতে বর্তমান সময়ে নেইমারই সেরা'

বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং রিয়াল মাদ্রিদের 'গেম মেকার' খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদোর তুলনায় বর্তমানে বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমার সেরা বলে মন্তব্য করেছেন আলেসান্দ্রো কোস্তাকুর্তা। ইতালির এই সাবেক ফুটবলার জানান, আগামীতে ব্যালন ডি'অর লড়াইয়ে শীর্ষে থাকবে নেইমারের নাম।
 
অবশ্য এই উক্তির মাধ্যমে মেসি বা রোনালদোকে মোটেও খাট করার চেষ্টা করেনি ইতালির ক্লাব মিলানের সাবেক ডিফেন্ডার। তিনি বলেন, মেসি ও রোনালদো তাদের নিজেদের যুগের সেরা খেলোয়াড়। কিন্তু তাদের সময় শেষ হয়ে আসছে। সামনে তাদের মত এই লড়াইয়ে সবার ওপরে থাকবে নেইমারের নাম। তবে পার্থক্য হল তাকে টক্কর দেয়ার মত হয়ত কেউ থাকবে না।

সমানতালে লড়ছে ভারত ও অস্ট্রেলিয়া

ধর্মশালা টেস্টে সমানতালে লড়ছে ভারত ও অস্ট্রেলিয়া। সফরকারী অস্ট্রেলিয়ার ৩০০ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২৪৮ রান তুলেছে স্বাগতিকরা। ফলে দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ৫২ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।
 
প্রথম দিন অস্ট্রেলিয়াকে ৩০০ রানে গুটিয়ে দিয়ে ১ ওভার ব্যাট করার সুযোগ পায় ভারত। ওই ১ ওভারে কোন রান যোগ করতে পারেনি টিম ইন্ডিয়া। কোন উইকেটও হারাতে হয়নি তাদের। তাই দ্বিতীয় দিন নতুনভাবেই শুরু করে ভারত। তবে দলীয় ২১ রানে ওপেনার মুরালি বিজয়কে হারাতে হয় তাদের। ১১ রান করে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের শিকার হন বিজয়।
Recent Posts Widget