লাইভ খেলা : বাংলাদেশ বনাম আফগানিস্তান

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জেতার পর বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজাই।
 
সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই ম্যাচেই অভিষেক ঘটছে তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেনের। এই ম্যাচ জিতলে শুধু সিরিজই নিশ্চিত হবে না, নিজেদের শততম ওয়ানডে জয়েরও স্বাদ পাবে বাংলাদেশ।

ফিরে গেলেন মুশফিক-মাহমুদুল্লাহ

দুই ওপেনারের পতনের পরে অর্ধশত রানের জুটি গড়ে তুলেছিলেন মুশফিক-মাহমুদুল্লাহ। কিন্তু অল্প রানের ব্যবধানে দুইজনই ফিরে গেছেন।
 
নাভিন উল হকের করা ২৪তম ওভারের শেষ বলে সরাসরি বোল্ড হওয়ার আগে মাহমুদুল্লাহ আগে ৩৯ বলে ২৫ রান করেছিলেন। আর দারুণ খেলতে থাকা মুশফিক রহমতের করা ২৮তম ওভারে ফিরে গেছেন ৩৮ রান করে। ২৮ ওভার শেষে চার উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৬ রান।
Recent Posts Widget