বিপিএলের চতুর্থ আসরে আরো দল বাড়ছে!



বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী নভেম্বরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই ঘোষণা দিয়ে রেখেছে এ বিষয়ে। তবে, জানা গেছে আগামী আসরটা আরো জমজমাট হতে চলেছে। কারণ, বিপিএলের চতুর্থ আসরে বাড়ানো হচ্ছে আরো দুটি দল। মোট আটটি দল নিয়ে অনুষ্ঠিত হতে পারে আগামী আসর। শুধু তাই নয়, বিপিএলকে ছড়িয়ে দেয়া হতে পারে নতুন কোন শহরেও।

২০১২ এবং ২০১৩ সালে পর পর দুটি আসর আয়োজনের পর ফিক্সিং কেলেঙ্কারির কারণে তৃতীয় আসর মাঠে গড়াতে অপেক্ষা করতে হয়েছিল দুই বছর। প্রথম আসরে ছিল ছয়টি বিভাগীয় দল। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল এবং সিলেট। পরের মৌসুমে দলের সংখ্যা বেড়ে যায় একটি। নতুন দল হিসেবে যোগ দেয় রংপুর।

তবে সর্বশেষ অনুষ্ঠিত তৃতীয় মৌসুমে সবকিছু ঢেলে সাজানো হয়। ফিক্সিং নিয়ন্ত্রণ এবং খেলোয়াড়দের পাওনার বিষয়গুলো আমলে এনে নতুন করে সাজানো হয় টুর্নামেন্টটি। নতুন দল হিসেবে

‘খালি চোখে তাসকিনের বোলিং ঠিক আছে’



গত মার্চে ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে অবৈধ বোলিং অ্যাকশনের দায় মাথায় নিয়ে দেশে ফিরে এসেছিলেন আরাফাত সানি ও তাসকিন আহমেদ। তাতে করে বাংলাদেশের বোলিং অ্যাটাক অনেকাংশে দুর্বল হয়ে পড়েছিল। তাই বিশ্বকাপ শেষে গত ঢাকা প্রিমিয়ার লিগে অবৈধ বোলিং অ্যাকশনের বোলারদের বিরুদ্ধে সোচ্চার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলা ১১ জন বোলার সন্দেজনক বোলিং অ্যাকশনের কারণে অভিযুক্ত হন। তবে তাসকিন আবাহনীর হয়ে খেললেও সন্দেহজনকের তালিকায় ছিলেন না।

ঈদের আগে মাহবুবুল জাকির তত্ত্বাবধানে ডানহাতি এই পেসারের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছিল। ঈদের কারণে বেশ কিছুদিন বিরতি ছিল এই পুনর্বাসন প্রক্রিয়ায়। ঈদের পর আবার শুরু হয় তাসকিনের বোলিং অ্যাকশন শুদ্ধ করার প্রক্রিয়া। রোববার মিরপুর স্টেডিয়ামে বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্য ওমর খালেদ রুমি। খালি চোখে তাসকিনের বোলিং অ্যাকশন দেখে কোনো সমস্যা মনে হয়নি তার।

গোলাপী বলে খেলতে প্রস্তুতি ম্যাচ



ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট আয়োজনের সম্ভাবনা আরো একটু উজ্জ্বল হয়েছে আগামী মাসে কাউন্টি দল ওয়ারউইকশায়ার ট্রায়াল ভিত্তিতে এই ধরনের ম্যাচ আয়োজন করবে বলে ঘোষণা দিয়েছে আর এর মাধ্যমেই গোলাপী বলে টেস্ট আয়োজন নিয়ে আশাবাদী হয়ে উঠেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড

এজবাস্টনে ওয়ারউইকশায়ার তাদের দ্বিতীয় একাদশ নিয়ে ফ্লাডলাইটের আলোতে একটি ম্যাচ আয়োজন করতে যাচ্ছে আগামী ২২-২৪ আগস্ট ওস্টারশায়ারের দ্বিতীয় একদশ দলের বিপক্ষে

নিউজিল্যান্ড সফরেও অনিশ্চিত মুস্তাফিজ!



শেষ পর্যন্ত ইনজুরি থেকে পূর্ণ পরিত্রাণের জন্য মুস্তাফিজকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন ইউনিভার্সিটি অব গ্রিনউইচের শল্যবিদ টনি কোচার বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীও এই ইংলিশ শল্যবিদের সাথে একমত পোষণ করেছেন আর অস্ত্রোপচার করা হলে দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজের মত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষেও অনিশ্চিত কাটার মাস্টার মুস্তাফিজ

অস্ত্রোপচার যেখানেই করা হোক না কেন, মুস্তাফিজকে ছয় মাসের মত মাঠের বাইরে থাকতে হবে।

রোনালদোর জন্য জিদানের আক্ষেপ



গত মৌসুমের মাঝপথে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিয়েছিলেন জিনেদিন জিদান খাদের কিনারে থাকা দলকে টেনে তুলেছেন তিনি লস ব্লাঙ্কসদের জিতিয়েছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপা তবে স্প্যানিশ লা লিগায় খুব কাছে গিয়েও ট্রফিটা জিততে পারেননি ফরাসি এই কোচ এবার হয়তো সেই ঘরে তুলতে মুখিয়ে রয়েছেন তিনি

আর কিছু দিন পরই শুরু হতে চলেছে ২০১৬-১৭ মৌসুমের খেলা। ইনজুরির কারণে আসন্ন লা লিগার খেলায় শুরুর দিকের ম্যাচ মিস করবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমনকি সুপার কাপেও পাওয়া যাবে

