সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকালো সাকিবের

নিজ বাসার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকে গেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আজ শনিবার পায়ে ব্যান্ডেজ নিয়েই এসেছিলেন কন্ডিশনিং ক্যাম্পে। কিন্তু চোটের কারণে ক্যাম্পে যোগ দেননি।
 
এ খবর নিশ্চিত করে বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, চোটটা পায়ের গোড়ালিতে লেগেছে। ৪৮ ঘণ্টা পরে ব্যান্ডেজ খুলে দেয়া হবে।

ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

যৌতুক নিরোধ আইনে স্ত্রী হিসেবে দাবি করা এক তরুণীর যৌতুকের মামলায় ক্রিকেটার আরাফাত রহমান সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
 
আরাফাত সানির আইনজীবীর সময়ের আবেদন নাকচ করে রবিবার ঢাকার মহানগর হাকিম জাকির হোসেন টিপু এ মামলায় অভিযোগ গঠনের পাশাপাশি সানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন। গত ২০ জানুয়ারি এ মামলা করেন ওই তরুণী।

অশ্বিন স্মার্ট ক্রিকেটার: মুরালিধরন

ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ভুয়সী প্রশংসা করে স্পিন গ্রেট শ্রীলঙ্কার মুত্তিয়া মুরলিধরন বলেছেন, তামিলনাড়ুর এ তারকা খেলোয়াড়ের যথেষ্ট উন্নতি হয়েছে এবং তিনি একজন স্মার্ট ক্রিকেটার।
 
তামিলনাড়ু প্রিমিয়ার লিগের এক অনুষ্ঠানের পাশে মুরলিধরন সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে অশ্বিনের অনেক উন্নতি হয়েছে। সাম্প্রতিক ম্যাচগুলোতে সে সত্যিকারার্থেই ভাল ক্রিকেট খেলেছে। আগামী দিনগুলোতে নিজের দক্ষতা প্রমাণের জন্য তার অভিজ্ঞতা ও মেধা আছে। আমার দৃষ্টিতে প্রকৃতপক্ষে সে একজন স্মার্ট ক্রিকেটার। তার পারফরমেন্স দেখার অপেক্ষায় আছি।’
Recent Posts Widget