টাইগারদের শ্রীলংকা সফরের চূড়ান্ত সূচি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলংকা সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সফরকালে স্বাগতিক শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের সঙ্গে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। এ সময় স্বাগতিক দলের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংরাদেশ।
শ্রীলংকার রাজধানী কলোম্বোতে সফরের শুরুতে ১ম টেস্টে অংশ নেবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে দক্ষিণাঞ্চলীয় উপকূল গলে। এরপর ওডিআই ও টি-২০ সিরিজে অবতীর্ন হবে টাইগাররা।

তামিমের আগ্রাসী ফিফটিতে পেশোয়ারের সংগ্রহ ১১৭

পাকিস্তান ক্রিকেট লীগের নবম ম্যাচে পেশোয়ার জালমির হয়ে অর্ধশত করেছে টাইগার ওপেনার তামিম ইকবাল। বাবর আযমকে বিশাল একটি ছক্কা মেরে অর্ধশত পূর্ণ করে দেশসেরা ওপেনার।
 
ইনিংসের ওপেনিংয়ে নেমে ৪৬ বলে ৬২ রানের একটি আগ্রাসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন তামিম। তার ইনিংসে ছিল ৪ টি চার ও ৪ টি বিশাল ছয়ের মার ছিল।

ধোনি যখন কুকুর প্রশিক্ষক

অবসর দিন গুলো ভালোই কাটছে ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির। দিনকয়েক আগে খবর বেরিয়েছিল ধোনি তার মেয়ের সঙ্গে খেলছে। এবার দেখা গেল ধোনি ব্যস্ত তার পোষ্য কুকুর নিয়ে। তিনি কুকুরগুলোর প্রশিক্ষক।
শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন ধোনি, যেখানে তার কুকুর-প্রেমের বিষয়টি স্পষ্ট হয়েছে।

রুদ্ধশ্বাস ম্যাচে অসিদের ৫ উইকেটে হারাল শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়া সফরে এসেও টি২০ তে জয়ের ধারা অব্যাহত রাখল থারাঙ্গা বাহিনী। ৩ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে সফরকারী শ্রীলঙ্কা। 
 
যদিও অস্ট্রেলিয়ার এই দলটি দ্বিতীয় সারির তবু, হেলাফেলা করার মত কোনো দল নয়। তাই লংকানদের জয়ের দেখা পেতে শেষ বলটি পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

কোহলির ব্র্যান্ড ভ্যালু ৯২ মিলিয়ন মার্কিন ডলার!

মাঠে পারফরম্যান্স যেমন চমকপ্রদ, মাঠের বাইরেও তেমনই নজর কেড়ে নিচ্ছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পারফরম্যান্সের সঙ্গেই পাল্লা দিয়ে চড়চড় করে বাড়ছে তাঁর ব্র্যান্ড ভ্যালু।
 
স্পোর্টস মার্কেটিং এগজিকিউটিভরা বলছেন, ভারতের একদিনের ও টি-২০ দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার পর বিরাটের ব্র্যান্ড ভ্যালু ২০ থেকে ২৫ শতাংশ বেড়ে গিয়েছে। পার্পল প্যাচ বজায় থাকলে ব্র্যান্ড ভ্যালুও বাড়বে। খুব সম্প্রতি কোহলি টেস্টেও টিম ইণ্ডিয়াকে নেতৃত্ব দেয়া শুরু করেছে।
 
২০১৬ সালের অক্টোবর মাসের রিপোর্ট অনুযায়ী, বিরাটের ব্র্যান্ড ভ্যালু ৯২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতের সেলেবদের মধ্যে এক্ষেত্রে তাঁর আগে আছেন শুধু শাহরুখ খান। বলিউড বাদশার ব্র্যান্ড ভ্যালু ১৩১ মিলিয়ন মার্কিন ডলার।

কক্সবাজারে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি টুর্নামেন্টে আগামী মাসে বাংলাদেশের মাটিতে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এসিসির সদস্য আটটি দল নিয়ে আগামী ১৫ মার্চ থেকে বাংলাদেশে শুরু হবে ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এ আসরে মুখোমুখি হবে বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। 
 
রাজনৈতিক বিরোধে গেল কয়েক বছর ধরেই দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। তবে দ্বিপক্ষীয় সিরিজ বাদে অন্য টুর্নামেন্টে ঠিকই দেখা হচ্ছে তাদের। ঠিক তেমনই অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপেও এবার দেখা হবে ভারত ও পাকিস্তানের। চট্টগ্রামের কক্সবাজার স্টেডিয়ামে ব্যাট-বলের লড়াই করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। 
Recent Posts Widget