দলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে শীর্ষস্থান আরো মজবুত করলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগার
গুরুত্বপূর্ণ ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালের বিপক্ষে শেষ
পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় তুলে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
একটি করে গোল করেন গ্যারেথ বেল, ক্রিস্টিয়ানো রোনালদো ও আলভারো মোরাতা।
এদিন
ম্যাচের প্রথমার্ধ কোনো গোলের দেখা পায়নি কেউই। পরে দ্বিতীয়াধের শুরুতেই
লিড পায় ভিয়ারিয়াল। ৫০ মিনিটে ত্রিগুয়েরোসের গোল করেন। এর ছয় মিনিট পরেই
লিড দ্বিগুণ হয় স্বাগতিকদের।