রোনালদোর গোলে শীর্ষস্থান মজবুত করলো রিয়াল

দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে শীর্ষস্থান আরো মজবুত করলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালের বিপক্ষে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় তুলে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
 
একটি করে গোল করেন গ্যারেথ বেল, ক্রিস্টিয়ানো রোনালদো ও আলভারো মোরাতা।
 
এদিন ম্যাচের প্রথমার্ধ কোনো গোলের দেখা পায়নি কেউই। পরে দ্বিতীয়াধের শুরুতেই লিড পায় ভিয়ারিয়াল। ৫০ মিনিটে ত্রিগুয়েরোসের গোল করেন। এর ছয় মিনিট পরেই লিড দ্বিগুণ হয় স্বাগতিকদের।

‘আমার তো বোলিংও করতে ইচ্ছে হয়’

টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম জানালেন শ্রীলংকা সফরে সিরিজ জেতার ভালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। সম্ভাবনা কাজে লাগাতে চান। তার কিপিং নিয়ে সমালোচনা হচ্ছে। মুশফিক জানালেন, পারলে বোলিংও করতেন। আজ শ্রীলংকা উড়াল দিচ্ছে বাংলাদেশ দল। কাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনের চুম্বক অংশ-
প্রশ্ন : শ্রীলংকার বিপক্ষে সিরিজ জেতার এটাই কি সেরা সুযোগ?

মুশফিক : বলতে পারেন। প্রতিটি সিরিজেই সুযোগ থাকে ভালো কিছু করার। অনেকদিন ধরে ভালো খেলেছেন এমন কয়েকজন ক্রিকেটার তাদের দলে নেই। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসও নেই। তবে খেলাটা হবে তাদের দেশে। তারা জানে যে, বাংলাদেশ অনেক দিন ধরে ভালো ক্রিকেট খেলছে। তাই অবশ্যই আমাদের সুযোগ আছে। সব কিছু নির্ভর করছে আমাদের সেরা ক্রিকেট খেলার ওপর।
প্রশ্ন : গল টেস্টের স্মৃতি...!

মুশফিক : গলে স্পিনিং ট্র্যাক হয়। সর্বশেষ আমরা যখন সেখানে খেলেছি, তখন হয়তো ব্যাটিং উইকেট ছিল। আমাদের অনেক কষ্ট করে খেলতে হয়েছে। তারাও স্কোর বোর্ডে বড় রান তুলেছিল। উইকেট যাই হোক, আমরা চেষ্টা করব ফল আমাদের পক্ষে আনার।

মেসির মাইলফলকের ম্যাচে বার্সার জয়

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জার্সিতে চারশো ম্যাচ জয়ের হাতছানি নিয়ে মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ।
 
খেলার ৮৬ মিনিটে তার পা থেকেই জয়সূচক গোলটি আসে। দলকে জেতানোর সঙ্গে স্পর্শ করলেন অনন্য এক মাইলফলক।

কোহলির দলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসি-তামাশা

পুনে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৩৩৩ রানের পরাজয় ভারতীয় ক্রিকেটের জন্য অনেকটা আকাশ থেকে পাতালে আছড়ে পড়ার মত ঘটনা হয়েছে দাঁড়িয়েছে। বিরাট কোহলির দল তো বটেই, সাবেক যে ভারতীয় তারকারা সিরিজের আগে বর্তমান অস্ট্রেলীয় দলকে তাচ্ছিল্য করছিলেন তাদের নিয়েও টিকা-টিপ্পনীর ঝড় বইছে পত্র-পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে।
Recent Posts Widget