মেসি আর ফিরবেই না: পরিবারের দাবি



ফিরে আস মেসি’ - শতবর্ষী কোপার ফাইনালে হেরে যাওয়ার পর এমন আকুতি মেসি ভক্তদের যার রেশ এখনো চলছে কিন্তু অবসর ভেঙে কি সত্যিই ফিরে আসবেন মেসি? সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার জার্সি গায়ে উরুগুয়ে ভেনিজুয়েলার বিরুদ্ধে দেখা যাবে তাকে? তা নিয়ে রয়েছে ঢের সংশয় সেই সংশয় আরও বাড়িয়ে তুলেছে মেসির পরিবারই পরিবারের দাবি, মেসি আর ফিরবে না

গোলডটকম দেয়া সাক্ষাতকারে মেসির পরিবার দাবি করেছে, ‘মেসির কোন পরিকল্পনাই নেই পুনরায় আর্জেন্টিনার জার্সি গায়ে পড়ার। এখন জাতীয় দলের অংশ নয় মেসি।’ 

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ত্রি-দেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ



চলতি বছরের আগস্টে ভারত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যুক্তরাষ্ট্রের মাটিতে ত্রি-দেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে পারে বাংলাদেশ। এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। যদিও ফ্লোরিডায় মূলত ভারত ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের আলোচনা চলছে। তবে এতে যুক্ত হতে পারে টাইগাররাও।

ভারতীয় দল বর্তমানে চার টেস্টের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছে। ২২ আগস্ট লংগার ভার্সন শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে খেলবে টি-টোয়েন্টি সিরিজ। ভারতীয় ক্রিকেট বোর্ডের

ওয়ার্নের খেলা সেরা বাংলাদেশি ব্যাটসম্যান আশরাফুল



সেই ছেলেবেলায় বেড়ে ওঠার সময় শেন ওয়ার্নের মতো লেগ স্পিনার হতে চাইতেন মোহাম্মদ আশরাফুল। হয়েছিলেন তার প্রজন্মে সম্ভবত বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান। ম্যাচ ফিক্সিংয়ের আঁধারে ডুবে নিষিদ্ধ হওয়ার পর আশরাফুল আগামী মাসেই আবার ক্রিকেটে ফিরছেন। আর তার আগে আইডল ওয়ার্নের খেলা সেরা বাংলাদেশি ব্যাটসম্যানের স্বীকৃতি পেলেন।
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে ধারাভাষ্য দিচ্ছেন অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তি ওয়ার্ন। সেখানেই অস্ট্রেলিয়া বাদে সব দেশের সেরা ব্যাটসম্যানের তালিকা করেছেন। তার খেলা প্রত্যেক দেশের সেরা

ইনজুরির কারণে খেলছেন না মুস্তাফিজ



সাসেক্স খেলতে নেমেছে। কিন্তু মুস্তাফিজুর রহমানের খেলা হচ্ছে না এই ম্যাচে। আজ রবিবার গ্লস্টারশায়ারের সাথে তাদের মাঠে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে অভিষেক হওয়ার কথা ছিল 'দ্য ফিজ' এর। কিন্তু শনিবার অনুশীলনে পাওয়া চোটের কারণে একাদশে নেই তিনি। খেলছেন না এই ম্যাচ।
অনুশীলনে বাঁ কাঁধেই চোট পেয়েছেন মুস্তাফিজ। ওখানে ব্যথা পুরনো। আজ এমআরআই করা হচ্ছে। সাসেক্সের ফিজিওর ধারণা, সমস্যা গুরুতর না। নতুন কিছুও না। আগের ব্যথাই ফিরে এসেছে। সেরে উঠতে পারবেন দ্রুত। ২৭ জুলাই হ্যাম্পাশায়ারের বিপক্ষে ওয়ানডেতে

সচিনও হার মানলেন এই চার বছরের খুদের কাছে!

বয়স তার মাত্র কিন্তু ক্ষুদ্র হলেও সে যে তুচ্ছ নয়, তা প্রমাণ করল শায়ন জামাল যে বয়সে তার সঙ্গীরা পুতুল খেলায় ব্যস্ত, সেই বয়সেই একটি ক্রিকেট দলের সদস্য হয়ে একেবারে তাক লাগিয়ে দিয়েছে সে দিল্লিতে তার স্কুলের অনূর্ধ্ব ১২ দলে ডাক পেয়েছে এই খুদে হ্যাঁ, চার বছর বয়সে, যে রেকর্ড সচিন তেন্ডুলকরের ঝুলিতেও নেই

শায়নের বয়স যখন তিনের আশেপাশে, তখনই টিভিতে ক্রিকেট খেলা হলে দাঁড়িয়ে যেত সে টিভি দেখে 
ব্যাটসম্যানদের নকল করার সেই শুরু ক্রিকেট খেলা তো দূর, যে বয়সে ভাল করে ব্যাট ধরাটাই একটা চ্যালেঞ্জ, সেই বয়সে তাঁর ডিফেন্স দেখে হাঁ হয়ে গিয়েছেন স্কুলের প্রশিক্ষক সবচেয়ে আকর্ষণীয় নাকি তার কভার ড্রাইভ এই বয়সেই তার প্রতিভা দেখে স্কুল দলে নিতে দ্বিতীয় বার ভাবেননি নির্বাচকরা দিল্লির হামবার্ড পাবলিক স্কুলের হয়ে এই মরসুমে খেলবে সে

শায়নের বাবা আর্শাদ জামাল নিজেও ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলেছেন তাঁর কথায়, “দুদিন মাঠে না যেতে পারলেই কান্নাকাটি শুরু করে দেয় শায়ন ওর মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে আমি শুধু চেষ্টা করছি ওকে সঠিক রাস্তাটা
Recent Posts Widget