মাঠে ফিরলেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজ

সাসেক্সের হয়ে ইংল্যান্ডে কাউন্টি লিগে খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। গত ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে তার কাঁধে অস্ত্রোপচার করেন বিখ্যাত অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। এ জন্য ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে খেলতে পারেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএল মিস করেন এ পেসার। নিউজিল্যান্ড সফরের আগেই ফিট হয়ে উঠেছেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান।

বিপিএল : শেষ চারে উঠলো যারা

নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্ট প্লেঅফের চার দল। ১২ ম্যাচে শেষে পয়েন্ট তালিকায় উপরে থেকে প্লেঅফ নিশ্চিত করেছে ঢাকা, খুলনা, চিটাগাং, রাজশাহী।
 
এক ম্যাচ হাতে রেখেই বিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে নেয় সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। সবার আগেই শেষ চার নিশ্চিত করেছে তারা।

ঢাকাকে ৬ উইকেটে হারিয়ে প্লেঅফে খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটসকে ৬ উইকেটে হারিয়ে প্লেঅফ নিশ্চিত করলো খুলনা টাইটান্স। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকার দেয়া ১৫৮ রানের টার্গেট ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় খুলনা।
Recent Posts Widget